29/07/2022
কৃষ্ণনগর প্রমিলা ফুটবল টুর্নামেন্ট - ২০২২
কালীগঞ্জের কৃষ্ণনগর ইউনিয়নে খুলনা বিভাগ প্রমিলা দল ও বরিশাল বিভাগ প্রমিলা দল ফুটবল খেলা অনুষ্ঠিত
ব্যাপক উৎস উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে হাজার হাজার দর্শকের উপস্থিতিতে কৃষ্ণনগর মাঠে খুলনা বিভাগ প্রমীলা ফুটবল দল ও বরিশাল বিভাগ ফুটবল দলের মধ্যে ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে। কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের আয়োজনে একদিনের এক দিনের আকর্ষণীয় প্রমীলা ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে ২৯ জুলাই শুক্রবার বিকাল পাঁচটায় কৃষ্ণনগর কিষান মজদুর ইউনাইটেড হাইস্কুল মাঠে। খুলনা বিভাগ ফুটবল দল ও বরিশাল বিভাগ- ফুটবল দল এর মধ্যে ফুটবল খেলাটি অনুষ্ঠিত হয় খেলায় খুলনা বিভাগ প্রমীলা ফুটবল দল দুই /এক গোলে বরিশাল বিভাগ প্রমিলা ফুটবল দলকে হারিয়ে জয়লাভ করে। খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন এবং পুরস্কার বিতরণ করেন সাতক্ষীরা জেলা অতিরিক্ত জেলা প্রশাসক কাজী আরিফুর রহমান ,কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাফিয়া পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সংসদ সদস্য একে ফজলুল হক, অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন কালিগঞ্জ উপজেলা পরিষদের উপজেলা চেয়ারম্যান সাঈদ মেহেদী, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার ভূমি রোকনুজ্জামান বাপ্পি, থানা অফিসার ইনচার্জ মোঃ হালিমুর রহমান বাবু, জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আব্দুল্লাহ আল আমিন, রতনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলিম আল রাজি টোকন, ধলবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী শওকত হোসেন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শেখ ইকবাল আলম বাবলু ,কালিগঞ্জ ক্লাবের সহ-সভাপতি ও সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, কালিগঞ্জ ক্লাবে সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু ,সাংগঠনিক সম্পাদক সাজিদুল হক সাজু ,যুব মহিলা লীগের সভানেত্রী ফাতেমা আক্তার রিক্তা, খেলাটি পরিচালনা করেন সোহানা খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল কে পুরস্কার প্রদান করা হয়