30/06/2025
সাম্প্রতিক একটা ভিডিওতে মহিলাদেরকে উপস্থাপন করার ভুলকে বিবেক থেকে মেনে নিতে না পারায় জাতির উদ্দেশ্যে ক্ষমা চাওয়ার জন্য লাইভে আসছি। ইনশাআল্লাহ
অপরাধ কিংবা ভুল করে ভণ্ডামি করে ঠেলাঠেলি করার চেয়ে জাতির উদ্দেশ্যে ক্ষমা চাওয়া টাই বিবেকসুদ্ধির একমাত্রই পথ।
ভিডিওতে যে সমস্ত কাজের কারণে আমি নিজের বিবেকের কাছে প্রশ্নবিদ্ধ >
# আমি নিজের মা কিংবা বোনকে কখনোই ভিডিওতে নিয়ে আসতে পারবো না ( হোক না সেটা যতই পর্দা সহকারে) যেখানে আমি তাদেরকে উপস্থাপন করে ফেলেছি।
# আমি আর কখনো বলতে পারবো না যে আমার ভিডিওতে কখনো আমি নারীদের উপস্থাপন করিনি।
# মানুষজন আমাকে গালাগালি করছে আমি কেন রাজনৈতিক দলের কর্মকাণ্ড উপস্থাপন করলাম।
সাধারণত আমি কোন রাজনৈতিক দলের সাথে যুক্ত নই।
# যারা আমাকে চেনে তাদের কাছে আমার মুখটা হক, হালাল, পিওর, অথেন্টিক, রিয়েল, বাস্তব এবং অন্যায়ের বিরুদ্ধে কথা বলার জন্য পরিচিত।
যাকে কখনো একটা রাজনৈতিক দলকে উপস্থাপন করা শোভা পায় না।
# সব মিলে আমি আমার অপরাধের জন্য পুরো জাতির কাছে ক্ষমা প্রার্থনা করছি 🙏🙏