24/10/2025
📌বাচ্চাদের স্কীনের সংক্রমণ – "Impetigo / বায়ান্নোটি ঘা" নিয়ে ভুল করবেন না!
আপনার শিশুর মুখ বা হাতে হঠাৎ হলুদাভ পাতলা চাকা বা ফোস্কা উঠেছে? সেটা চুলকাচ্ছে বা পানি বের হচ্ছে? এটা হতে পারে Impetigo — শিশুর ত্বকে খুব সাধারণ কিন্তু ছোঁয়াচে একটি ব্যাকটেরিয়াল ইনফেকশন।
🔍কেন হয়?
👉 খোঁচানো ঘা, দাগ, মশার কামড় বা চুলকানো জায়গায় ব্যাকটেরিয়া (Staph/Strep) ঢুকে পড়ে।
👉 কম পরিচ্ছন্নতা ও গরম-আর্দ্র আবহাওয়ায় ঝুঁকি বেশি।
👶 কোন বয়সে বেশি হয়?
👉 ২–৭ বছর বয়সী বাচ্চাদের মধ্যে বেশি দেখা যায়।
👉 স্কুল বা ডে-কেয়ারে ছড়িয়ে পড়ার ঝুঁকি থাকে।
❌সাধারণ ভুল ধারণা:
– এটা গরমের ঘা!
– মলম দিলেই ঠিক হয়ে যাবে!
– বাড়িতে চিকিৎসা করলেই হবে!
✅সঠিক করণীয়:
✔ চিকিৎসকের পরামর্শে অ্যান্টিবায়োটিক ও মলম ব্যবহার করুন
✔ ইনফেকশনের সময় শিশুকে স্কুলে পাঠাবেন না
✔ হাত ধোয়া ও নখ কাটা রাখুন
✔ ঘা খোঁচাতে দেবেন না
🚫যা করবেন না:
✖ ইচ্ছেমতো অ্যান্টিবায়োটিক ব্যবহার
✖ ঘরোয়া টোটকা দিয়ে ঘা ঢাকার চেষ্টা
✖ অন্য শিশুদের সংস্পর্শে আনা
সতর্ক থাকুন, শিশুকে সংক্রমণ থেকে রক্ষা করুন।
ডাঃ মোঃ আবুল বাশার আরমান
শিশু রোগ চিকিৎসক
#শিশু_স্বাস্থ্য #চর্ম_রোগ