11/07/2025
২ মাস ধরে হুমকি দিয়েছে।
এরপর মারতে মারতে উলঙ্গ করেছে।
মাথায় পাথর মেরে খুন করেছে।
বাট লাশ লুকায়নি।
বরং হাত পা ধরে লাশ বাজারের মাঝখানে এসে রেখেছে।
তারপর স্লোগান দিতে দিতে সেই উলঙ্গ লাশের উপর উঠে নৃত্য করেছে।
যাতে সবাই বোঝে চাঁদা না দেওয়ার পরিণাম কী হতে পারে।
আর এখন?
এখন এসে সেই খুন করার ভিডিও বা প্রতিবাদ দেখে বলবে, এরা আমাদের দলের না, ইত্যাদি ইত্যাদি।
না,দলটার নাম আওয়ামী লীগ না।
দলটার নাম বিএনপি।
যাদের হাতে আমাদের ভবিষ্যত। যাদের হাতে আমাদের দেশ। যাদের নিয়ে আমরা স্বপ্ন দেখা শুরু করেছি।
এখন প্রতিবাদের বাইরে আমার আর আপনার দায়িত্ব কী?
চাঁদার টাকা রেডি করেন।
নাহলে নিজের লাশের উপর নৃত্য করা পর্যন্ত ওয়েট করেন।
আর হ্যাঁ, ওরা মন চাইলে রেপ করবে, মন চাইলে খুন করে সেই লাশের উপর উইঠা নাচবে।
তাদের কিছুই বলা যাবে না।
বললেই আপনি জামায়াত, শিবির, আপনি খুব খারাপ, আপনি বুঝেন না, এতো বড়ো দল, টুকটাক এতটুকু করবেই। আমরা মিডিয়া ট্রায়ালের শিকার।
সারাদেশে হাজার হাজার নেতা কর্মী বহিষ্কার করছি, এখন আমাদের কি আর করার।
অথচ, তাদের এই বহিষ্কারকে নেতা কর্মীরা কিছুই মনে করে না, যার যার এলাকায় বড়ো নেতারা, ওই বহিষ্কার হওয়া চোর, বাটপার, খুনীদের নিয়ে প্রোগ্রাম করে।
৫ তারিখের আগের বিএনপি আর ৫ তারিখের পরের বিএনপি আসমান জামিন ব্যবধান হয়ে গেছে।
বিএনপির মূল দল আর যুবদল, সারাদেশে যতো প্রকার অন্যায় অত্যাচার আছে, যতো আকাম-কুকাম আছে সবই করতে আছে।
এরকম চলতে থাকলে, ক্ষমতায় যাওয়ার পর ৫ বছর শেষ হওয়ার আগেই, হাসিনার মতো ধাওয়া খাবে।
আর, বর্তমান সরকার হলো, একটি প্রতিবন্ধী সরকার, কোন কিছুই কন্টোল করতে পারে না 😡😡..