Safi Vai

Safi Vai Various anomalies of the society are highlighted through entertainment. Cont. [email protected]

Good night
22/05/2025

Good night

15/05/2025

আহতদের চিকিৎসা ও মানবিক দায়িত্ব

দেশের তথ্য উপদেষ্টা মাফুজ আলমের উপর হামলা এবং মাথায় বোতল দিয়ে আঘাত করার ঘটনাটি অত্যন্ত নিন্দনীয় ও উদ্বেগজনক। তার জন্য উন্নত চিকিৎসা নিশ্চিত করা হয়েছে, যা অবশ্যই প্রয়োজনীয় ও মানবিক সিদ্ধান্ত। তবে এর পাশাপাশি জুলাই মাসে যারা একই ধরনের সহিংস ঘটনায় আহত হয়েছেন, তাদের চিকিৎসার দিকেও যথাযথ দৃষ্টি দেয়া উচিত।

সব নাগরিকের চিকিৎসা পাওয়ার অধিকার রয়েছে—তা তিনি সাধারণ মানুষ হোন বা রাষ্ট্রের উচ্চপদস্থ কেউ। সকল আহত ব্যক্তির প্রতি সমান গুরুত্ব প্রদান করা এবং তাদের সুচিকিৎসা নিশ্চিত করা আমাদের নৈতিক ও সামাজিক দায়িত্ব। ন্যায়বিচার ও মানবিকতা তখনই পরিপূর্ণ হয়, যখন তা সকলের জন্য সমানভাবে প্রয়োগ করা হয়।

04/05/2025

"মানুষের জীবন হচ্ছে একটি পথচলা—যেখানে প্রতিটি ব্যর্থতা হলো অভিজ্ঞতার সিঁড়ি, আর প্রতিটি সাফল্য হলো ধৈর্য আর পরিশ্রমের ফল।"

সবকিছু তুমিই করবে,দিনশেষে ছেচা তুমি খাবে 😂
03/05/2025

সবকিছু তুমিই করবে,
দিনশেষে ছেচা তুমি খাবে 😂

03/05/2025

"জীবন একটি নাটক, কিন্তু আমরা সবাই অভিনেতা নই। কেউ কেউ শুধু দর্শক হিসেবেই থাকি।"

02/05/2025

"কম কাজ করেও বেশি টাকা ইনকাম করা যায়"
যদি " চিনি বাবা" থাকে 😂

"সুগার ড্যাডি" (Sugar Daddy) বলতে সাধারণভাবে এমন এক প্রাপ্তবয়স্ক পুরুষকে বোঝানো হয়, যিনি অর্থনৈতিকভাবে সচ্ছল এবং কোনো তরুণী বা কমবয়সী নারীর সঙ্গে রোমান্টিক বা ব্যক্তিগত সম্পর্ক স্থাপন করেন। এই সম্পর্কের ভিত্তি অনেক সময়ই হয় পারস্পরিক চুক্তি বা সুবিধার বিনিময়ে – যেমন, সেই পুরুষটি তরুণীকে টাকা, উপহার, ঘুরতে যাওয়া বা বিলাসবহুল জীবনযাত্রার সুযোগ দেন, এবং এর বিনিময়ে সম্পর্ক বা সঙ্গ পেতে চান।

এটি অনেক সময় সামাজিক বা নৈতিকভাবে বিতর্কিত বিষয় হতে পারে, এবং সবাই এই ধরনের সম্পর্ককে সমর্থন করেন না।

02/05/2025

"যে জীবনে স্বপ্ন নেই, সে জীবন নদী ছাড়া নৌকার মতো। "

01/05/2025

প্রবাসীদের জীবনের প্রতিটা মুহূর্ত যেন এক কঠিন বাস্তবতার নাম। নিজের দেশ, পরিবার, বন্ধু আর চেনা শহর ছেড়ে অজানা এক পৃথিবীতে শুধুই বেঁচে থাকার সংগ্রাম। সকাল থেকে রাত পর্যন্ত কঠোর পরিশ্রম, ক্লান্ত চোখে ভেসে উঠে মায়ের মুখ, বাবার আহ্বান, সন্তানের হাসি কিংবা স্ত্রীর অপেক্ষা। তারা বলে হাসি মুখে, “ভালো আছি”—কিন্তু সেই কথার আড়ালে থাকে না বলা কষ্ট, নিঃসঙ্গতা আর অশ্রুতে ভেজা রাত।

প্রবাস মানে শীতের সকালে একা কাজে যাওয়া, উৎসবের দিনে ঘর ফাঁকা থাকা, আর চুপিচুপি দেশের গন্ধ খোঁজা কোনো বিদেশি রাস্তায়। ভিডিও কলে প্রিয়জনদের দেখে মন ভরে না, বরং হঠাৎ করেই বুকটা হাহাকার করে ওঠে। অনেকেই ভাবে তারা সুখে আছে, ডলার কামাচ্ছে, অথচ কেউ বোঝে না—এটা কেবল অর্থের নয়, ভালোবাসার সাথে প্রতিনিয়ত লড়াই করার জীবন।

তারা বেঁচে থাকে প্রিয়জনদের হাসিমুখের আশায়, স্বপ্ন দেখে একদিন ফিরে যাবে চেনা উঠোনে, মায়ের হাতের রান্না খাবে, বাবার গল্প শুনবে। প্রবাস মানেই ত্যাগ, মায়া, আর এক গভীর নিঃসঙ্গতা—যা প্রতিটি প্রবাসীর হৃদয়ে চিরকাল বয়ে চলে।

30/04/2025

"গুরুর সামনে সবাই ছাত্র"

গ্রামের এক কোণায় ছোট্ট একটি স্কুল, সেখানেই ছিলেন প্রফেসর সুধাংশু—একজন প্রজ্ঞাবান শিক্ষক। বয়সের ভারে নত হলেও, তার জ্ঞানের ভার এতই বিশাল ছিল যে গ্রামের সবাই তাকে "জ্ঞানপাহাড়" বলত।

একদিন গ্রামে এক বড় উৎসবের আয়োজন হলো। সেখানে উপস্থিত ছিলেন নামকরা ডাক্তার, শহর থেকে আসা এক বিখ্যাত আইনজীবী, এবং আরও অনেক পণ্ডিত মানুষ। সুধাংশুকে আমন্ত্রণ জানানো হয়েছিল অতিথি হিসেবে, কিন্তু তিনি সাদামাটা পোশাকে চুপচাপ বসে ছিলেন এক কোণে।

হঠাৎ কেউ বলল, “চলুন, একটি বুদ্ধির খেলা হয়—যিনি যুক্তিতে সেরা, তিনিই হবেন উৎসবের শ্রেষ্ঠ পণ্ডিত!”

সবাই রাজি হয়ে গেল। প্রথমে ডাক্তার রোগ আর ওষুধের তত্ত্ব নিয়ে যুক্তি দিলেন। তারপর আইনজীবী বিচার আর আইনের ধারা তুলে ধরলেন। দুজনেই নিজেদের শ্রেষ্ঠ প্রমাণে ব্যস্ত।

তখন এক যুবক বলল, “এই বৃদ্ধ শিক্ষককেও তো প্রশ্ন করা যাক।”

সুধাংশু হালকা হেসে বললেন, “একটা প্রশ্ন করি—জীবন বড় না ন্যায় বড়?”

ডাক্তার বললেন, “জীবনই বড়, না বাঁচলে কিছুই নেই।”
আইনজীবী বললেন, “ন্যায় বড়, না থাকলে সমাজ চলবে না।”

সুধাংশু শান্তভাবে বললেন, “জীবন বুঝতে শিক্ষক লাগে, ন্যায় বুঝতেও শিক্ষক লাগে। আমি শুধু প্রশ্ন করেই দেখিয়ে দিলাম—তোমরা এখনও উত্তর খুঁজছো, আর আমি তা শিখিয়েছি বহু বছর আগে।”

সবার মুখে একরাশ নীরবতা। ডাক্তার মাথা নিচু করলেন, আইনজীবী হাতজোড় করলেন।

তারা বললেন, “আপনি আমাদের শিক্ষক, আপনার সঙ্গে যুক্তি করতে গেলে নিজেরাই ছাত্র হয়ে যাই।”

সেই দিন থেকেই সুধাংশুকে সবাই ডাকত, “গুরুজী, যার সামনে সব পেশাই শ্রেণিকক্ষের একটি বেঞ্চ মাত্র।”

"সমুদ্রের প্রশান্তি"মানুষের মন কখনো কখনো খুব বিষন্ন ও ক্লান্ত হয়ে পড়ে। জীবনের নানা চ্যালেঞ্জ ও চাপের মধ্যে মানুষের মনে...
29/04/2025

"সমুদ্রের প্রশান্তি"

মানুষের মন কখনো কখনো খুব বিষন্ন ও ক্লান্ত হয়ে পড়ে। জীবনের নানা চ্যালেঞ্জ ও চাপের মধ্যে মানুষের মনের এই অবস্থা খুব স্বাভাবিক। এমন সময়, সমুদ্রের নীল জলরাশি ও প্রশান্তির দিকে তাকালে মানুষের মন কিছুটা শান্তি পায়।

সমুদ্রের স্রোত ও ঢেউয়ের শব্দ মানুষের মনের মাঝে এক ধরনের প্রশান্তি এনে দেয়। সমুদ্রের তীরে হাঁটলে বা তার সান্নিধ্যে থাকলে, মানুষের মনে এক অদ্ভুত শান্তি অনুভব হয়। এটি মানসিক চাপ কমাতে ও মানসিক স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে।

প্রকৃতির এই অপার সৌন্দর্য ও শান্তি আমাদের মনের অস্থিরতা দূর করতে সাহায্য করে। সমুদ্রের পরিবেশ মানুষের মনকে নতুন উদ্দীপনা দেয় এবং একটি নতুন দৃষ্টিকোণ প্রদান করে।

এভাবেই, যখনই আপনার মন খারাপ বা বিষন্ন মনে হবে, তখন সমুদ্রের কাছে গিয়ে কিছুটা সময় কাটান। এটি আপনার মনকে প্রশান্তি ও শান্তি প্রদান করবে।

বাস্তবতা খুবই কঠিন!!
26/04/2025

বাস্তবতা খুবই কঠিন!!

12/04/2025

ডাইরেক্ট "মন্ত্রী"
সাংবাদিক-
স্যার, ধরুন আপনি "মন্ত্রী" হলেন তাহলে আপনি জনগণের জন্য কি করবেন?
নেতা-
এখানে ধরার কি আছে ডাইরেক্ট মন্ত্রী বলুন।

সাংবাদিক-
আচ্ছা ধরলাম আপনি মন্ত্রী।

নেতা-
ধরাধরীর কি আছে,ডাইরেক্ট "মন্ত্রী" বলুন না হলে একটি কথাও বলবো না।

সাংবাদিক-
আচ্ছা আপনি ডাইরেক্ট " মন্ত্রী"!

নেতা-
হ্যাঁ এখন ঠিক আছে।
এবার বলুন আপনি কি জানতে চান?

সাংবাদিক-
না মানে বলছিলাম এখনো তো নির্বাচন হয়নি,আর নির্বাচন হলে কি, আপনি মন্ত্রী হবেন?

নেতা-
নির্বাচনের জন্যই তো আমরা লড়াই করছি।
আর নির্বাচন হলে আমি অবশ্যই মন্ত্রী হব।
কারণ এটা আমার অধিকার।

সাংবাদিক-
আচ্ছা ধরলাম আপনি মন্ত্রী হলেন তো আপনি জনগণের জন্য কি করবেন?

নেতা-
আবার আপনি ধরছেন,ডাইরেক্ট "মন্ত্রী"না বললে একটি কথাও বলবো না।

সাংবাদিক-
আচ্ছা,মন্ত্রী সাহেব জনগণের জন্য কি করবেন?

নেতা-
প্রথমে আমি প্রচুর প্রচুর পরিমাণ জনগণকে বাঁশ দেব।

সাংবাদিক-
বাঁশ দেবেন মানে?

নেতা-
মানে খুবই সহজ, বাঁশ দেবো মানে ঘর বাধার জন্য।

সাংবাদিক-
ও আচ্ছা!

নেতা-
দেশে যত চোর ডাকাত বদমাইশ আছে তাদের কর্মসংস্থান তৈরি করব আগে।

সাংবাদিক-
খুবই ভালো কথা,
তো এদের কিভাবে পুনর্বাসন করবেন?

নেতা-
খুবই সিম্পল একটা বিষয়:
এরা সবাই নিয়োগ পাবে আমাদের জাতীয় "চাঁদা"কমিটিতে,
এবং এই কমিটির মাধ্যমে প্রচুর পরিমাণ কর্মসংস্থান তৈরি হবে।
এবং এই সমস্ত তোর ডাকাত বদমাইশ একটি উন্নত জীবনযাপন করতে পারবে।

সাংবাদিক-
আর যারা শিক্ষিত বেকার আছে তাদের জন্য কি করবেন?

নেতা-
এটা আরও সিম্পল,
ওরা শিক্ষিত মানুষ ওরা নিজেদেরটা নিজেরা খুঁজে নিতে পারবে।

সাংবাদিক-
দেশের সাধারণ জনগণের জন্য আপনার পরিকল্পনা কি?

নেতা-
সাধারণ জনগণ সবসময় সাধারণই থাকবে,
তারা কখনো অসাধারণ হওয়ার চেষ্টা করবে না।
আর দিন শেষে আমাদের সাপোর্ট করে যাবে। কারন তারা কি চায় সেটা আমরা জানি।

সাংবাদিক-
জনগণ আসলে কি চাই?

নেতা-
হা হা, জনগণ চাই "নির্বাচন"

(কথার কথা)

Address

Satkhira

Alerts

Be the first to know and let us send you an email when Safi Vai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Safi Vai:

Share