26/05/2025
🔴99 Minute Freelancing-এর জুম সাপোর্টে ভয়াবহ হাম*লা – সতর্ক হোন🙏
“99 Minute Freelancing”-এর পক্ষ থেকে আমরা চালু করেছি ২৪ ঘণ্টার বিনামূল্যে Zoom সাপোর্ট, যেখানে নতুন ও আগ্রহী ফ্রিল্যান্সারদের প্রযুক্তিগত সমস্যা, গাইডলাইন ও সাপোর্ট দিয়ে সহায়তা করা হয়।
কিন্তু সম্প্রতি এমন এক ভয়ঙ্কর ও ঘৃণ্য ঘটনার মুখোমুখি হয়েছি, যা না জানালেই নয়।
---
ঘটনা শুরু হয় হঠাৎ করে…20/05/2025 Time: 7:30 PM⏰
এক ব্যক্তি Zoom সাপোর্ট লিংকে জয়েন করে হঠাৎ অশ্লীল ভিডিও স্ক্রিনশেয়ার করে, অশ্রাব্য গালিগালাজ করে এবং Zoom চ্যাটে আপত্তিকর বার্তা ছড়ায়।
আমরা বারবার তাকে রিমুভ করলেও সে ভিন্ন ভিন্ন ভুয়া আইডি দিয়ে বারবার জয়েন করে একই জঘন্য কাজ চালিয়ে যায়।
---
ভুলে মুখ খুলে বসে তার বন্ধু
একসময়, আমাদের সৎ উদ্দেশ্য দেখে তার এক বন্ধু প্রশংসা করে বসে। সে জানে না, তার বন্ধু এমন অপরাধে জড়িত!
আমরা যখন ব্যাখ্যা করি যে, আমরা কোন প্রকার ফি নিই না – শুধু ফ্রিতে সাহায্য করি – তখন সে সব খুলে বলে দেয়।
তখনই বেরিয়ে আসে, এই অপরাধী আমাদেরই একজন পুরাতন স্টুডেন্ট!
---
অস্বীকার, নাটক, আর স্বীকারোক্তি
আমরা তাকে ফোন করে শুধু সাধারণ ভাবেই Zoom এ জয়েন করতে বলি।
সে জুমে জয়েন না করে পেজে মেসেজ করে প্রথমেই –
“আসসালামু আলাইকুম স্যার, আমি কিছুই জানি না, আল্লাহর কসম খাচ্ছি।”
(ঠিক যেন চোরের মন পুলিশ পুলিশ!)
যেখানে আমরা তাকে বিস্তারিত কিছুই বলিনি❌
কিন্তু পরে Zoom-এ জয়েন করেই আবার সেই একই অশ্লীলতা করে,
নিজের স্ক্রিনশেয়ার চালু করে প*র্ন সাইটে নিজের কানেকশনগুলো দেখাতে থাকে!
আমাদের কাছে তার সমস্ত কিছু –
ভিডিও রেকর্ডিং, স্ক্রিনশট ও সরাসরি মুখে স্বীকারোক্তি – প্রমাণ আকারে সংরক্ষিত আছে।
---
শেষ পর্যন্ত স্বীকার করে, কিন্তু চুপচাপ সরে যায়
উনাকে ফোন করে আবারও বলি আমাদের সব কিছু রেকর্ড হচ্ছে এবং তার পরিচয় জানতে পেরেছি আমরা আইনত ব্যবস্থা নিব ১০০%
প্রমাণ দেখানোর পর, সে নিজেই ভয় পেয়ে বলে –
“ভাই, আমি সব স্বীকার করছি।”
সে Zoom-এ জয়েন করে জানায়,
সে বিভিন্ন অশ্লীল সাইটে যুক্ত, অনেক একটিভ একাউন্টও আছে।
কিন্তু কারা তাকে সাহায্য করেছে, সে কার সাথে জড়িত, অথবা বড় কোনো অপরাধে জড়িত কিনা – এসব কিছুই বলতে চায় না।
এমনকি যখন প্রশ্ন করা হয় – তুমি কাউকে খু*ন করেছো কিনা, অথবা অন্য কোনো চক্রের সাথে জড়িত কিনা?
সে দ্রুত Zoom থেকে রেড স্ক্রিন দিয়ে স্ক্রিন ঢেকে রেখে চলে যায়।
---
সে একজন হাফেজ – কিন্তু কাজ? ঘৃণ্য!😴
সবচেয়ে লজ্জাজনক বিষয় হলো –
সে একজন হাফেজে কোরআন।
যে ব্যক্তি ধর্মীয় জ্ঞানে পারদর্শী হওয়ার কথা,
সে কিনা এমন বিকৃত মানসিকতার, নোংরামি ও অনলাইনে সমাজ ধ্বংসের কাজে লিপ্ত!
---
🔴প্রশ্ন: আজ সে Zoom-এ অশ্লীলতা ছড়াচ্ছে, কাল সে কী করতে পারে?
🔴আজ আমাদের প্রতিষ্ঠান নিয়ে করেছে, কাল হয়তো আপনার প্রতিষ্ঠান
🔴যেখানে আমরা টাকার বিনিময় ছাড়াই ফ্রিতে ফ্রিল্যান্সারদের পাশে দাঁড়াচ্ছি
সবকিছু শেখাচ্ছি এবং কখনও টাকা নিয়ে শেখাবো না কথা দিয়েছি, লাইভে এসে ✅
এটাই কি আমাদের বড় ভুল...😢
আমাদের দেখানো ফ্রি টেকনিকে অনেক হতাশাগ্রস্ত ফ্রিল্যান্সাররা তার পরিবারের পাশে দাঁড়াতে পেরেছেন আর্থিক সহযোগিতা করে এটাই কি আমাদের ভুল...😢
একজন মানুষ যদি অনলাইনে প্রকাশ্যে এমন কিছু করতে পারে,
তাহলে তার মা, বোন, প্রতিবেশী কিংবা সমাজের নারীদের প্রতি দৃষ্টিভঙ্গি কেমন এবং তাদের সাথে কি করতে পারে ⁉️
একবার ভাবুন!
সে ভাবেনি আমরা তার পরিচয় বের করতে পারব।
সে বুঝেনি, সত্য ও ন্যায়ের পক্ষে থাকা একজন বন্ধু-ই তাকে ফাঁস করে দেবে।
---
আমাদের কাছে তার বিরুদ্ধে সব প্রমাণ আছে।
🔰ভিডিও রেকর্ডিং
🔰স্ক্রিনশট
🔰নিজের মুখে দেওয়া স্বীকারোক্তি
কিন্তু এখনও সে কারা কার সাথে যুক্ত তা গোপন করছে।
যদিও আমরা ধারণা করছি, এর পেছনে আরও কেউ বা একটি চক্র জড়িত।
---
⚫প্রশ্ন রাখছি পুরো জাতির সামনে –
১/ এই ধরনের অপরাধীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া কি আমাদের কর্তব্য নয়?
২/ হ্যা মানবজাতি, আমরা নিরুপায় কি করবো এবং কি করা উচিৎ আমাদের সাহায্য করুন🙏
আপনারা বলেন – আমি কী করব...⁉️⁉️⁉️
---
একটি শেয়ার অনেকের চোখ খুলে দিতে পারে।
সচেতন হোন, অপরাধীকে চিহ্নিত করুন।
ধন্যবাদ✨
— Azizul Hakim Rafi+
99 Minute Freelancing