
04/04/2023
শুধু রসালো আমই নয়, সাতক্ষীরার কাঁচা আমেরও রয়েছে বেশ সুনাম। আর এ বছর আবহাওয়াও বেশ ভালো রয়েছে। বসন্ত আসার সঙ্গে সঙ্গে গাছের ডালে ডালে ধরেছে আমের মুকুল। সেসব মুকুল অনুকূল আবহাওয়ায় হৃষ্টপুষ্ট হয়ে আমপাতার ফাঁক দিয়ে উঁকি মারছে। গাছ থেকে উঁকি দেয়ার সঙ্গে সঙ্গে নজরও কাড়ছে সাতক্ষীরার আম
নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা কি কেবলই মাছ-মিষ্টির রাজ্য! না, সেটি মোটেই তা নয়। রসালো আমের জন্যও দক্ষিণের এই জেলার ন.....