26/09/2022
# #ডিজিটাল মার্কেটিং কি ?
* ডিজিটাল ডিভিইস এবং প্রযুক্তি ইত্যাদি ব্যবহার করে কোন পণ্য সার্ভিসের প্রসারণ করা ইত্যাদি ডিজিটাল মার্কেটিং ৷
# #ডিজিটাল মার্কেটিং এর সুবিধা?
* ইলেকট্রনিক মিডিয়াকে ব্যবহার করে ইন্টারনেট দুনিয়ায় পণ্য,প্রতিষ্ঠান বা ব্র্যান্ডের প্রচরনা বা বিজ্ঞাপন দেয়া ৷বিশেষ করে সোশ্যাল মিডিয়াগুলোতে বিজ্ঞাপন দেওয়ার হার সবচেয়ে বেশি ৷এর কারণ বিশ্বে ৫৫.০৮ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করছে তার মধ্যে ৭৫ শতাংশ মানুষ নিয়মিত সোশ্যাল মিডিয়ায় ব্যবহার করে ৷
* ডিজিটাল মার্কেটিং করতে খরচ এবং সময় অনেক কম হয় বিধায় ডিজিটাল মার্কেটিং দিনে দিনে বেশ জনপ্রিয় হয়ে যাচ্ছে।
*সময় কম লাগে ডিজিটাল মার্কেটিং এর জন্য।নিজে নিজেই ঘরে বসে ডিজিটাল মার্কেটিং করা যায়।
# #ডিজিটাল মার্কেটিং কয়েকটা প্লাটফর্ম .
* ১. সোশ্যাল মিডিয়া মার্কেটিং
২. গুগল এডওয়ার্ডস
৩. ইউটিউব মার্কেটিং
৪. কনটেন্ট রাইটিং
৫. সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (এসইও)
৬. ইমেইল মার্কেটিং
৭. এফিলিয়েট মার্কেটিং
# #ডিজিটাল মার্কেটিং ক্যারিয়ার হিসেবে কেমন ?
* বর্তমানে বাংলাদেশের প্রত্যেকটা প্রাইভেট কোম্পানি তাদের পণ্য এবং সার্ভিসের প্রচার প্রসারের জন্য বিভিন্ন ধরনের ডিজিটাল মার্কেটিং ক্যাম্পেইন্স করে আসতেছে। এই মার্কেটিং ক্যাম্পেইন্স গুলো জন্য কোম্পানিগুলো লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করতে হয়। আর এই ক্যাম্পেইন গুলো সঠিকভাবে পরিচালনা করার জন্য কোম্পানিগুলোর দরকার হয় প্রচুর পরিমাণে দক্ষ ডিজিটাল মার্কেটারের ৷তাই বর্তমান সময়ে ডিজিটাল মার্কেটিং এর গুরুত্ব বেপক ৷ও বাংলাদেশ বেকারত্ব সংখ্যা দিন দিন বাড়ছে ৷ এবং এই বেকারত্ব কমানোর জন্য ডিজিটাল মার্কেটিং মান বেপাক ৷তাই এক জন ব্যক্তি ডিজিটাল মার্কেটিং করে ক্যারিয়ার গঠন করতে পারে৷