22/11/2025
স্বেচ্ছাসেবক আহ্বানপত্র
মানব উন্নয়ন বিদ্যানিকেতন
কলারোয়া, সাতক্ষীরা
তারিখ: ২২/১১/২০২৫
বিষয়: এতিম ও প্রতিবন্ধী শিক্ষার্থীদের পাঠদানে স্বেচ্ছাসেবক নিয়োগের আবেদন
মাননীয় মহোদয়/মহোদয়া,
সশ্রদ্ধ সালাম জানাচ্ছি।
আমাদের শিক্ষা প্রতিষ্ঠান “মানব উন্নয়ন বিদ্যানিকেতন” দীর্ঘদিন ধরে এতিম, ঝরে পড়া ও প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে শিক্ষা সেবা প্রদান করে আসছে। শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে আমাদের অতিরিক্ত স্বেচ্ছাসেবক শিক্ষকের প্রয়োজন রয়েছে।
এই লক্ষ্যে সমাজের সচেতন, মানবিক ও দায়িত্বশীল ব্যক্তিদের কাছ থেকে স্বেচ্ছাসেবক হিসেবে যুক্ত হওয়ার জন্য আন্তরিক আহ্বান জানানো হচ্ছে।
যে ক্ষেত্রগুলোতে স্বেচ্ছাসেবক প্রয়োজন:
বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ বিজ্ঞান পড়ানো
বিশেষ চাহিদাসম্পন্ন (প্রতিবন্ধী) শিক্ষার্থীদের সহায়ক শিক্ষা প্রদান
শেখার প্রতি আগ্রহ বাড়াতে পরামর্শ ও মনোসামাজিক সহায়তা
সাংস্কৃতিক ও সহশিক্ষা কার্যক্রম পরিচালনা
স্বেচ্ছাসেবকের যোগ্যতা:
কমপক্ষে এইচএসসি/সমমান
শিশুদের প্রতি সহমর্মিতা, ধৈর্য ও আন্তরিকতা
সপ্তাহে অন্তত ২–৩ দিন সময় দিতে সক্ষম হওয়া( মাত্র ২ ঘন্টা)
স্বেচ্ছাসেবী মনোভাব ও সামাজিক দায়িত্ববোধ
আমরা যা প্রদান করি:
স্বেচ্ছাসেবীর প্রশিক্ষণ
অভিজ্ঞতা সনদ
মানবিক কাজে যুক্ত হওয়ার সুযোগ
সমাজে ইতিবাচক পরিবর্তন আনার তৃপ্তি
আপনার অল্প সময় ও শ্রম এই শিশুদের জীবনে বড় পরিবর্তন আনতে পারে।
ইচ্ছুক ব্যক্তিদেরকে অনুরোধ করা যাচ্ছে—নিচের ঠিকানায় যোগাযোগ করতে:
যোগাযোগ:
মোবাইল: 01314591590
ই-মেইল: [email protected]
ঠিকানা: মানব উন্নয়ন বিদ্যানিকেতন,( আমানুল্লাহ ডিগ্রি কলেজ সংলগ্ন) কলারোয়া, সাতক্ষীরা।
আপনার সহযোগিতার জন্য আগাম ধন্যবাদ।
বিনীত,
(স্বাক্ষর)
আব্দুর রহমান
সমন্বয়ক
মানব উন্নয়ন বিদ্যানিকেতন ( আমানুল্লাহ ডিগ্রি কলেজ সংলগ্ন)
কলারোয়া, সাতক্ষীরা