Shahina Akter

Shahina Akter যে গানের সুরে সুরে প্রভুর প্রশংসা রাশি রাশি
সে গান লিখতে আমি বড় ভালোবাসি,,,,
(2)

স্রষ্টার অপরুপ সৃষ্টি পানে, যতবার চোখ রাখিততবারই আমি স্রষ্টাকে ভালোবাসি, আটকে যাই, সাগরের ঢেউয়ের কলকল সুরেঅন্তর জুড়ায় চা...
04/07/2024

স্রষ্টার অপরুপ সৃষ্টি পানে, যতবার চোখ রাখি
ততবারই আমি স্রষ্টাকে ভালোবাসি,
আটকে যাই, সাগরের ঢেউয়ের কলকল সুরে
অন্তর জুড়ায় চাঁদ, তারা, সূর্যের হাসি!

জ্যোৎনা মাখা আকাশের রঙে চেয়ে থাকি
ভালো লাগে বাতাসে ভাসা মিষ্টি ফুলের ঘ্রাণ,
ভোরের শিশির ভেজা পাখির গানে
জুড়িয়ে দেয় আমার, অস্থির এ মন প্রাণ!

বেলা, কি অবেলায় নিজেকে হারায়
আকাশে ভেসে চলা ওই মেঘের ভেলায়,
হৃদয় আঙিনায় ভাবনারা দেয় উঁকি-ঝুকি
কিছু প্রহর কাটায় মিষ্টি প্রেমের খেলায়!

বৃষ্টির ফোটায় ফোটায় আমি খুঁজি গো রহমান
তোমার নিরবধি বয়ে চলা রহম,
ঘন কালো মেঘের মাঝেও আমি খুঁজে পাই
সৃষ্টিকূলে ছড়িয়ে রাখা মমতা পরম!

শুধু সৃষ্টির প্রেমে নয়, স্রষ্টার প্রেমেতে ডুবে
রাঙাতে চায় নিজেকে পূর্ণের রঙেতে,
স্রষ্টার প্রেম মমতায় ভরা এই হৃদয় নিয়ে
লুটাই তাই বারে বারে , তব সিজদাতে!

#স্রষ্টার_প্রেম

আপনি আসুন, সুন্নাহর শুভ্র চাঁদরে মুড়েআপনার অপেক্ষায় মন মিনারে কত শত আয়োজন, ফিতনার অতল সাগরে ডুবে থাকা এই  সমাজেআপনাকে আম...
04/07/2024

আপনি আসুন, সুন্নাহর শুভ্র চাঁদরে মুড়ে
আপনার অপেক্ষায় মন মিনারে কত শত আয়োজন,
ফিতনার অতল সাগরে ডুবে থাকা এই সমাজে
আপনাকে আমার ভীষণ রকম প্রয়োজন!

আমার অস্তিত্ব জুড়ে অনুভব করি আপনার বিচরণ
আপনি আসুন, আমার চোখ জুড়ানো শীতলতা নিয়ে,
ফুল হয়ে ফুটুন, আমার মনের ছোট্ট বাগানে
আমার একলা চলা পথের বিশ্বস্ত এক সঙ্গী হয়ে!

আপনাকে আমার প্রয়োজন, জোৎনা বিলাসের সন্ধারাতে
আপনাকে প্রয়োজন গভীর রাতের তাহাজ্জুদে,
প্রয়োজন, আমার জমিয়ে রাখা শত কথার শ্রোতা হতে
কোকিল ডাকা মিষ্টি ভোরের, কুরআন তিলাওয়াতের সঙ্গী হতে!

আপনাকে প্রয়োজন, আমার দুঃখ- সুখের সান্তনাতে
ভর দুপুর হঠাৎ বৃষ্টি, হঠাৎ মেঘের গরম ভাতে,
শীতের সকালে ধোঁয়া উড়ানো চায়ে, আপনাকে প্রয়োজন
প্রয়োজন আমার প্রতি ওয়াক্ত সালাতের উৎসাহতে!

আপনাকে প্রয়োজন, আমার পর্দার নিরাপত্তা নিতে
প্রয়োজন, আমার অসহ্য শত পাগলামি গুলো সইয়ে নিতে
ছোট ছোট শত বায়না গুলোই সাথী হতে
প্রয়োজন আপনাকে, আমায় ভালোবেসে আগলে রাখতে!!

#আপনাকে_প্রয়োজন

আমি প্রকৃতির প্রেমে পড়তে যেয়েতোমার প্রেমে পড়েছি হে রহিম, তোমার তাসবি মালা গেথে রেখেছিযতনে আগলে মোর হৃদয় ও গহীন,,,,,,,,,,...
25/06/2024

আমি প্রকৃতির প্রেমে পড়তে যেয়ে
তোমার প্রেমে পড়েছি হে রহিম,
তোমার তাসবি মালা গেথে রেখেছি
যতনে আগলে মোর হৃদয় ও গহীন,,,,,,,,,,,

~শাহিনা আক্তার

আল্লাহুম্মাগফীরলি 😔
22/06/2024

আল্লাহুম্মাগফীরলি 😔

06/06/2024
04/05/2024

যিনি আপনাকে প্রকাশ্যে বিয়ে করার অধিকার রাখেন না, তাকে গোপনে বিয়ে করতে যাবেনা। ঠকে যাওয়ার বিষয়টা সুনিশ্চিত!

©️

🥱🥱🥱
27/04/2024

🥱🥱🥱

26/03/2024

- মেয়েদের জন্য যে ছয়টি সাজ হারাম.!!

• ১) ঘন্টাযুক্ত নুপুর পড়া.!
- ❝ঘন্টি বাজা ঘুঙুর শয়তানের বাদ্যযন্ত্র.!❞
(সহীহ মুসলিম:২১১৪)

• ২) কপালে টিপ পড়া.!
- ইব্রাহিম (আঃ) এর সময়ে পতীতার মেয়েরা কপালে চিন্থ দিতো, যা এখন টিপ হিসেবে পরিচিত। আস্তাগফিরুল্লাহ.!

• ৩) পরচুল বা নকল চুল লাগানো.!
- (সহীহ বোখারি ৫৯৩৩)

• ৪) ভ্রু প্লাগ.!
- রাসুলের অভিশাপ পায় ঐসব নারী যারা চোখের উপরের লোম উঠায়, চেঁছে সরু করে আল্লাহর সৃষ্টির মধ্যে পরিবর্তন আনে.!
- (বুখারি হাদিস ৪৮৮৬)

• ৫) শরীরে ট্যাটু করা.!
- আল্লাহর লানত ঐসকল নারী পুরুষদের উপর যারা শরীরে উল্কি আঁকে (ট্যাটু) এবং অন্যদের এঁকে দেয়.!
- (আবু দাউদ ৪১৭০)

• ৬) পারফিউম ব্যবহার.!
- ❝কোনো নারী যদি (কোন প্রকার) সুগন্ধি ব্যবহার করে (পুরুষের) মজলিসের পাশ দিয়ে যায় তবে সে নারী ব্যাভিচারিণী.!❞ আস্তাগফিরুল্লাহ।
- (আবু দাউদ,তিরমিযী,নাসাঈ,সহীহুল জামে,৪৫৪০নং)

আল্লাহুম-মাগফিরলি.!

হে আল্লাহ আপনি সবাইকে বোঝার তৌফিক দান করুন.!
আমিন 🤲
©️

রমজানের ঐ মায়াবী চাঁদ ভেঙেছে খুশির বাঁধ,শিরায় শিরায় বহিছে বাতাস পেয়ে নব বসন্তের স্বাদ।ইফতার, সেহরির পবিত্র লগ্নেসংযমি হয়...
11/03/2024

রমজানের ঐ মায়াবী চাঁদ
ভেঙেছে খুশির বাঁধ,
শিরায় শিরায় বহিছে বাতাস
পেয়ে নব বসন্তের স্বাদ।

ইফতার, সেহরির পবিত্র লগ্নে
সংযমি হয়ে উঠুক এ মুমিন প্রাণ,
তারাবিহ, তাসবিহ, তাহাজ্জুদের
ফুল হয়ে ফুটুক এই রমাদান।

প্রতিটি অনুতপ্ত দিল নুইয়ে পড়ুক
মহান রবের কুদরতি পদযুগলে,
লুফে নিই সেই মোচনের সুযোগ
এসেছি যত শত গোনাহ ফেলে.....

সবাইকে আমার তরফ থেকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা,,,,,
"রমাদান মোবারক"

✍️ শাহিনা আক্তার

Address

Satkhira

Website

Alerts

Be the first to know and let us send you an email when Shahina Akter posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share