09/10/2025
সবচেয়ে সুরক্ষিত আন্ডারগ্রাউন্ড ও মাস্টার আল্ট্রা সিকউরড কুলার ভল্টে কঠোর নিষেধাজ্ঞা ও ক্যামেরা ডিভাইস সেন্সর থাকা সত্ত্বেও চ্যালেঞ্জ করে এই ছবিটা তুলেছিলাম। আমার তোলা সব চ্যালেঞ্জিং ছবিগুলোর মধ্যে একটি এটি। কারণ এই মমির কোন আন-অফিশিয়াল ছবি ইন্টারনেট জগতের কোথাও পাবেন না।
সাড়ে তিন হাজার বছর পুরোনো সেই বিখ্যাত ফেরাউন সাম্রাজ্যের সবচেয়ে শক্তিশালী ফারাও - কিং সেকেন্ড রামসেস।
জগতে যতো মমি ডিসকভার হয়েছে এর মধ্যে সবচেয়ে অবিকৃত ও এডভান্স সাইন্সে সবচেয়ে বেশি পরীক্ষিত এই মমিটি। কারণ এক দিক থেকে সে ফারাও সাম্রাজ্যের একমাত্র ফারাও যে টানা ৬৭ বছর রাজত্ব করেছে অন্যদিক থেকে সে কথিত ভাবে হযরত মূসা আ. এর সয়কালের সেই সমুদ্রে ডুবে মারা যাওয়া ফারাও।
তবে কিং রামসেসই যে মূসা নবির সময়কালের ফারাও এর কোন প্রমাণ নেই। কিং রামসেসের মমি পরীক্ষায়ও প্রমাণিত যে সমুদ্রে ডুবে মারা যায়নি ও সম্পূর্ণ অক্ষত, মূলত এখন পর্যন্ত এটা পরিপূর্ণ প্রমাণইসহ এমন কোন ফারাও মমি ডিসকভার করা যায়নি যেটা মূসা নবীর সময়কালের সমুদ্রে ডুবে মারা যাওয়া ফারাও। আর এইটা এখন পর্যন্ত ইতিহাসে অনেক বড় বিতর্কিত বিষয় ইজিপ্টওলোজি ও আর্কিওলোজি সাব্জেক্টে।
আধুনিক বিজ্ঞান এখন পর্যন্ত পরিপূর্ণ প্রমাণ সহ সেই ফারাওয়ের মমি চিহ্নিত করতে না পারলেও, পবীত্র কোরআনে বলা আছে -
"আজ আমি তোমার দেহকে (ফেরাউনের দেহকে) রক্ষা করব, যাতে তুমি তোমার পরবর্তী জাতির জন্য এক নিদর্শন হয়ে থাকো" ( সূরা ইউনুস 10:92)
যে ফারাওকে উদ্দেশ্যে করে এই আয়াত তার নাম নির্দিষ্টভাবে উল্লেখ নেই কোরআনে ও তাফসিরে। মূসা নবীর টাইমলাইনের সাথে সেকেন্ড রামসেসের টাইমলাইন কিছুটা মিলে যায় ও বাইবেলে "ইজরাইল" শব্দ পাওয়া যায় এইটুকুই। পরিপূর্ণ প্রমাণ নেই। তবে আল্লাহ যেহেতু বলেছেন ফেরাউনের দেহকে রক্ষা করবেন , হয়তোবা কোন এক ফারাওয়ের মমি যে মমিগুলোকে বিজ্ঞান সন্দেহ করে বলে। এর মধ্যে সবচেয়ে বেশি সন্দেহজনক ও গ্রহণযোগ্য মমিই হচ্ছে কিং রামসেসের এই মমি।
পবীত্র ঐশী বাণীর এক মহা নিদর্শন।
— ইরফান সামী
শিক্ষার্থী ; আল আজহার ইউনিভার্সিটি, মিশর
#আলোরপথে