
07/11/2023
মুম্বাইয়ে যা হয়েছে, অগণিতবার অবিশ্বাস্য বলেও কী বুঝানো যাবে? ৯১ রানে ৭ উইকেট তুলে নিয়ে আফগানিস্তানই জয়ের গন্ধ পাচ্ছিল। কিন্তু দৌড়াতে না পারা, ব্যথায় কাতরানো গ্লেন ম্যাক্সওয়েল হার মানেননি। বিগ শোর 'ওয়ান ম্যান শো' চলতে থাকে। ২০১ রানের অপরাজিত ইনিংসে ম্যাক্সওয়েলের মাতলামিতে অস্ট্রেলিয়া পেয়ে যায় অবিশ্বাস্য জয়!