Taufiq+

Taufiq+ Graphic Designer & Digital Marketing Experts.
(2)

01/06/2025

Facebook ভাবতেছে – 😭
অনেকদিন পোস্ট দেই না দেখে, তার সাথে
আমরা ব্রেকআপ করে ফেলছি! 😅💔

তাবিজ বিক্রেতা ভেবেছে, 😢
যাক এবার স্কিল শেখানোর নাম করে তাবিজ বিক্রি করতে পারবো, বাধা দেওয়ার কেউ নেই... ❌

সত্যি বলতে,
আমাদের সকলের সাথে যারা করেছে নেগেটিভ কিছু 💻❤
তার জন্য এমন একটা গান রেডি করছিলাম শোনানোর জন্য... 🙂

ঘুম ভাঙছে আবার!
কে কে চায় পেজে আবার আগের মতো ঝাঁঝালো পোস্ট আসুক
এবং
শিক্ষণীয় কিছু ইনকামের নতুন সুযোগ ...? 🔥

ও হে তবে, কমেন্ট করো – "99 Minute Freelancing👉 I Love You

30/05/2025
26/05/2025

🔴আজকের ক্লাস বন্ধ ঘোষণা করা হলো❌

তারিখ: ২৬ মে ২০২৫ ইং
প্রিয়, শিক্ষার্থীবৃন্দ
দুঃখজনকভাবে জানানো যাচ্ছে যে, আজকের নির্ধারিত ক্লাস (২৬ মে ২০২৫) বাতিল করা হয়েছে।

গত ২০ মে রাত ৭:৩০ মিনিটে আমাদের ২৪ ঘণ্টার ফ্রি Zoom সাপোর্ট সেশনে একটি ভয়াবহ অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। একজন ব্যক্তি একাধিক ভুয়া আইডি দিয়ে বারবার Zoom সাপোর্টে জয়েন করে অশ্লীল ভিডিও স্ক্রিনশেয়ার, গালিগালাজ এবং আপত্তিকর চ্যাট ছড়ানোর মতো জঘন্য কার্যক্রম চালায়। আমরা তাকে বারবার রিমুভ করলেও সে বারবার ফিরে আসে।

পরবর্তীতে অনুসন্ধানে জানা যায়, এই অপরাধের সাথে জড়িত ব্যক্তি আমাদেরই একজন পুরাতন শিক্ষার্থী, যিনি একজন হাফেজে কোরআন হয়েও এমন নোংরা কাজে লিপ্ত।

আমরা তার সকল কর্মকাণ্ডের ভিডিও রেকর্ড, স্ক্রিনশট এবং স্বীকারোক্তি সহ প্রমাণ সংগ্রহ করেছি এবং এখন আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এই ঘটনায় আমরা পুরো টিম মানসিকভাবে ব্যথিত ও আতঙ্কিত। আজকের ক্লাস বাতিল করার মূল কারণ হলো—

1. নিরাপত্তা নিশ্চিত করা

2. টিম মেম্বারদের মানসিক সুস্থতা রক্ষা

3. আইনগত কার্যক্রমকে সময় দেওয়া

🟢আপনাদের অনুরোধ🙏

কেউ যেন Zoom লিংক অপব্যবহার না করে

নিরাপত্তা রক্ষা ও অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পাশে থাকুন

কেউ এমন আচরণ করলে সঙ্গে সঙ্গে রিপোর্ট করুন

আমরা বিশ্বাস করি, সত্যের পথে থাকলে একদিন না একদিন অপরাধীর মুখোশ খুলবেই।
আসুন, একসাথে অনলাইনে একটি নিরাপদ ও সম্মানজনক শিক্ষার পরিবেশ তৈরি করি।

📌আপডেট ক্লাস শিডিউল ও অন্যান্য তথ্য পরবর্তী সময়ে জানানো হবে।

ধন্যবাদান্তে,✨
Azizul Hakim Rafi+

99 Minute Freelancing

26/05/2025

🔴99 Minute Freelancing-এর জুম সাপোর্টে ভয়াবহ হাম*লা – সতর্ক হোন🙏

“99 Minute Freelancing”-এর পক্ষ থেকে আমরা চালু করেছি ২৪ ঘণ্টার বিনামূল্যে Zoom সাপোর্ট, যেখানে নতুন ও আগ্রহী ফ্রিল্যান্সারদের প্রযুক্তিগত সমস্যা, গাইডলাইন ও সাপোর্ট দিয়ে সহায়তা করা হয়।

কিন্তু সম্প্রতি এমন এক ভয়ঙ্কর ও ঘৃণ্য ঘটনার মুখোমুখি হয়েছি, যা না জানালেই নয়।

---

ঘটনা শুরু হয় হঠাৎ করে…20/05/2025 Time: 7:30 PM⏰

এক ব্যক্তি Zoom সাপোর্ট লিংকে জয়েন করে হঠাৎ অশ্লীল ভিডিও স্ক্রিনশেয়ার করে, অশ্রাব্য গালিগালাজ করে এবং Zoom চ্যাটে আপত্তিকর বার্তা ছড়ায়।
আমরা বারবার তাকে রিমুভ করলেও সে ভিন্ন ভিন্ন ভুয়া আইডি দিয়ে বারবার জয়েন করে একই জঘন্য কাজ চালিয়ে যায়।

---

ভুলে মুখ খুলে বসে তার বন্ধু

একসময়, আমাদের সৎ উদ্দেশ্য দেখে তার এক বন্ধু প্রশংসা করে বসে। সে জানে না, তার বন্ধু এমন অপরাধে জড়িত!
আমরা যখন ব্যাখ্যা করি যে, আমরা কোন প্রকার ফি নিই না – শুধু ফ্রিতে সাহায্য করি – তখন সে সব খুলে বলে দেয়।
তখনই বেরিয়ে আসে, এই অপরাধী আমাদেরই একজন পুরাতন স্টুডেন্ট!

---

অস্বীকার, নাটক, আর স্বীকারোক্তি

আমরা তাকে ফোন করে শুধু সাধারণ ভাবেই Zoom এ জয়েন করতে বলি।

সে জুমে জয়েন না করে পেজে মেসেজ করে প্রথমেই –
“আসসালামু আলাইকুম স্যার, আমি কিছুই জানি না, আল্লাহর কসম খাচ্ছি।”
(ঠিক যেন চোরের মন পুলিশ পুলিশ!)
যেখানে আমরা তাকে বিস্তারিত কিছুই বলিনি❌

কিন্তু পরে Zoom-এ জয়েন করেই আবার সেই একই অশ্লীলতা করে,
নিজের স্ক্রিনশেয়ার চালু করে প*র্ন সাইটে নিজের কানেকশনগুলো দেখাতে থাকে!

আমাদের কাছে তার সমস্ত কিছু –
ভিডিও রেকর্ডিং, স্ক্রিনশট ও সরাসরি মুখে স্বীকারোক্তি – প্রমাণ আকারে সংরক্ষিত আছে।

---

শেষ পর্যন্ত স্বীকার করে, কিন্তু চুপচাপ সরে যায়

উনাকে ফোন করে আবারও বলি আমাদের সব কিছু রেকর্ড হচ্ছে এবং তার পরিচয় জানতে পেরেছি আমরা আইনত ব্যবস্থা নিব ১০০%

প্রমাণ দেখানোর পর, সে নিজেই ভয় পেয়ে বলে –
“ভাই, আমি সব স্বীকার করছি।”

সে Zoom-এ জয়েন করে জানায়,
সে বিভিন্ন অশ্লীল সাইটে যুক্ত, অনেক একটিভ একাউন্টও আছে।
কিন্তু কারা তাকে সাহায্য করেছে, সে কার সাথে জড়িত, অথবা বড় কোনো অপরাধে জড়িত কিনা – এসব কিছুই বলতে চায় না।
এমনকি যখন প্রশ্ন করা হয় – তুমি কাউকে খু*ন করেছো কিনা, অথবা অন্য কোনো চক্রের সাথে জড়িত কিনা?
সে দ্রুত Zoom থেকে রেড স্ক্রিন দিয়ে স্ক্রিন ঢেকে রেখে চলে যায়।

---
সে একজন হাফেজ – কিন্তু কাজ? ঘৃণ্য!😴
সবচেয়ে লজ্জাজনক বিষয় হলো –
সে একজন হাফেজে কোরআন।
যে ব্যক্তি ধর্মীয় জ্ঞানে পারদর্শী হওয়ার কথা,
সে কিনা এমন বিকৃত মানসিকতার, নোংরামি ও অনলাইনে সমাজ ধ্বংসের কাজে লিপ্ত!

---

🔴প্রশ্ন: আজ সে Zoom-এ অশ্লীলতা ছড়াচ্ছে, কাল সে কী করতে পারে?
🔴আজ আমাদের প্রতিষ্ঠান নিয়ে করেছে, কাল হয়তো আপনার প্রতিষ্ঠান
🔴যেখানে আমরা টাকার বিনিময় ছাড়াই ফ্রিতে ফ্রিল্যান্সারদের পাশে দাঁড়াচ্ছি
সবকিছু শেখাচ্ছি এবং কখনও টাকা নিয়ে শেখাবো না কথা দিয়েছি, লাইভে এসে ✅
এটাই কি আমাদের বড় ভুল...😢

আমাদের দেখানো ফ্রি টেকনিকে অনেক হতাশাগ্রস্ত ফ্রিল্যান্সাররা তার পরিবারের পাশে দাঁড়াতে পেরেছেন আর্থিক সহযোগিতা করে এটাই কি আমাদের ভুল...😢

একজন মানুষ যদি অনলাইনে প্রকাশ্যে এমন কিছু করতে পারে,
তাহলে তার মা, বোন, প্রতিবেশী কিংবা সমাজের নারীদের প্রতি দৃষ্টিভঙ্গি কেমন এবং তাদের সাথে কি করতে পারে ⁉️

একবার ভাবুন!

সে ভাবেনি আমরা তার পরিচয় বের করতে পারব।
সে বুঝেনি, সত্য ও ন্যায়ের পক্ষে থাকা একজন বন্ধু-ই তাকে ফাঁস করে দেবে।
---

আমাদের কাছে তার বিরুদ্ধে সব প্রমাণ আছে।
🔰ভিডিও রেকর্ডিং
🔰স্ক্রিনশট
🔰নিজের মুখে দেওয়া স্বীকারোক্তি

কিন্তু এখনও সে কারা কার সাথে যুক্ত তা গোপন করছে।
যদিও আমরা ধারণা করছি, এর পেছনে আরও কেউ বা একটি চক্র জড়িত।

---
⚫প্রশ্ন রাখছি পুরো জাতির সামনে –

১/ এই ধরনের অপরাধীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া কি আমাদের কর্তব্য নয়?
২/ হ্যা মানবজাতি, আমরা নিরুপায় কি করবো এবং কি করা উচিৎ আমাদের সাহায্য করুন🙏

আপনারা বলেন – আমি কী করব...⁉️⁉️⁉️

---

একটি শেয়ার অনেকের চোখ খুলে দিতে পারে।
সচেতন হোন, অপরাধীকে চিহ্নিত করুন।

ধন্যবাদ✨
— Azizul Hakim Rafi+
99 Minute Freelancing

24/05/2025

স্ক্যা*ম, হ্যা*কিং, ফি*শিং –❌
Freelancer এর নিত্যদিনের অন্ধকার শ*ত্রু..✅

Azizul Hakim Rafi+ 99 Minute Freelancing

23/05/2025
23/05/2025

🔴৯ দিনে ৩+ লাখ টাকা ইনকাম Bootcamp ক্লাস কিন্তু👇
আজ রাত 9:30 PM⏰

ধামাকা ক্লাসে আপনার বন্ধুকে মেনশন করুন...✨

Azizul Hakim Rafi+ 99 Minute Freelancing

23/05/2025

🔴সময়ের মূল্য সেই বোঝে,
যে সময় হারিয়েছে..😭😭😭

৯ দিনে ৩+ লাখ টাকা ফ্রিল্যান্সিং ইনকাম চ্যালেঞ্জ ফ্রী Bootcamp
ক্লাস :05 নতুন ধামাকা🚀

আজ রাত=> 9:30 PM⏰

সুযোগ কিন্তু প্রতিদিন আসে নাহ...!
আপনি প্রস্তুত তো...⁉️⁉️⁉️

Azizul Hakim Rafi+ 99 Minute Freelancing

23/05/2025

গ্রেজুয়েট কিন্তু আয় নাই ❌
সমাধান চাইলে এখনই যোগ দিন আমাদের সাথে 😍

🔴৯ দিনে ৩+ লাখ টাকা ইনকাম Bootcamp ক্লাস কিন্তু👇
আজ রাত 9:30 PM⏰

মনে আছে নিহ্...⁉️⁉️

Azizul Hakim Rafi+ 99 Minute Freelancing

20/05/2025

স্কিল শিখো ঠিকভাবে...🙏
না হলে এমন করেই লুকাতে হবে...🤣🤣

লিংক কমেন্টে...👇

Azizul Hakim Rafi+ 99 Minute Freelancing

Address

Satkhira
Satkhira
9400

Website

https://www.behance.net/mdtaufiq2001/projects

Alerts

Be the first to know and let us send you an email when Taufiq+ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share