এস এম আব্দুল আলীম

এস এম আব্দুল আলীম শিক্ষিত মানুষের অভাব নেই এই পৃথিবীতে
কিন্তু শিক্ষিত বিবেকের বড্ড অভাব।
রবীন্দ্রনাথ ঠাকুর

এস এম আব্দুল আলীম-জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের সহযোগী ছাত্র সংগঠন বৈজ্ঞানিক সমাজতন্ত্রে বিশ্বাসী বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাতক্ষীরা জেলা শাখার সভাপতির দায়িত্ব পালন করে আসছেন।

১৯৯৭ সালের ১৪ মে বুধবার সাতক্ষীরা জেলার তালা উপজেলার জালালপুর ইউনিয়নের দোহার গ্রামে এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার মোঃ আব্দুল মজিদ সরদার,মাতা মাজিদা বেগম।
তার পিতা একজন কৃষকও দিনমজুর। ম

াতা গৃহিণী। এস এম আব্দুল আলীম ২০০২ সালে আমড়াডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষাজীবনে হাতে খড়ি শুরু করেন। ২০০৭ শিক্ষা সমাপনী পরীক্ষা উত্তীর্ণ হন। তারপর ২০০৮ সালে খুলনা জেলার পাইকগাছা উপজেলা অধীনস্থ (ইউ,আর,এস,এইচ)হাই স্কুলে ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হন। কিন্তু প্রাইমারি স্কুলের বন্ধুদের রেখে সেখানে তিনি বেশিদিন পড়াশোনা করেননি। তাছাড়াও তখন নদীপথে সেখানে যাতায়াত করতে হতো মাটির রাস্তা থাকায় ঝড় বৃষ্টির সময় যাতায়াতের অসুবিধার সম্মুখীন হতে হতো। তাই ইউ,আর,এস, হাই স্কুল থেকে ট্রান্সফার হয়ে ২০০৯ সালে নিজে উপজেলা তালাতে অবস্থিত জালালপুর মাধ্যমিক বিদ্যালয় ৭ম শ্রেণীতে ভর্তি হন।২০১০ সালে মাধ্যমিক স্তরে জে,এস,সি ও জে,ডি,সি নামক পাবলিক পরীক্ষা চালু হলে তিনি পরীক্ষায় অংশগ্রহণ করেন এবং কৃতিত্বের সাথে পাস করেন। নবম দশম শ্রেণীতে বিভাগ চালু থাকায় শিক্ষকদের পরামর্শ তিনি বিজ্ঞান বিভাগে অর্থাৎ সায়েন্সে ভর্তি হন।২০১১-২০১২শিক্ষাবর্ষের শেষে ২০১৩ ছেলে বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পরীক্ষা অংশগ্রহণ করেন এবং কৃতিত্বের সাথে উত্তীর্ণ হন। তারপর উচ্চ মাধ্যমিকের জন্য ২০১৩-২০১৪ শিক্ষাবর্ষে উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়ে একই বিভাগে ভর্তি হন। পারিবারিক অসচ্ছলতার কারণে তখন থেকে তাকে নানাবিধ অসুবিধার সম্মুখীন হতে হয়। কিন্তু ২০১৫ সালে এইচ,এস,সি পরীক্ষা অনুষ্ঠিত হলে প্রতিহিংসার শিকার হয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেননি। তারপরে বছরে একই সমস্যার ভুক্তভোগী হওয়ার ইঙ্গিত থাকার কারণেই খুলনায় প্রাইভেট পলিটেকনিক ইনস্টিটিউট ম্যানগ্রোভ সাইন্স এন্ড টেকনোলজিতে ইলেকট্রনিক্স সাবজেক্টে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ভর্তি। কিন্তু সেখান থেকে এক বছর পর অর্থনৈতিক সমস্যার কারণে সেখান থেকেও তাকে বিদায় নিতে হয়। এরপর তিনি হতাশায়, দুশ্চিন্তায় দিন পার করেন। পারিবারিক চাপ,পাড়া-প্রতিবেশী নানান কথা তাকে সহ্য করতে হয়। সহ্য করতে হয়েছে অনেক তিরস্কার অবহেলা। কিন্তু তিনি থেমে থাকেনি। পড়াশোনার প্রতি তার তীব্র ইচ্ছাশক্তি তাকে কোন বাঁধায় আটকে রাখতে পারেনি পরবর্তীতে তিনি প্রিন্সিপাল আখতারুজ্জামান এস,এ,টিসি কলেজে ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষে চার বছর মেয়াদী ডিপ্লোমা ইন এগ্রিকালচার ডিপার্টমেন্টে ভর্তি হন।২০২০ সালে জানুয়ারিতে শেষ হওয়ার কথা থাকলেও বৈশ্বিক মহামারি করোনা অভিঘাতের জন্য কিছুটা বিলম্ব হয় এবং সেখান থেকে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হন। বর্তমান খুলনা উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বিএজিএড (কৃষি) তো অধ্যানরত আছেন।

গাজীপুর আনসার একাডেমির গেটের পাশে ফুটওভারব্রিজের উপর থেকে
15/07/2025

গাজীপুর আনসার একাডেমির গেটের পাশে ফুটওভারব্রিজের উপর থেকে

জাতীয় সংসদ ভবনের পাশে।
14/07/2025

জাতীয় সংসদ ভবনের পাশে।

জীবনের দৌড় শেষ হয় নাজীবন এক অদ্ভুত দৌড়। কেউ শুরু করে জুতাসহ, কেউ খালি পায়ে। কেউ জন্ম থেকেই একশো মিটার এগিয়ে থাকে, আবার ক...
13/07/2025

জীবনের দৌড় শেষ হয় না
জীবন এক অদ্ভুত দৌড়। কেউ শুরু করে জুতাসহ, কেউ খালি পায়ে। কেউ জন্ম থেকেই একশো মিটার এগিয়ে থাকে, আবার কেউ হাঁটার আগেই হোঁচট খেয়ে পড়ে যায়। সময়ের সাথে আপনি বুঝতে পারবেন, এই দৌড়ের নিয়ম গুলো কখনোই সবার জন্য একরকম নয়।

আপনি হয়তো দেখবেন, কেউ সহজেই সব শিখে নেয়, পরীক্ষার আগের রাতে কয়েক ঘণ্টা পড়েই অসাধারণ ফলাফল করে। আর আপনি দিনের পর দিন খেটে গেলেও কাঙ্ক্ষিত রেজাল্ট পাচ্ছেন না।

আপনার আশেপাশে এমন অনেক মানুষ থাকবে, যাদের জীবন কোনো বাধাবিহীন রাস্তায় চলতে থাকে। তাদের কখনো টাকার চিন্তা করতে হয় না, বাবা-মায়ের দেওয়া ক্রেডিট কার্ডে বিল মেটায়। আর আপনি একবার টিউশন ফি চাওয়ার আগে কতবার চিন্তা করবেন, সেটার কোনো হিসাব নেই।

জীবনের এই খেলা কেউ একদিনেই জিতে যায়, আর কেউ বছরের পর বছর খেলে করেও বোর্ডে নাম লিখাতে পারে না। কেউ একটা স্টার্টআপ শুরু করেই সাফল্যের চূড়ায় পৌঁছে যায়, আর কেউ দশটা উদ্যোগ নিয়ে ব্যর্থ হয়ে লোনের বোঝা টানতে টানতে হারিয়ে যায়।

কখনো এমন হবে, আপনি দেখবেন আপনার চেয়ে কম দক্ষ, কম পরিশ্রমী কেউ আপনার স্বপ্নের চাকরিটা পেয়ে গেছে। কারণ হয়তো সে সঠিক সময়ে সঠিক জায়গায় ছিল, হয়তো তার রেফারেন্স ছিল, হয়তো ভাগ্য তার পক্ষে ছিল। এসব ভেবে হয়তো আপনার নিজের ওপর রাগ হবে, জীবনকে অন্যায় মনে হবে।

কিন্তু বাস্তবতা হলো, এই প্রতিযোগিতায় আপনি যদি শুধুই তুলনায় ব্যস্ত থাকেন, তাহলে ক্লান্তি ছাড়া আর কিছুই পাবেন না। এখানে কেউ একটা গাড়ির মালিক হওয়ার স্বপ্ন দেখে, আরেকজন সেই গাড়িটা বদলে আরও দামি কিছু চায়। বড় ফ্ল্যাটের মালিক হওয়া মানুষেরও স্বপ্ন থাকে আরও বড় কিছুর।

তাহলে উপায় কী?

উপায় হলো নিজের লেন ঠিক করা। এই দৌড় কারও জন্য নয়, আপনার নিজের জন্য। অন্যের জীবনের দিকে না তাকিয়ে, নিজের গতিতে এগিয়ে যাওয়া। জীবন সবসময় ফেয়ার হবে না, কিন্তু আপনি নিজেকে প্রস্তুত করতে পারেন—সময়ের সাথে নিজেকে গড়ে তুলতে পারেন।

কারণ, সত্যিকারের জয়ী হওয়ার জন্য গন্তব্যে পৌঁছানো দরকার নেই। দরকার শুধু এক পা এক পা করে সামনে এগিয়ে যাওয়া।

সংগৃহীত।

শুভ সকাল।
13/07/2025

শুভ সকাল।

১০/০৯/২০২৫ ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম
10/07/2025

১০/০৯/২০২৫ ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম

26/06/2025

অন্যায় করে ক্ষমা না চাওয়া টাই
আরেকটি অন্যায়।

26/06/2025

এইচএসসি, আলিম এবং কারিগরি পরীক্ষা ২০২৫ এ অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভকামনা।

26/06/2025

মানুষ অল্পতেই সবকিছু ভুলে যায়। অন্যদের বিপদের সময় যে মানুষগুলো সব সময় মানুষের পাশে থেকেছে কিন্তু ঠিক তাদের বিপদের সময় কেউ তাদের পাশে থাকেনা।

 ᩣシ   অনেক দিন পর দেখা অনুপম কুমার অনুপম দাদার সাথে।
23/06/2025

ᩣシ

অনেক দিন পর দেখা অনুপম কুমার অনুপম দাদার সাথে।

23/06/2025

সাতক্ষীরাতে সকাল থেকে বৃষ্টি, বৃষ্টিতে আটকা পড়ে গেলাম।

সাতক্ষীরা টিটিসি ভবনের চতুর্থ তালা থেকে
22/06/2025

সাতক্ষীরা টিটিসি ভবনের চতুর্থ তালা থেকে

Address

Satkhira

Website

Alerts

Be the first to know and let us send you an email when এস এম আব্দুল আলীম posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share