Ustha khaba

Ustha khaba নিজের সুনাম আর কি করবো।।।মানুষেরা তো দুর্নামই করবো���

29/03/2024

আপনি ভাইবেন না দাজ্জাল আপনার সামনে এসে বলবে, ‘আমারে অনুসরণ করো৷’ দাজ্জাল আসার পূর্বে ফেতনার মাধ্যমে প্রথমে আপনার চিন্তা শক্তি ইসলাম থেকে দূরে সরাবে৷ চিন্তা শক্তি দূরে সরাতে না পারলেও ফেতনায় আপনার চারপাশে এমন এক পরিবেশ বানাবে, যে আপনি চাইলেও মুখ দিয়ে আল্লাহর নাম নিতে পারবেন না৷
আপনার দৈনন্দিন অভ্যাস চেঞ্জ করাবে৷ আপনার মতো হাজার হাজার, বিলিয়োন মানুষ যখন দাজ্জালের ফেতনায় ডুবে যাবে৷ তখন অই ফিলিস্তিনের আল আকসা ভেঙে যে টেম্পল বানানোর প্লান ইসরায়েলের, সেই টেম্পল দিয়ে আবির্ভাব ঘটবে দাজ্জালের৷

দাজ্জালের ফেতনা এত ভয়ানক যে আল্লাহর কাছে আপনি ক্ষমাও চাইতে পারবেন না কারণ আপনি তখন উঠে পড়ে যাবেন হারামকে হালালের জন্য, হালালকে হারামের জন্য৷ সমাজে হারাম, এমনভাবে হালাল হবে আপনি বুঝবেনও না কোনটা হারাম, কোনটা হালাল৷

আপনি জানবেনও না আপনি দাজ্জালকে কিভাবে অনুসরন করছেন, কিন্তু একনিষ্ঠভাবে দাজ্জালের সৈনিক হয়ে যাবেন৷ আপনার আল্লাহর নাম নিতে লজ্জা লাগবে৷ যে আল্লাহর নাম নিবে, তাকে আপনার ক্ষ্যাত মনে হবে৷ কোনো বন্ধু গ্রুপে আল্লাহ নিয়ে কথা হবে না৷ অস্বস্তি কাজ করবে সবার৷ আল্লাহ ও তার রাসুল যা মানা করেছে, সেসবে আপনার স্বস্তি কাজ করবে৷

নবীর ওয়ারিশ আলেম৷ আলেমদের প্রতি ঘৃণা তৈরি হবে৷ একশটা আলেমের মধ্যে দশটা জাহান্নামি আলেমের কারণে নব্বইটা আলেমকে দেখলেই নাক চেটকানো শুরো করবেন, গালাগালি করবেন৷ একদল উঠে পড়ে লাগবে আলেমদের দোষ ধরার পিছনে৷ এভাবে আস্তে আস্তে আলেমদের থেকে বিশ্বাস উঠিয়ে নিবে৷ আপনাকে বানাবে ধর্মীয় জ্ঞান শূন্য৷
আপনার ইসলাম থেকে চিন্তা শক্তি দূরে সরে যাবে৷

আপনাদের কি দাজ্জালের ফেতনা জোকস মনে হয়? দেবর ভাবির মতো পবিত্র একটা রিলেশন৷ এটা যে খারাপ এঙ্গেলে যাচ্ছে, গিয়েছে৷ এটা কি জোকস মনে হয়? স্টেপ ফাদার, মাদার ইসলামে বৈধ জিনিস যে ইয়াং জেনারেশনের ব্রেইনে সেক্সুয়েল ফান এর পর্যায়ে গেছে এটাকে কি জোকস মনে হয়?

দাজ্জালের ফেতনা আপনার জোকস মনে হয়? অথচ আপনি বুঝতে পারছেন না৷ আপনি হাসতে হাসতে, চেতনার নামে৷ আধুনিকতার নামে আপনার আল্লাহকে নিয়ে মস্করা করছেন৷ যে আল্লাহ আপনার রিযিকের ভাতের দানার পরিমানও লিখে রাখছে৷ আপনার জীবন সঙ্গী কে হবে লিখে রাখছে৷ আপনার মৃত্যু কবে হবে সেটা লিখে রাখছে৷ আপনার আজকের কর্মের কারণে দশ দিন পর বিপদে পড়বেন, অই বিপদ দেখেও যে আল্লাহ এটা অপেক্ষায় থাকে যে আমার বান্দা একটা ভালো কাজ করুক তার বিপদ আমি কাটায়ে দিব৷ দোয়াতে একবার বলুক বিপদ কাটায়ে দেয়ার জন্য, কাটায়ে দিব৷
কাজে, কর্মে কথায়, দুই লাইন ইংলিশ বলতে পেরে অই আল্লাকে অপমান করেন৷

দাজ্জালের ফেতনা আপনার জোকস মনে হয়? মস্করা করছেন সেই নবী (সা:) এর জন্য৷ যে মৃত্যুর আগ মুহূর্ত আপনার, আমার তার উম্মতের জন্য কেঁদে গেছে৷ সারাটাজীবন কষ্ট সহ্য করে গেছে৷ যে নবী হাসরের ময়দানে বলবে, আল্লাহ আমি আমার একটা উম্মতকে ছাড়াও জান্নাতে যাবো না৷ যে নবীকে অস্বীকার করলে জান্নাত হারাম! হারাম! হারাম!

আপনি খেয়াল করে দেখেন, দুনিয়াতে ১৯৩ দেশ৷ ৮০০ কোটি মানুষ৷ প্রতিটা দেশের প্রতিটা মানুষের পাপের সুতা এক জায়গায়৷ বাংলাদেশে দাজ্জালে ফেতনায় ডুবে থাকা মানুষের যে বৈশিষ্ট্য, চিন্তাধারা৷ বাংলাদেশের একদম অপজিটে, কালচারে, লাইফস্টাইলে সব আলাদা হলেও ওদেরও দাজ্জালের ফেতনায় ডুবে থাকাদের বৈশিষ্ট্য একই৷

প্রতিটা ঈমানদারদের সূতা এক জায়গায়, কুরআন এবং হাদীস, আল্লাহ এবং তার রাসুল৷
একটা কথা মাথায় রাইখেন, দাজ্জালের ফেতনা আপনার মস্তিষ্ক কন্ট্রল করে আপনার চিন্তা শক্তি দাজ্জাল তার দাস বানাবে৷ আপনি, আমি আমরা যে স্বাধীনতার কথা বলি, (রাস্ট্রীয় স্বাধীনতা বলিনি৷ ব্যক্তি স্বাধীনতা৷) এটা মূলত ইসলাম থেকে স্বাধীনতা চেয়ে দাজ্জালের মনস্তাত্ত্বিক দাস হইতে চাচ্ছি আমরা৷

এই ফেতনায় আপনার লাভ নাই৷ কোনো লাভ নাই৷
আল্লাহ চাইলেই দাজ্জাল আটকাতে পারতো৷ তা না করে বরং আরো সব গায়েবী শক্তি দিয়ে পাঠাবে৷ শুধু মাত্র আপনাকে, আমাকে পরীক্ষার জন্য৷

আল্লাহ রিযিক ফিক্সড করে দিয়েছে৷ আপনি আল্লাকে গালি দিলেও (নাউজুবিল্লাহ) খেয়ে পড়ে বাঁচবেন৷ আল্লাহ আপনার হাতে দিয়েছে চিন্তা শক্তি৷ আপনি কি চিন্তা করছেন এখানে আল্লাহর হাত নাই৷ আপনার চিন্তা শক্তিই আপনার পরীক্ষা৷ আর এই দাজ্জালের ফেতনা ঠিক আপনার এই চিন্তা শক্তিই দখল করে নিবে৷

আপনি কল্পনাও করতে পারবেন না দাজ্জালের ফেতনা কি৷ অথচ আপনার কল্পনার জগৎ ভরে যাবে দাজ্জালের ফেতনায়৷ আপনি বুঝতে পারবেন না কি কি ফেতনা আসতে যাচ্ছে৷

আমার নবী (সা:) জানতেন, বুঝতেন৷ আল্লাহ নবীজিকে জানিয়েছেন৷ দাজ্জালের ফেতনা কত ভয়ানক৷

হাদীসে কি আসছে জানেন? নবীজি এভাবে বলে গেছে, "এমন সময় আসবে৷ আমার উম্মত সকালে মুসলিম থাকবে৷ সন্ধ্যায় অমুসলিম হয়ে যাবে৷”

আপনি দাজ্জালের ফেতনা নিয়া মস্করা করেন৷ আর আমার নবী ডাইরেক্ট নির্দেশ দিয়েছে তার উম্মতদের, "তোমরা চারটা দোয়া ছাড়া নামাজে সালাম ফেরাবে না৷ শেষ বইঠকে, সালাম ফেরানোর আগে- ১. আল্লাহ তুমি আমাকে আমার কবরের আযাব থেকে মুক্ত রাইখো৷ ২. তোমার জাহান্নামের আযাব থেকে মুক্ত রাইখো৷ ৩. জীবন ও মৃত্যুর ফেতনা থেকে হেফাজতে রাইখো৷ ৪. দাজ্জালের ফেতনা থেকে আমারে হেফাজতে রাইখো৷”

দাজ্জালের ফেতনা কোনো মস্করা না ভাই৷ এর ফেতনা ভয়বাহতা আমাদের কল্পনারো বাইরে৷ একবার শুধু চিন্তা করেন, যেই হারাম জিনিসে আপনার শরীর রি রি করে উঠে ঘেন্নায়৷ সেই জিনিস আপনার নেক্সট জেনারেশন হালাল মনে করলো! স্বাভাবিক হয়ে গেল সমাজে!

দাজ্জালের ফেতনা কোনো জোকস না৷ আল্লাহ আমাদের ফেতনা থেকে হেফাজতে রাখুক৷

~ রাব্বানী মাসায়েখ পনি

29/03/2024

একটা দূরবীক্ষণ যন্ত্রের প্রয়োজন।। কোথায় পাওয়া যাবে কেউ বলতে পারেন।।
না আসলে আমার হবু জামাই কে খুজতাম😅😅
একটু দরকার আছে 🥹🥹🥹

28/03/2024

মৃত্যু মানেই মুক্তি না...!!
কবর দেখেছো...!
কিন্তু কবরের আজাব
দেখো নাই..!🥺😔

16/03/2024

মুমিনের বসন্ত এসেছে। মহান রবের কাছে অসংখ্য শুকরিয়া, যে ১১ টা মাস আমাকে বাচিঁয়ে রেখেছেন, এ বসন্ত উপভোগ করার জন্য।

এ বসন্ত ফুলের সুবাস ছড়াবার বসন্ত নয়।
এ বসন্ত রোজাদারদের মুখের দুর্গন্ধ এবং ইফতারের সময় বাহারি রকমের খাবারের সুগন্ধ ছড়াবার বসন্ত।
[ রোজাদারদের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে সুগন্ধি হতে ও অনেক উত্তম।( বুখারী ১৮০৫) ]

এ বসন্ত গরিবের পাতা কুড়ানোর বসন্ত নয়।
এ বসন্ত মুমিনের আমল কুড়ানোর বসন্ত।
আল্লাহ বলেছেন;
"আর সিয়াম পালন তোমাদের জন্য অধিক কল্যাণকর, যদি তোমরা তা জান (সূরা বাকারা, আয়াত ১৮৪)
হুজুর (সা:) বলেছেন ;
" যে ব্যক্তি লাইলাতুল ক্বাদরে ঈমানসহ সওয়াবের আশায় রাত জেগে ইবাদাত করে, তাঁর পিছনের সমস্ত গুনাহ মাপ করা হবে। আর যে ব্যক্তি ঈমানসহ সওয়াবের আশায় রমযানের সাওম পালন করবে, তাঁরও অতীতের সমস্ত গুনাহ মাফ করা হবে ( বুখারী, খন্ড ১, হাদিস ৩৪,৩৭)
সুবহানাল্লাহ!
কি চমৎকার একটা কথা। রমজানে শুধু রোজা রাখলে হবেনা। ইমানসহ সওয়াবের আশায় রোজা রাখতে হবে। কেননা অনেক মানুষই লোক দেখানো রোজা রাখে, রোজা রাখতে হবে বলে রোজা রাখে। কিন্তু, ইমানের সঙ্গে কয়জনই বা রোজা রাখে?
আমার আল্লাহ কারণ ছাড়া কোনো কাজ করেন না। তেমনই রোজার পিছনেও কারণ আছে।
আমার মন বলে, আল্লাহ আমাদের রোজা রাখতে বলেছেন যেন আমরা গরিবের কষ্ট বুঝতে পারি। আমরা যেন বুঝতে পারি আমাদের প্রতিবেশী যারা অনাহারে দিন পার করে তাদের কষ্ট।
এছাড়াও গবেষণায় দেখা গিয়েছে, রোজা রাখার অনেক সুফল আছে। যেমন -রোজা রাখার ফলে শরীরের ক্ষতিকর উপাদান সহজে দূরীভূত হয়। আলহামদুলিল্লাহ! আমাদের অজান্তেই রোজার মাধ্যমে আমরা কত সুন্দর চিকিৎসা পাচ্ছি।
অন্যান্য মাসের তুলনায় আল্লাহ রমজান মাসকে তিন ভাগে ভাগ করেছেন। রহমত, মাগফিরাত এবং নাজাত। এই প্রত্যেক ধাপে আল্লাহ আমাদের দুনিয়া এবং আখিরাতকে সহজ করার সুযোগ করে দিয়েছেন। সুবহানাল্লাহ!
আসিয়াছে রমজান রহমতের সাথ,
মাগফিরাত ও নাজাত তার সঙ্গেই থাক।

16/03/2024

আমাকে চিনতে পারছ???

গতদিন আমি তোমার মায়ের ভাবির বড়ো ননদের দেবরের ফ্রেন্ড এর এক্স এর বোন এর বেস্টুর ভাই এর বন্ধুর ফুফুর মামির পাশের বাড়ির ভাড়াইটার বাচ্চার খাবার কেরে খাইছিলাম।

এইবার চিনসো??
🧐🧐🧐

15/03/2024

Vai re vai tora poke dia ki pas???
🤨🤨🤨

15/03/2024

লোক লজ্জার ভয়ে বলতে পারিনা, আমার সিমেন্টের গন্ধ ভাল লাগে🤫🤫🥱🥱

08/03/2024

সব শেষ.......🥹🥹🥹

07/03/2024

ঘুরে এলাম সাজেক।
একদিন এমন একটা post করব সত্যি সত্যি বলতেছি🫣🫣🫣

05/03/2024

নিজেকে ভালো রাখার সহজ কিছু টিপস!
এগুলো ফলো করুন ইনশাআল্লাহ ভালো কিছু হবে।

1️⃣ কখনো অন্যের কাছে কোনো আশা রাখা যাবেনা! এক্সপেকটেশন বেশি হলে হতাশাও বেশি হবে।

2️⃣ নিজের প্রতি অগাধ বিশ্বাস রাখতে হবে!
সবসময় আত্মবিশ্বাস রেখে কাজ করতে হবে।

3️⃣ প্রেমে পড়া বারন! এটার দুইটা সাইট আছে।
প্রেমে পড়লে অনেকের লাইফ সুন্দর হয়ে যায় আবার অনেকের "নড়ক"। সুতরাং নো রিস্ক৷

4️⃣ নামাজ ঠিকমতো পড়তে হবে!
নামাজ পড়লে মোড ফ্রেশ থাকে৷ আল্লাহর রহমতের মধ্যে থাকা যায়৷

5️⃣ আকাশ দেখে একাকীত্ব দূর করতে হবে!
একা বসে আকাশের দিকে তাকিয়ে থাকলে ডিপ্রেশন কমে বলছে গবেষণা।

6️⃣ বাবা মার প্রতি শ্রদ্ধাশীল হতে হবে!

7️⃣ পড়াশোনাটা পড়াশোনার মতো করতে হবে!
একটা টার্গেট সেট করে সেটাতে ফোকাস করতে হবে।

8️⃣ বন্ধুদের থেকে নিজেকে সামলিয়ে রাখতে হবে, যাতে বন্ধুত্ব হারিয়ে গেলে নিজেকে ভালো রাখা যায়!

9️⃣ শেষমেশ নিজের জন্য বাঁচতে হবে!
জীবনে অনেক কিছু দেখার বাকি আছে অনেক কিছু অর্জন করা বাকি আছে।
10. Best friend নামক কাউকে না রাখা

প্রিয় লেখক আরিফ আজাদ 🖤🖤অসাধারণ লেখনী তার
05/03/2024

প্রিয় লেখক
আরিফ আজাদ 🖤🖤
অসাধারণ লেখনী তার

05/03/2024

আমার মনে হয় " তুমি চেষ্টা করলে পারবা।"

স্যার এর অনুপ্রেরণা মূলক বাক্য।
জীবনে প্রথম শুনলাম🖤🖤🖤

Address


Telephone

+8801902820332

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ustha khaba posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ustha khaba:

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share