12/11/2022
আর্জেন্টিনার বিশ্বকাপ দল ঘোষণা.....
কাতার বিশ্বকাপের আর মাত্র কয়েকটা দিন বাকি। ইতোমধ্যেই অংশ নেয়া দলগুলো তাদের স্কোয়াড ঘোষণা করে ফেলেছে। আজ ঘোষণা করা হলো বহুল কাঙ্ক্ষিত আর্জেন্টিনার ২৬ সদস্য বিশিষ্ট স্কোয়াড।
দু'বারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা তাদের প্রাথমিক দলের ৪৬ জন ফুটবলার থেকে প্রথমে ১৫ জনকে কমিয়ে ৩১ জনের দল ঘোষণা করে। এই ৩১ জন থেকে আজ আরো ৫ জন বাদ দিয়ে ২৬ জনের চূড়ান্ত দল ঘোষণা করেছে আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি।
২০ নভেম্বর শুরু হতে যাওয়া কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার প্রথম ম্যাচ ২২ নভেম্বর, প্রতিপক্ষ সৌদি আরব। ‘সি’ গ্রুপে তাদের অপর দুই প্রতিপক্ষ মেক্সিকো (২৬ নভেম্বর) ও পোল্যান্ড (৩০ নভেম্বর)।
আর্জেন্টিনা দল-
গোলরক্ষক
এমিলিয়ানো মার্টিনেজ, জেরোনিমো রুলি ও ফ্রাঙ্কো আরমানি।
ডিফেন্ডার
নাহুয়েল মোলিনা, গঞ্জালো মন্টিয়েল, ক্রিস্টিয়ান রোমেরো, জার্মান পেজেলা, নিকোলাস ওটামেন্ডি, লিসান্দ্রো মার্টিনেজ, মার্কোস আকুনা, নিকোলাস ট্যাগলিকাফিকো ও জুয়ান ফয়েথ।
মিডফিল্ডার
রদ্রিগো ডি পল, লিয়ান্দ্রো পেরেস, অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার, গুইডো রদ্রিগেজ, আলেজান্দ্রো গোমেজ, এনজো ফার্নান্দেজ ও এক্সকুয়েল প্যালাসিওস।
ফরোয়ার্ড
লিওনেল মেসি, অ্যাঞ্জেল ডি মারিয়া, লটরাও মার্টিনেজ, জুলিয়ান আলভারেজ, পাওলো দিবালা, নিকোলাস গঞ্জালেজ ও জোয়াকিন কোরেয়া।