03/09/2025
🤣পুরান পাগল ভাত পায় না,
নতুন পাগলের আমদানি,
👉তাও সেই পাগল যদি হয় নকল করা পাগল
😇তাহলে কোথায় যাবো আমরা বলুন তো দর্শক?
👉বাংলাদেশের স্বনামধন্য গণমাধ্যম এসএ টিভির নকল করে লগো স্টিকার বুম প্রস্তুত করে সংবাদ পরিবেশন,
👉এসএ টিভির সাতক্ষীরা জেলা প্রতিনিধি শাহীন গোলদারের আশাশুনি থানা অফিসার ইনচার্জ বরাবর লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে জানা যায়.... 👇
👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇
বরাবর,
অফিসার ইনচার্জ,
আশাশুনি থানা, সাতক্ষীরা।
বিষয়ঃ অভিযোগ প্রসঙ্গে।
জনাব,
যথাযথ সম্মান প্রদর্শন পূর্বক বিনীত নিবেদন এই যে, আমি শাহীন গোলদার, এসএটিভি’র সাতক্ষীরা জেলা প্রতিনিধি হয়ে সুনামের সাথে কর্মরত আছি। আমি আপনার থানায় এই মর্মে অভিযোগ করিতেছি যে, আলমঙ্গীর হোসেন সাকিব, পিতা-আমিন উদ্দিন সরদার, গ্রাম-তুয়ারডাঙ্গা, থানা-আশাশুনি, জেলা- সাতক্ষীরা। উক্ত ব্যক্তি আলমঙ্গীর হোসেন সাকিব দেশের স্বনামধন্য প্রথম ফুল এইচডি স্যাটেলাইট চ্যানেল এসএ টিভি'র সাংবাদিক পরিচয় দিয়ে তিনি নিজে ভুয়া লোগো ও স্টিকার তৈরি করে এলাকায় বিভিন্ন ভিডিও ধারন করছে। সেটি পরে এসএটিভ’র নাম ব্যবহার করে তার ফেজবুকে পেজে ছড়িছে দিয়ে চাঁদাবাজী ও স্থানীয়দের মিথ্যা হয়রানি করে চলেছে। এছাড়া প্রতারক আলমঙ্গীর হোসেন সাকিব নিজেকে এসএটিভি’র প্রতিনিধি পরিচয় দিয়ে সাতক্ষীরা জেলার বিভিন্ন এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে। এসএটিভি’র পরিচয় ও চাঁদাবাজী বিষয়টি আমি সম্প্রতি জানতে পেরেছি। এ ঘটনায় জনপ্রিয় এসএটিভি ও এসএটিভি পরিবারের দীর্ঘদিনের সুনাম চরম ভাবে নষ্ট করে চলেছে ওই প্রতারক।
অতএব, মহোদয় উক্ত প্রতারক আলমঙ্গীর হোসেন সাকিবকে আটক করতঃ আইনগত ব্যবস্থা গ্রহন করিতে আপনার সদয় মর্জি হয়।
বিনীত-
(শাহীন গোলদার)
মোবাইল: ০১৭১১০২৯৮২৪
মোঃ মোস্তাফিজুর রহমান
জাতীয় দৈনিক মানবাধিকার প্রতিদিন
#বিভাগীয়_প্রধান_খুলনা
🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩
#জেলা_প্রশাসন_সাতক্ষীরা
Satkhira District Police