10/08/2025
পাইকারি দামে কাঠের ঘানিতে ভাঙ্গা কোল্ড প্রেস সরিষার তেল ক্রয় করতে চায়লে যোগাযোগ করবেন।
👉অর্ডার করতে মেসেজ করুন অথবা ফোন করুনঃ
01916-520877 WhatsApp.
সম্পুর্ন কেমিক্যাল মুক্ত খাঁটি সরিসার তেল।
* গ্যাস্টিকসহ বিভিন্ন ধরনের রোগ থেকে বাচার অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম।
বর্তমান সয়াবিন তেলের দামের ঊর্ধ্বগতি মধ্যবিত্ত ও নিম্নবিত্ত শ্রেণির লোকদের দুশ্চিন্তায় ফেলে দিয়েছে। সরিসার তেল সয়াবিন তেলের চেয়ে সাশ্রয়ী। কারণ, যেখানে ২ লিটার সয়াবিন তেল লাগবে সেখানে ১ লিটার সরিসার তেল দিয়ে রান্না করা যাবে। কারণ, সরিসার তেল অধিক সু-স্বাদু।
কাঠের ঘানিতে ভাঙ্গা কোল্ড প্রেস সরিষার তেল এর উপকারীতা।
১.হার্টের কোন তো ক্ষতি হয়ই না, বরং হার্ট রোগাক্রান্ত হওয়ার সম্ভাবনা আরও কমায়।
২.গ্লকোসুনোলেট এবং মিরোসিনেস নামে দুটি উপাদান শরীরে ক্যান্সার সেলের বৃদ্ধি আটকাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।
৩.শ্বাসকষ্ট কমাতে সরিষার তেলের কোনও বিকল্প হয় না।
৪.আর্থ্রাইটিস রোগের কষ্ট কমায়,
মানে যাঁরা হাড়ের রোগ ভুগছেন, তাদের প্রতিদিন সরিষার তেলের রান্না খাওয়া উচিত।
৫. রোগ প্রতিরোধ ক্ষমতার বাড়ায়।
৬.মাইগ্রেনের কষ্ট কমায়।
৭.হজম শক্তি বাড়ানো সহ পেটের বিভিন্ন রোগ থেকে দূরে রাখে।
৮.উচ্চ রক্তচাপ মানে ব্লাড প্রেসার নিয়ন্ত্রণে রাখতে সাহায্য
করে।
৯. ক্যান্সারের ঝুঁকি কমায়।
১০. সর্দি কাশি থেকে উপকার পাওয়া যায়।
🌺🌺 তাই সয়াবিন তেল পরিহার করে প্রতিদিন রান্নায় খাঁটি সরিষার তেল খাওয়ার অভ্যাস গড়ে তুলুন,
অসুস্থতার ঝুঁকি কমিয়ে নিজে ফিট ও সুস্থ্য থাকুন পরিবারের সকলকে সুস্থ্য রাখুন।
মোঃ রহমতুল্ল্যাহ সরদার (মিলন মাস্টার)
সাবেক ব্যাংকার ও শিক্ষক,
শিক্ষাগত যোগ্যতাঃ LLB
নিজ জেলা সাতক্ষীরা।
পেজঃ Gramer bazar- গ্রামের বাজার