আলোর পথে

আলোর পথে || পথহারা এই দেশের লাখো তরুণের আলোর পথে ফেরাবো হাত বাড়িয়ে ইন শা আল্লাহ ||
(6)

পরিশেষে ভ্রমণ শেষ হবে...গন্তব্য হবে জান্নাত অথবা জাহান্নাম!
12/10/2025

পরিশেষে ভ্রমণ শেষ হবে...
গন্তব্য হবে জান্নাত অথবা জাহান্নাম!

এটা কিন্তু নারী না, পুরুষ। সরোয়ার ভাইদের মে'রে ফেলার হু'মকি দেয়া সেই না/রী সাজা পুরুষ। সে আজ আমরণ আনশনে বসছে সেইম সে'কস ...
11/10/2025

এটা কিন্তু নারী না, পুরুষ। সরোয়ার ভাইদের মে'রে ফেলার হু'মকি দেয়া সেই না/রী সাজা পুরুষ। সে আজ আমরণ আনশনে বসছে সেইম সে'কস বিয়ের দাবিতে।

চেহারাটা দেখেন, পুরো সাই--কো। এরকম একজন সাই--কোকে ফ্রিলি এসব করতে দেয়া হচ্ছে। আমি বুঝিনা সরকার কী করে?

ওদিকে ঢাকসু বিজয়ী প্রার্থীরাও কোন পদক্ষেপ নিচ্ছেন না কেন?

এরে পা'গলা গা'রদে রাখেন, অথবা গ্রেফতার করেন - এরে এভাবে রাস্তায় ছেড়ে দিয়ে রাখা তো রিস্কি।

আজব!!

“সবচেয়ে উত্তম দু'আ হলো "আলহামদুলিল্লাহ" [তিরমিযীঃ৩৩৮৩]
11/10/2025

“সবচেয়ে উত্তম দু'আ হলো
"আলহামদুলিল্লাহ"
[তিরমিযীঃ৩৩৮৩]

একজন বয়স্ক মহি'লা ক্লান্তিতে প'ড়ে যান এবং রাস্তার মাঝখানে রোদের নীচে ঘুমিয়ে পড়েন, গা-জার বাস্তুচ্যুতির তিক্ততা এটাই!
10/10/2025

একজন বয়স্ক মহি'লা ক্লান্তিতে প'ড়ে যান এবং রাস্তার মাঝখানে রোদের নীচে ঘুমিয়ে পড়েন, গা-জার বাস্তুচ্যুতির তিক্ততা এটাই!

সবচেয়ে সুরক্ষিত আন্ডারগ্রাউন্ড ও মাস্টার আল্ট্রা সিকউরড কুলার ভল্টে কঠোর নিষেধাজ্ঞা ও ক্যামেরা ডিভাইস সেন্সর থাকা সত্ত্ব...
09/10/2025

সবচেয়ে সুরক্ষিত আন্ডারগ্রাউন্ড ও মাস্টার আল্ট্রা সিকউরড কুলার ভল্টে কঠোর নিষেধাজ্ঞা ও ক্যামেরা ডিভাইস সেন্সর থাকা সত্ত্বেও চ্যালেঞ্জ করে এই ছবিটা তুলেছিলাম। আমার তোলা সব চ্যালেঞ্জিং ছবিগুলোর মধ্যে একটি এটি। কারণ এই মমির কোন আন-অফিশিয়াল ছবি ইন্টারনেট জগতের কোথাও পাবেন না।

সাড়ে তিন হাজার বছর পুরোনো সেই বিখ্যাত ফেরাউন সাম্রাজ্যের সবচেয়ে শক্তিশালী ফারাও - কিং সেকেন্ড রামসেস।

জগতে যতো মমি ডিসকভার হয়েছে এর মধ্যে সবচেয়ে অবিকৃত ও এডভান্স সাইন্সে সবচেয়ে বেশি পরীক্ষিত এই মমিটি। কারণ এক দিক থেকে সে ফারাও সাম্রাজ্যের একমাত্র ফারাও যে টানা ৬৭ বছর রাজত্ব করেছে অন্যদিক থেকে সে কথিত ভাবে হযরত মূসা আ. এর সয়কালের সেই সমুদ্রে ডুবে মারা যাওয়া ফারাও।

তবে কিং রামসেসই যে মূসা নবির সময়কালের ফারাও এর কোন প্রমাণ নেই। কিং রামসেসের মমি পরীক্ষায়ও প্রমাণিত যে সমুদ্রে ডুবে মারা যায়নি ও সম্পূর্ণ অক্ষত, মূলত এখন পর্যন্ত এটা পরিপূর্ণ প্রমাণইসহ এমন কোন ফারাও মমি ডিসকভার করা যায়নি যেটা মূসা নবীর সময়কালের সমুদ্রে ডুবে মারা যাওয়া ফারাও। আর এইটা এখন পর্যন্ত ইতিহাসে অনেক বড় বিতর্কিত বিষয় ইজিপ্টওলোজি ও আর্কিওলোজি সাব্জেক্টে।

আধুনিক বিজ্ঞান এখন পর্যন্ত পরিপূর্ণ প্রমাণ সহ সেই ফারাওয়ের মমি চিহ্নিত করতে না পারলেও, পবীত্র কোরআনে বলা আছে -

"আজ আমি তোমার দেহকে (ফেরাউনের দেহকে) রক্ষা করব, যাতে তুমি তোমার পরবর্তী জাতির জন্য এক নিদর্শন হয়ে থাকো" ( সূরা ইউনুস 10:92)

যে ফারাওকে উদ্দেশ্যে করে এই আয়াত তার নাম নির্দিষ্টভাবে উল্লেখ নেই কোরআনে ও তাফসিরে। মূসা নবীর টাইমলাইনের সাথে সেকেন্ড রামসেসের টাইমলাইন কিছুটা মিলে যায় ও বাইবেলে "ইজরাইল" শব্দ পাওয়া যায় এইটুকুই। পরিপূর্ণ প্রমাণ নেই। তবে আল্লাহ যেহেতু বলেছেন ফেরাউনের দেহকে রক্ষা করবেন , হয়তোবা কোন এক ফারাওয়ের মমি যে মমিগুলোকে বিজ্ঞান সন্দেহ করে বলে। এর মধ্যে সবচেয়ে বেশি সন্দেহজনক ও গ্রহণযোগ্য মমিই হচ্ছে কিং রামসেসের এই মমি।

পবীত্র ঐশী বাণীর এক মহা নিদর্শন।

— ইরফান সামী
শিক্ষার্থী ; আল আজহার ইউনিভার্সিটি, মিশর

#আলোরপথে

08/10/2025

পাকিস্তানের পূর্বের রাজধানী করাচিতে অনুষ্ঠিত হয়েছে মার্চ ফর গা/জা।
07/10/2025

পাকিস্তানের পূর্বের রাজধানী করাচিতে অনুষ্ঠিত হয়েছে মার্চ ফর গা/জা।


সাতক্ষীরা জেলায়, পবিত্র ধর্মগ্রন্থ  আল কোরআন অবমাননা করায়, জনগণ নিজ দায়িত্বে  তাকে গণ'ধো'লাই দিয়েছে 🧡
06/10/2025

সাতক্ষীরা জেলায়, পবিত্র ধর্মগ্রন্থ আল কোরআন অবমাননা করায়, জনগণ নিজ দায়িত্বে তাকে গণ'ধো'লাই দিয়েছে 🧡

এটা নিশ্চয়ই চুল কাটার মতো অতবড় অপরাধ না। সুশী'লদের এন্টেনা এত ছোট অপরাধ ক্যাচ করতে পারে না বোধহয়!
03/10/2025

এটা নিশ্চয়ই চুল কাটার মতো অতবড় অপরাধ না। সুশী'লদের এন্টেনা এত ছোট অপরাধ ক্যাচ করতে পারে না বোধহয়!

ই'হুদি দের পা চাটা কু/কুর আরব বিশ্ব।     Palestinian artist:  Kivara AmmarInstagram:  kivaramar
03/10/2025

ই'হুদি দের পা চাটা কু/কুর আরব বিশ্ব।

Palestinian artist: Kivara Ammar
Instagram: kivaramar

03/10/2025

আল্লাহুম্মা সল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়্যিনা মুহাম্মদ (সাঃ)

হ্যাঁ ওনি সেই শহিদুল আলম।যাকে ফ্যা*সিস্ট খু*নি সরকার ২০১৮ সালের কোটা আ'ন্দোলনের সময় উস্কা'নিমূলক মি'থ্যা' প্রচারের অভিযো...
02/10/2025

হ্যাঁ ওনি সেই শহিদুল আলম।

যাকে ফ্যা*সিস্ট খু*নি সরকার ২০১৮ সালের কোটা আ'ন্দোলনের সময় উস্কা'নিমূলক মি'থ্যা' প্রচারের অভিযোগ তুলে ICT আইনে সাত (৭) দিনের রি'মা'ন্ডে দেয়। সেই মা*ম'লায় ১০৭ দিন কা'রাভোগের পর ২০১৮ এর ২০ নভেম্বর তিনি জা'মিনে মুক্তি পান।

আজ সেই শহিদুল আলম আবারও দাঁড়িয়ে আছেন সত্য ও ন্যায়ের পক্ষে। আজ তিনি সুমুদ ফ্লোটিলায় পুরো বাংলাদেশের মানুষের কণ্ঠস্বর হয়ে, নিপীড়িত ফি*লি'স্তি:নিদের পাশে দাঁড়িয়ে আমাদের প্রতিনিধিত্ব করছেন।

মন থেকে সেলুট হে বীর শহিদুল আলম আপনাকে।
—আপনি আমাদের গর্ব, আমাদের প্রেরণা।



Address

Satkhira
Satkhira
9402

Alerts

Be the first to know and let us send you an email when আলোর পথে posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to আলোর পথে:

Share