The Fiz Live

The Fiz Live Call: 1731849790
(1)

অপরাধ,প্রতারণা,হত্যা,ধর্ষণ,পাচার,চোরাচালান এবং জমি জায়গার সংক্রান্ত বিরোধসহ বিভিন্ন ইস্যুতে সরাসরি লাভই বা প্যাকেজ প্রতিবেদন করতে যোগাযোগ করুন এই নম্বরে 01731849790 দেশ সংস্কারে নিজেকে নিয়োজিত করুন।সঠিক তথ্য দিন।আপনার পরিচয় গোপন থাকবে।ইনশাল্লাহ।

21/09/2025
21/09/2025

জরুরী এসাইনমেন্টে তালার পথে....
মোঃ মোস্তাফিজুর রহমান
জাতীয় দৈনিক মানবাধিকার প্রতিদিন

20/09/2025

চমৎকার লিখেছেন প্রিয় সহকর্মী ভাই আমার 👍👍

19/09/2025

゚viralシfypシ゚viralシalシ

19/09/2025

গুড় পুকুরের মেলা হতে সরাসরি

18/09/2025

👉🇧🇩পার্সেল আন বক্সিং
👉🥰আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।
🥰কেমন আছেন আপনারা সবাই?
মোঃ মোস্তাফিজুর রহমান

17/09/2025

মোঃ মোস্তাফিজুর রহমান
জাতীয় দৈনিক মানবাধিকার প্রতিদিন
The Fiz Live
Mostafiz Megalodon Mostafiz Mostafizur Rahman

16/09/2025

নারকেলতলা মোড়ের স্পেশাল খিচুড়ি নিতে এত সকালেই চলে এলাম।
মোঃ মোস্তাফিজুর রহমান

11/09/2025

সাগরকন্যার তীরে আমরা

06/09/2025

Satkhira District Police
মোঃ মোস্তাফিজুর রহমান
জাতীয় দৈনিক মানবাধিকার প্রতিদিন
#বিভাগীয়_প্রধান_খুলনা

😰আমার বিশেষ বন্ধু ও সহকর্মীর অসময়ে  এই বিয়োগাত্মক কারনের জন্য আমরাজাতীয় দৈনিক মানবাধিকার প্রতিদিন পত্রিকা এবং Mostafiz,...
04/09/2025

😰আমার বিশেষ বন্ধু ও সহকর্মীর অসময়ে এই বিয়োগাত্মক কারনের জন্য আমরা
জাতীয় দৈনিক মানবাধিকার প্রতিদিন পত্রিকা এবং Mostafiz, The Fiz Live পরিবারের পক্ষ থেকে আন্তরিকভাবে শোক ও গভীর সমবেদনা প্রকাশ করছি।
👉প্রসঙ্গত,
😭দীর্ঘ দিন রোগ ভোগের যন্ত্রণাকে সহ্য করে প্রিয় সহকর্মী সাংবাদিক মাসুদ আলীর স্ত্রী আজ সকাল সাড়ে দশটায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মহান স্রষ্টার ডাকে সাড়া দিয়ে পরপরে পাড়ি দিয়েছেন।
😥ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মহান আল্লাহ ভাবিকে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করুন এবং শোকাহত সাংবাদিক মাসুদ ভাই ও তার পরিবারকে শোক সহিবার শক্তি দান করুন। আমিন।

🤣পুরান পাগল ভাত পায় না, নতুন পাগলের আমদানি, 👉তাও সেই পাগল যদি হয় নকল করা পাগল 😇তাহলে কোথায় যাবো আমরা বলুন তো দর্শক? 👉...
03/09/2025

🤣পুরান পাগল ভাত পায় না,
নতুন পাগলের আমদানি,
👉তাও সেই পাগল যদি হয় নকল করা পাগল
😇তাহলে কোথায় যাবো আমরা বলুন তো দর্শক?
👉বাংলাদেশের স্বনামধন্য গণমাধ্যম এসএ টিভির নকল করে লগো স্টিকার বুম প্রস্তুত করে সংবাদ পরিবেশন,
👉এসএ টিভির সাতক্ষীরা জেলা প্রতিনিধি শাহীন গোলদারের আশাশুনি থানা অফিসার ইনচার্জ বরাবর লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে জানা যায়.... 👇
👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇
বরাবর,
অফিসার ইনচার্জ,
আশাশুনি থানা, সাতক্ষীরা।

বিষয়ঃ অভিযোগ প্রসঙ্গে।

জনাব,
যথাযথ সম্মান প্রদর্শন পূর্বক বিনীত নিবেদন এই যে, আমি শাহীন গোলদার, এসএটিভি’র সাতক্ষীরা জেলা প্রতিনিধি হয়ে সুনামের সাথে কর্মরত আছি। আমি আপনার থানায় এই মর্মে অভিযোগ করিতেছি যে, আলমঙ্গীর হোসেন সাকিব, পিতা-আমিন উদ্দিন সরদার, গ্রাম-তুয়ারডাঙ্গা, থানা-আশাশুনি, জেলা- সাতক্ষীরা। উক্ত ব্যক্তি আলমঙ্গীর হোসেন সাকিব দেশের স্বনামধন্য প্রথম ফুল এইচডি স্যাটেলাইট চ্যানেল এসএ টিভি'র সাংবাদিক পরিচয় দিয়ে তিনি নিজে ভুয়া লোগো ও স্টিকার তৈরি করে এলাকায় বিভিন্ন ভিডিও ধারন করছে। সেটি পরে এসএটিভ’র নাম ব্যবহার করে তার ফেজবুকে পেজে ছড়িছে দিয়ে চাঁদাবাজী ও স্থানীয়দের মিথ্যা হয়রানি করে চলেছে। এছাড়া প্রতারক আলমঙ্গীর হোসেন সাকিব নিজেকে এসএটিভি’র প্রতিনিধি পরিচয় দিয়ে সাতক্ষীরা জেলার বিভিন্ন এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে। এসএটিভি’র পরিচয় ও চাঁদাবাজী বিষয়টি আমি সম্প্রতি জানতে পেরেছি। এ ঘটনায় জনপ্রিয় এসএটিভি ও এসএটিভি পরিবারের দীর্ঘদিনের সুনাম চরম ভাবে নষ্ট করে চলেছে ওই প্রতারক।
অতএব, মহোদয় উক্ত প্রতারক আলমঙ্গীর হোসেন সাকিবকে আটক করতঃ আইনগত ব্যবস্থা গ্রহন করিতে আপনার সদয় মর্জি হয়।

বিনীত-

(শাহীন গোলদার)
মোবাইল: ০১৭১১০২৯৮২৪

মোঃ মোস্তাফিজুর রহমান
জাতীয় দৈনিক মানবাধিকার প্রতিদিন
#বিভাগীয়_প্রধান_খুলনা
🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩
#জেলা_প্রশাসন_সাতক্ষীরা
Satkhira District Police

Address

Satkhira
9431

Alerts

Be the first to know and let us send you an email when The Fiz Live posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share