06/12/2022
🔰"আমি বেকার" এই দুইটা শব্দ কিন্তু শুনা যায় লক্ষ কোটি তরুণ তরুণীর মুখে
🔰এই বেকার থাকার কারণ কি জানেন?
কারণ আপনার মনভাব।
আপনার মনোভাব পরিবর্তন করা হয়েছে ছোটবেলায়, চাকরি করতে হবে এই কথা বলে।
🔰তাই আপনি এখন না পারছেন নিজে ভালো মতো চলতে,না পারছেন কারো মুখে হাসি ফোটাতে। ভাই চাকরির বাইরেও এমন কিছু সেক্টর আছে যেখান থেকে আপনি পারেন লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে।আপনিও পারেন আর দশজনের মত ফ্রীল্যান্সিং করে সব সময় ভালো থাকতে,নিজের ও পরিবারের সব সখ পূরণ করতে।