সাতক্ষীরা জেলার সুন্দরয্য

সাতক্ষীরা জেলার সুন্দরয্য Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from সাতক্ষীরা জেলার সুন্দরয্য, Satkhira.

🌿এই পেজটি সাতক্ষীরার প্রাকৃতিক দৃশ্য, ঐতিহাসিক স্থান, সুন্দরবন, লোকজ সংস্কৃতি এবং সাধারণ মানুষের জীবনযাত্রা তুলে ধরার একটি ক্ষুদ্র প্রয়াস।


🧡 আমাদের সাথে যুক্ত থাকুন — জানুন, দেখুন ও ভালোবাসুন আপনার প্রিয় সাতক্ষীরাকে।

📌 Page Owner: Tamim Hossain

02/09/2025

Celebrating my 4th year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

07/08/2025

Hi everyone! 🌟 You can support me by sending Stars - they help me earn money to keep making content you love.

Whenever you see the Stars icon, you can send me Stars!

29/07/2025

ভালুকা চাঁদপুর জামে মসজিদ: সাতক্ষীরার ঐতিহ্যবাহী এক প্রাচীন ইতিহাস

সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের ভালুকা চাঁদপুর গ্রামে সাড়ে চারশ’ বছরেরও বেশি সময় ধরে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এক প্রাচীন স্থাপনা—পীর মানিক চৌধুরী জামে মসজিদ।

জনশ্রুতি আছে, এই মসজিদটি অলৌকিকভাবে জ্বীনের মাধ্যমে এক রাতেই নির্মিত হয়েছিল। অনেকে আবার বলেন, মসজিদ ও পাশের বিশাল দিঘিটি মাটির নিচ থেকে উঠে এসেছিল।

এই মসজিদকে ঘিরে রয়েছে বহু ইতিহাস, লোককথা ও বিশ্বাস। স্থানীয়দের মতে, মানিক চৌধুরী ছিলেন জমিদার বংশের এক পরহেজগার ওলিয়ে কামেল। তিনিই মানুষের নামাজের সুবিধার্থে নির্মাণ করেছিলেন তিন গম্বুজবিশিষ্ট এই মসজিদ। ৪৫ ইঞ্চি পুরু দেয়ালের মসজিদটির দৈর্ঘ্য ২৬ হাত ও প্রস্থ ১০ হাত। মসজিদের পাশেই রয়েছে সাড়ে চার বিঘার একটি দিঘি এবং আড়াই বিঘা আয়তনের কবরস্থান।

প্রতি শুক্রবার এখানে বসে এক ব্যতিক্রমী মেলা—আশা-প্রত্যাশা আর মানতের মিলনমেলা। শতশত মানুষ, শুধু মুসলমান নয় বরং বিভিন্ন ধর্মের মানুষ, দিঘির পানি ও মসজিদের সামনের মাটি সংগ্রহ করেন মহৌষধ হিসেবে। কেউ সন্তান কামনায়, কেউ রোগমুক্তির আশায়, আবার কেউ ফসল বা ব্যবসায় সফলতার জন্য মানত করে আসেন।

প্রচলিত রীতি অনুযায়ী, অনেকে এখানে রান্না করে গরিবদের খাওয়ান, কেউ কেউ নিয়ে আসেন মুরগি, ছাগল বা গরু দান হিসেবে। কেউ ক্ষেতের প্রথম ফসল, কেউ বাগানের ফল, আবার কেউ প্রথম ধরা মাছ নিয়ে আসেন দান করতে।

মসজিদের সাবেক ইমাম ও বর্তমান মাদ্রাসার সুপার মহসীন উল ইসলাম জানান, একসময় মান্নতকারীরা মুরগি ছেড়ে যেতেন খোলা জায়গায়। পরে তা সংগঠিত করে মসজিদের উন্নয়ন কাজে ব্যয় করা হয়। তিনি বলেন, আল্লাহর নামে মানত করলে তাতে কোনো শিরক নেই, বরং এটি একটি বিশ্বাস ও আস্থা থেকে উৎসারিত প্রথা।

আজও প্রতিদিন শত শত মানুষ এখানে নামাজ আদায় করেন। শুক্রবারে ভিড় বেড়ে দাঁড়ায় ১০-১২ হাজারে। নারী ও পুরুষদের জন্য আলাদা আলাদা নামাজের ব্যবস্থাও রয়েছে—একসাথে প্রায় আড়াই হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারেন।

এই মসজিদ শুধু নামাজ বা ইবাদতের জায়গা নয়—এটি একটি আস্থা, বিশ্বাস, ঐতিহ্য ও ইতিহাসের প্রতীক হয়ে আছে শত শত বছর ধরে।

28/07/2025

📍✨ সাতক্ষীরার প্রাণ—সাকির্ট হাউস মোড়! ✨📍

যখনই সাতক্ষীরায় কেউ বলে "চলো দেখা করি কোথাও" — তখন অনেকের মাথায় প্রথমেই আসে একটাই নাম, সাকির্ট হাউস মোড়। এটি শুধু একটি মোড় নয়, এটি আমাদের প্রতিদিনের গন্তব্য, কেনাকাটার কেন্দ্র, আড্ডার ঠাঁই, আর প্রাণের স্পন্দন!

🛍️ এই মোড়কে ঘিরে গড়ে উঠেছে:

নামজাদা ফ্যাশন হাউজ ও পোশাকের দোকান

নানান মুখরোচক খাবারের হোটেল ও চায়ের দোকান

বইপত্র, মোবাইল এক্সেসরিজ, কসমেটিকস, ইত্যাদির সম্ভার

সন্ধ্যার পর মোড়ে জমে ওঠে আলো, গল্প আর মানুষের মেলা

🚶‍♂️ সকালে কর্মজীবী মানুষ, বিকেলে ছাত্রছাত্রীদের ব্যস্ততা আর সন্ধ্যায় পরিবারের হাঁটাহাঁটি—সব মিলিয়ে এই মোড় যেন সাতক্ষীরার একটা ছোট সংস্করণ!

🌆 নতুন যারা সাতক্ষীরায় ঘুরতে আসছেন, তাদের জন্য বলব—সাকির্ট হাউস মোড় না দেখলে আপনার সাতক্ষীরা ভ্রমণই অসম্পূর্ণ! এখানে আপনি পাবেন: ✅ আধুনিকতার ছোঁয়া
✅ লোকাল ব্যবসার উন্মেষ
✅ মানুষের আন্তরিকতা ও আতিথেয়তা

📸 ছবি তুলুন, গল্প বলুন, কেনাকাটা করুন—এই মোড় আপনাকে আপন করে নেবে।

#সাতক্ষীরা #সাকির্টহাউসমোড় #আমারশহর #লোকালপ্রাইড #মোড়েরগল্প #বিকেলেরআড্ডা
Md Feroj Khan সাতক্ষীরা ম্যাংগো আহম্মেদ ফয়সাল ঘুড়ি-Ghuri

28/07/2025

🍋 আম প্রেমি শহিদুল ভাই: বুধহাটার গর্ব 🍋

বুধহাটা ইউনিয়নের যিনি নাম শুনলেই সবার চোখে ভেসে ওঠে মিষ্টি রসালো আমের ছবি—তিনি আমাদের প্রিয় শহিদুল ভাই। আমের প্রতি তাঁর ভালোবাসা, যত্ন ও নিষ্ঠা তাঁকে করে তুলেছে “আম প্রেমী শহিদুল ভাই”।

প্রতিটি মৌসুমে তাঁর বাগান থেকে আসে এমন সব আম—যেগুলোর স্বাদে শুধু মিষ্টতা নয়, থাকে একটি গল্প, থাকে গ্রামীণ পরিশ্রমের ঘ্রাণ। স্থানীয় বাজার তো বটেই, পাশের গ্রামগুলোতেও তাঁর আমের আলাদা কদর।

আমরা গর্বিত, এমন একজন মানুষ আমাদের ইউনিয়নে আছেন, যিনি শুধু ব্যবসায়ী নন, বরং একজন প্রকৃত ফলপ্রেমিক।

🌳 শহিদুল ভাইয়ের প্রতি শুভকামনা ও ভালোবাসা।

#আমপ্রেমী #বুধহাটা #শহিদুলভাই #আমেরগর্ব

সাতক্ষীরা ম্যাংগো আহম্মেদ ফয়সাল
Md Feroj Khan
ঘুড়ি-Ghuri র

16/01/2025

মুগ্ধ পানি

#মুগ্ধ

16/11/2024
16/11/2024

08/09/2024

📈 Alhamdulillah💹

21 years 9 months 29 days

30/08/2024

বিশ্বাস করেন এই সন্তান এর মা বাবার দোয়া বৃথা যাবে না,, হিসাব দিতেই হবে।
ইন্টারনেট অফ ছিলো সেই সময়ের ভিডিও 😭😭।

Tamim Vlog Facebook Marketplace Community Best Ever Food Review Show Md Feroj Khan Clube de Regatas do Flamengo

Address

Satkhira
9400

Alerts

Be the first to know and let us send you an email when সাতক্ষীরা জেলার সুন্দরয্য posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to সাতক্ষীরা জেলার সুন্দরয্য:

Share