
04/07/2024
স্রষ্টার অপরুপ সৃষ্টি পানে, যতবার চোখ রাখি
ততবারই আমি স্রষ্টাকে ভালোবাসি,
আটকে যাই, সাগরের ঢেউয়ের কলকল সুরে
অন্তর জুড়ায় চাঁদ, তারা, সূর্যের হাসি!
জ্যোৎনা মাখা আকাশের রঙে চেয়ে থাকি
ভালো লাগে বাতাসে ভাসা মিষ্টি ফুলের ঘ্রাণ,
ভোরের শিশির ভেজা পাখির গানে
জুড়িয়ে দেয় আমার, অস্থির এ মন প্রাণ!
বেলা, কি অবেলায় নিজেকে হারায়
আকাশে ভেসে চলা ওই মেঘের ভেলায়,
হৃদয় আঙিনায় ভাবনারা দেয় উঁকি-ঝুকি
কিছু প্রহর কাটায় মিষ্টি প্রেমের খেলায়!
বৃষ্টির ফোটায় ফোটায় আমি খুঁজি গো রহমান
তোমার নিরবধি বয়ে চলা রহম,
ঘন কালো মেঘের মাঝেও আমি খুঁজে পাই
সৃষ্টিকূলে ছড়িয়ে রাখা মমতা পরম!
শুধু সৃষ্টির প্রেমে নয়, স্রষ্টার প্রেমেতে ডুবে
রাঙাতে চায় নিজেকে পূর্ণের রঙেতে,
স্রষ্টার প্রেম মমতায় ভরা এই হৃদয় নিয়ে
লুটাই তাই বারে বারে , তব সিজদাতে!
#স্রষ্টার_প্রেম