Mahfuj Ur Rahman Vlog 2.0

Mahfuj Ur Rahman Vlog 2.0 আসসালামু অলাইকুম আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগে কমেন্ট করে জানাবেন আমাদেরকেসাপোর্টকরারজন্যধন্যবাদ

21/09/2023
রোগ থেকে মুক্তি পেতে মানুষ স্বাভাবিকভাবেই চিকিৎসকের কাছে যান। চিকিৎসা নেওয়া আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম...
14/09/2023

রোগ থেকে মুক্তি পেতে মানুষ স্বাভাবিকভাবেই চিকিৎসকের কাছে যান। চিকিৎসা নেওয়া আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। চিকিৎসার পাশাপাশি দোয়াও পড়েন মুসলমানরা। হাদিসে রোগ মুক্তির বিভিন্ন দোয়া বর্ণিত হয়েছে। কোরআনের আয়াতের ওপর আমল করেও রোগ থেকে মুক্তি লাভ হয়।

তফসীরবিদ ইমাম বায়হাকী (রহ.) বলেন, পবিত্র কোরআনে যেমন আত্মার যাবতীয় রোগ এবং মন্দ প্রবণতার চিকিৎসা রয়েছে, তেমনি দেহের যাবতীয় রোগ-ব্যাধিরও চিকিৎসা রয়েছে।

তাফসিরে কুরতুবিতে লেখা হয়েছে, যে ব্যক্তি কোরআনের মাধ্যমে আরোগ্য তালাশ করে না, তার কোন শেফা নেই। (তাফসীরে কুরতুবী, খন্ড-১০ম, পৃষ্ঠা-২৩৫)

ভরসা করার জন্য আল্লাহই যথেষ্টকষ্টনির্ভর করে সৃষ্টি করেই আল্লাহ তায়ালা মানুষকে ছেড়ে দেননি। যখন মানুষ হতাশার চক্র ভেঙে বের...
14/09/2023

ভরসা করার জন্য আল্লাহই যথেষ্ট

কষ্টনির্ভর করে সৃষ্টি করেই আল্লাহ তায়ালা মানুষকে ছেড়ে দেননি। যখন মানুষ হতাশার চক্র ভেঙে বেরোতে পারবে না, আশার আলো দেখবে না, পাশে কাউকে পাবে না, তখন আল্লাহ তাকে বিপদ থেকে টেনে তুলবেন। আল্লাহ বলেন,

مَن كَانَ يُؤْمِنُ بِاللَّـهِ وَالْيَوْمِ الْآخِرِ ۚ وَمَن يَتَّقِ اللَّـهَ يَجْعَل لَّهُ مَخْرَجًا. وَيَرْزُقْهُ مِنْ حَيْثُ لَا يَحْتَسِبُ ۚ وَمَن يَتَوَكَّلْ عَلَى اللَّـهِ فَهُوَ حَسْبُهُ.

অর্থ: যারা আল্লাহ-সচেতন থাকে, আল্লাহই তাদের ঝামেলা ও অশান্তি থেকে বেরোনোর পথ করে দেন। আর অপ্রত্যাশিত উৎস থেকে জীবনোপকরণ দান করেন। যে আল্লাহর ওপর নির্ভর করে আল্লাহই তার জন্যে যথেষ্ট। সূরা তালাক, আয়াত ২-৩।

বিশ্বাসীরাই সফলদুনিয়ার এত মত- এত পথের মাঝে সফল হওয়ার একমাত্র সূত্র কী- এ প্রশ্নের জবাবে আল্লাহ বলেন,قَدْ أَفْلَحَ الْمُؤ...
14/09/2023

বিশ্বাসীরাই সফল

দুনিয়ার এত মত- এত পথের মাঝে সফল হওয়ার একমাত্র সূত্র কী- এ প্রশ্নের জবাবে আল্লাহ বলেন,

قَدْ أَفْلَحَ الْمُؤْمِنُونَ.

অর্থ: যারা বিশ্বাসী তারাই সফলকাম হয়ে গেছে। সূরা মুমিনুন, আয়াত ১।

সংক্ষেপে এই আয়াতের মর্মার্থ হলো, যারা আল্লাহ এবং পরকালের জীবনে বিশ্বাস করে, তারাই প্রকৃত সফল মানুষ। বিশ্বাসহীন কোনো পথ-মত মানুষকে সফল করতে পারে না। একইভাবে অর্থ-বিত্ত, বিদ্যা-বুদ্ধি এগুলোও সফলতার মানদণ্ড নয়। সফলতার মানদণ্ড একটিই, তা হলো- বিশ্বাসী হয়ে জীবনযাপন করা।

দুঃখের সাথেই সুখ আছেকখনও কখনও আমাদের মনে হয়, কেন আল্লাহ মানুষকে কষ্টনির্ভর করে সৃষ্টি করেছেন? কষ্ট না থাকলে জীবনটা কতই ন...
14/09/2023

দুঃখের সাথেই সুখ আছে

কখনও কখনও আমাদের মনে হয়, কেন আল্লাহ মানুষকে কষ্টনির্ভর করে সৃষ্টি করেছেন? কষ্ট না থাকলে জীবনটা কতই না সুন্দর হতো। এমন ভাবনা যে ভুল, তা বলা হয়েছে এই আয়াতে-

فَإِنَّ مَعَ الْعُسْرِ يُسْرًا - إِنَّ مَعَ الْعُسْرِ يُسْرًا

অর্থ: অবশ্যই কষ্টের সাথেই সুখ রয়েছে। আবারও বলছি, অবশ্যই কষ্টের সাথেই সুখ রয়েছে। সূরা ইনশিরাহ, আয়াত ৫-৬।

উস্তাদ নোমান আলী খান বলেন, একজন পরীক্ষার্থী যখন ছয় মাস এক বছর আগে থেকে রাত জেগে কষ্ট করে পড়তে থাকে, মূলত ওই সময় থেকেই সে আনন্দদায়ক ফলাফলের বীজ বুনতে শুরু করে দেয়। যদি সে কষ্ট না করত তাহলে পরীক্ষায় কিছুই লিখতে পারত না। একইভাবে আমরা যে মজার মজার খাবার খাই, তা যদি ঘণ্টার পর ঘণ্টা লাগিয়ে ভালোভাবে রান্না না হতো, তাহলে খাবার সামনে আসত না। জীবনটাও ঠিক তেমনি।

যে যতটুকু কষ্ট করবে, পরিশ্রম করবে, সেও বিনিময় স্বরূপ ততটুকুই আনন্দ পাবে। কারণ, ‘কষ্টের সাথেই সুখ আছে’।

14/09/2023

মানুষকে সৃষ্টিই করা হয়েছে কষ্ট ও পরিশ্রম নির্ভর করে

অনেক সময়ই মনে প্রশ্ন জাগে, কেন আমাদের কষ্ট করে বাঁচতে হয়? জীবন মানেই সংগ্রাম কেন? এ প্রশ্নের উত্তরে আল্লাহ তায়ালা বলেন-

لَقَدْ خَلَقْنَا الْإِنسَانَ فِي كَبَدٍ.

অর্থ: নিশ্চয়ই আমি মানুষকে কষ্ট ও পরিশ্রমনির্ভর করে সৃষ্টি করেছি। সূরা বালাদ, আয়াত ৪।

এ আয়াতের সহজ অর্থ হলো, জীবন মানেই কষ্ট এবং সংগ্রাম। মানুষ যতদিন বেঁচে থাকবে তাকে পরিশ্রম এবং কষ্ট করেই বেঁচে থাকতে হবে। আমরা যে নিত্য খাওয়া-দাওয়া, আনন্দ-ফুর্তি করি তা কি কম কষ্টের? যদিও আনন্দে ডুবে থাকার কারণে আমরা কষ্ট অনুভব করি না। আপনার কষ্ট সেদিনই শেষ হবে, যেদিন জীবন ঘড়িটা পুরোপুরি থেমে যাবে।

14/09/2023

হতাশার অন্ধাকারে ডুবে থাকা মানুষের মনে একটি প্রশ্নই বারবার ঘুরপাক খায়, কেন আমাদের সৃষ্টি করা হলো? কেন পৃথিবীতে এলাম? আমরা কি প্রকৃতির খেলার পুতুল? এ প্রশ্নের উত্তর দিয়ে আল্লাহ বলেন,

الَّذِي خَلَقَ الْمَوْتَ وَالْحَيَاةَ لِيَبْلُوَكُمْ أَيُّكُمْ أَحْسَنُ عَمَلًا ۚ وَهُوَ الْعَزِيزُ الْغَفُورُ.

অর্থ: তোমাদের মধ্যে সৎকর্মে কে অগ্রগামী তা পরীক্ষার জন্যেই তিনি জীবন সৃষ্টি ও মৃত্যুর ব্যবস্থা করেছেন। তিনিই মহাপরাক্রমশালী ও সত্যিকারের ক্ষমাশীল। সূরা মুলক, আয়াত ২।

এ আয়াতে আল্লাহ বলছেন, আমাদের এমনি এমনি দুনিয়ায় পাঠানো হয়নি। আমাদের পাঠানোর কারণ হলো, আমরা কতটা সুন্দরভাবে আমাদের ওপর অর্পিত কাজগুলো সমাপ্ত করতে পারি, তা পরীক্ষা করে দেখা। আমরা যে কাজই করি না কেন, আল্লাহর বাতলে দেওয়া নিয়মে সমাপ্ত করতে পারলেই কেবল পরীক্ষায় পাশ করব এবং পুরস্কার হিসেবে অকল্পনীয় সুন্দর জান্নাত আল্লাহ আমাদের দান করবেন।

13/09/2023

:1 الر ۚ كِتَابٌ أُحْكِمَتْ آيَاتُهُ ثُمَّ فُصِّلَتْ مِنْ لَدُنْ حَكِيمٍ خَبِيرٍ

আলিফ, লা-ম, রা; এটি এমন এক কিতাব, যার আয়াত সমূহ সুপ্রতিষ্ঠিত অতঃপর সবিস্তারে বর্ণিত এক মহাজ্ঞানী, সর্বজ্ঞ সত্তার পক্ষ হতে।

12/09/2023

২:৪৮ وَ اتَّقُوۡا یَوۡمًا لَّا تَجۡزِیۡ نَفۡسٌ عَنۡ نَّفۡسٍ شَیۡئًا وَّ لَا یُقۡبَلُ مِنۡهَا شَفَاعَۃٌ وَّ لَا یُؤۡخَذُ مِنۡهَا عَدۡلٌ وَّ لَا هُمۡ یُنۡصَرُوۡنَ ﴿۴۸﴾
আর তোমরা সে দিনকে ভয় কর, যেদিন কেউ কারো কোন কাজে আসবে না। আর কারো পক্ষ থেকে কোন সুপারিশ গ্রহণ করা হবে না এবং কারও কাছ থেকে কোন বিনিময় নেয়া হবে না। আর তারা সাহায্যপ্রাপ্তও হবে না। আল-বায়ান

12/09/2023

আখেরাতে সমস্ত এখতিয়ার ও ক্ষমতার মালিক হবেন একমাত্র মহান আল্লাহ। সেদিন তিনি বলবেন, ‘‘আজ রাজত্ব কার?’’ অতঃপর তিনিই উত্তর দিয়ে বলবেন, ‘‘পরাক্রমশালী একক আল্লাহর জন্য।’’

يَوْمَ لَا تَمْلِكُ نَفْسٌ لِنَفْسٍ شَيْئًا وَالأَمْرُ يَوْمَئِذٍ للهِ (যেদিন কেউ কারও কোন উপকার করতে পারবে না এবং সেদিন সকল কর্তৃত্ব হবে আল্লাহর।) এটা হবে বিচার ও প্রতিদান দিবস।

11/09/2023

وَمَا أَدْرَاكَ مَا يَوْمُ الدِّينِ ٭ ثُمَّ مَا أَدْرَاكَ مَا يَوْمُ الدِّينِ ٭ يَوْمَ لَا تَمْلِكُ نَفْسٌ لِنَفْسٍ شَيْئًا وَالْأَمْرُ يَوْمَئِذٍ لِلَّهِ “বিচারের দিনটি কি, তা কিসে আপনাকে জানাবে? আবার জিজ্ঞাসা করি, কিসে আপনাকে জানাবে বিচারের দিনটি কি? তাহা এমন একটি দিন, যে দিন কেউই নিজের রক্ষার জন্য কোনই সাহায্যকারী পাবে না, এবং সমগ্র ব্যাপার নিরঙ্কুশ ভাবে আল্লাহর ইখতিয়ারভুক্ত হবে” [সূরা আল-ইনফিতার: ১৭-১৯]

09/09/2023

গ্লোবাল ইমোশন রিপোর্টের সমীক্ষা বলছে, বিশ্বের সবচেয়ে ক্ষুব্ধ, দুঃখজনক এবং সবচেয়ে চাপের দেশগুলোর মধ্যে বাংলাদেশ সপ্তম স্থানে রয়েছে। ৫৯ স্কোর নিয়ে তালিকার শীর্ষে রয়েছে আফগানিস্তান, বাংলাদেশের স্কোর হচ্ছে ৪৫। 🥰
নেতিবাচক অভিজ্ঞতা সূচকে উচ্চতর স্কোর ইঙ্গিত করে যে জনসংখ্যার বেশির ভাগ এই আবেগগুলি অনুভব করছে। চলতি বছরের ২৭ ফেব্রুয়ারি থেকে ৩০ মার্চ পর্যন্ত বাংলাদেশে পরিচালিত সমীক্ষায় মোট এক হাজার মানুষ অংশ নেন। পোলিং গ্রুপটি বিশ্বের ১২২টি দেশে ১২৭,০০০ প্রাপ্তবয়স্কদের উপর জরিপ করেছে এবং দেখা গেছে ২০২১ সাল ২০২০ এর চেয়ে বেশি চাপের ছিল। এই সমীক্ষায় অংশ নেওয়া ব্যক্তিরা শারীরিক ব্যথা, উদ্বেগ, দুঃখ, চাপ এবং রাগ অনুভব করেছেন কিনা এমন প্রশ্ন করা হয়। এ জরিপ সম্পর্কে গ্যালাপের গ্লোবাল ম্যানেজিং পার্টনার জন ক্লিফটন বলেছেন, যুদ্ধ, মুদ্রাস্ফীতি এবং কোভিড মহামারী মানুষের জীবনকে চাপের মধ্যে ফেলে দিয়েছে। অনেকে অসুখে পড়ছেন এবং গত এক দশক ধরে অসুখ বাড়ছে। ❤️
প্রতিবেদনে প্রায় ৪২ শতাংশ উত্তরদাতা বলেছেন যে তারা অনেক বেশি উদ্বেগের মধ্য দিয়ে যাচ্ছেন, যা ২০২০ থেকে দুই শতাংশ বৃদ্ধি পেয়েছে। ❤️নীতিনির্ধারকদের অবশ্যই বুঝতে হবে কেন এত লোকের অভূতপূর্ব নেতিবাচক আবেগ রয়েছে এবং একটি দুর্দান্ত জীবনের নেতৃত্ব দিচ্ছেন এমন সব ব্যক্তিদের মানুষের সামনে উপস্থাপন করা উচিত।❤️

অসুখের কারণ উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়েছে, বৈশ্বিক অসুখের উত্থানের পেছনে পাঁচটি গুরুত্বপূর্ণ অবদান রয়েছে: দারিদ্র্য, খারাপ সম্প্রদায়, ক্ষুধা,❤️ একাকীত্ব এবং ভালো কাজের অভাব। প্রতি ১০ জনের মধ্যে তিনজনের বেশি শারীরিক ব্যথা (৩১ শতাংশ), চারজনের মধ্যে একজনের বেশি দুঃখ (২৮ শতাংশ), এবং কিছুটা কম রাগ (২৩ শতাংশ) রয়েছে।❤️
পানামা ৮৫ ইতিবাচক সূচক স্কোর নিয়ে সবচেয়ে কম চাপযুক্ত দেশ হিসেবে বিশে^ অবস্থান করছে। লাতিন আমেরিকার দেশগুলি সেই দেশের তালিকায় প্রাধান্য পেয়েছে যেখানে লোকেরা প্রতিদিন প্রচুর ইতিবাচক আবেগের বহি:প্রকাশ ঘটায়। তবে প্যারাগুয়ে, এল ❤️সালভাদর, হন্ডুরাস এবং নিকারাগুয়া পিছিয়ে নেই। ল্যাটিন আমেরিকার বাইরের বেশ কয়েকটি দেশ যা ২০২১ সালে সবচেয়ে ইতিবাচক তালিকায় স্থান পেয়েছে সেগুলো হল আইসল্যান্ড, ফিলিপাইন, ❤️সেনেগাল, ডেনমার্ক এবং দক্ষিণ আফ্রিকা।👌

08/09/2023

😑কিছু নীরবতা মনে হয় না যন্ত্রণাটা, এমন হয় যে আওয়াজটা কেড়ে নেয় 😌

08/09/2023

স্রোতের বিপরীতে হেটে দেখুন কতজন পাশে থাকে স্রোতের দিকে তো কচুরিপানাও ভাসে

08/09/2023

😟
🤐টাকা হচ্ছে মেরুদন্ড শিক্ষা
হচ্ছে কারাদণ্ড আর সত্য কথা মানুষের মৃত্যুদণ্ড
🤐 🤧

08/09/2023

জীবনের কিছু মুহূর্ত আসে,,,
তখন নিরব হয়ে থাকা ছাড়া,
আর কিছু করার থাকে না,🤲

Mahfuj Ur Rahman Vlog
2.0

08/09/2023

নিজের লক্ষ্য আর টার্গেট ঠিক রাখলে ---

সফলতা তোমার হাতে আসবেই
সাহসটা ঠিক রাখো 😑😑

Address

Satkhira
Satkhira
9421

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mahfuj Ur Rahman Vlog 2.0 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category