
01/08/2025
বুঝি না, আমি তোমার কে!
যত ভালোবাসি, তবুও মনে হয় আমি তোমার কেউ না! তোমার খুনসুটি অভিমানে নিজেকে বড্ড অসহায় লাগে! কোথায় যাবো, ঠিক কার কাছে যাবো, তা ভাবতেই দিশেহারা হয়ে যাই।
আমি বুঝি না, আমি তোমার কে!
যতবার কাছে আসা, যতবার ভালোবাসা, তবুও মনে হয় অতি সামান্য সব। এই যে এত ভালোবাসি, তুমি না থাকলে হতাশায় মুখ থুবড়ে পড়ে থাকি, কোনোকিছুই ভালো লাগে না, এতকিছুর পরেও কেন যেন মনে হয়, আমি তোমার কেউ না!
দিন যত যায়, আমি গভীর হই।
গভীর হতে হতে তোমাতে ডুবে যাই৷ তুমি তো সবই দেখো, আকুলতা দেখো না? হৃদয়ে অসীম শূন্যতার পাহাড় ডিঙিয়ে আমার কাছে তো আসো না! ভালোবাসি বলেও যেন কমতি পড়ে যায়।
আমি বুঝতে পারি না ঠিক, আমি তোমার কে!
এতশত মানুষের ভীড়ে কেন এমন তোমাকেই চাইছি রোজ? কেন তুমি না থাকলে নিজেকে এত একা লাগে? তুমি তো সবই বোঝো, অসীম এ ভালোবাসা বোঝো না?
আমি তোমার কে?
প্রয়োজনে প্রিয়জন, নাকি অবসরে বিনোদন? নাকি ভালোবেসে আগলে রাখা কোনো প্রিয় নাম, বুকের আষ্টেপৃষ্টে জড়িয়ে থাকা দুঃখের নদী, নাকি সুখে কাতর হয়ে থাকা কোনো ভেজা কাক? তবে আমি তোমার কে?
লেখায়:- মোঃ ফাহাদ মিয়া🌼