SaMi420.bd 2.0

SaMi420.bd 2.0 Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from SaMi420.bd 2.0, Digital creator, Satkhira.

18/06/2024

খোরদো অ্যালামনাই কাপ- ২০২৪। স্থান- খোরদো বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণ, কলারোয়া, সাতক্ষীরা। সরাসরি সম্প্রচার : নবকিরণ (০১৭৪৭৫৩৯৮৮২)

 : প্রেডিকশন করো আজকের ম্যাচে কোন দেশ জয়ী হবে আর জিতে নাও আকর্ষণীয় একটি বই 😱𝐀𝐬𝐢𝐚 𝐂𝐮𝐩 𝟐𝟎𝟐𝟑 𝐒𝐮𝐩𝐞𝐫 𝟒 এর দ্বিতীয় ম্যাচে আজ ম...
09/09/2023

: প্রেডিকশন করো আজকের ম্যাচে কোন দেশ জয়ী হবে আর জিতে নাও আকর্ষণীয় একটি বই 😱

𝐀𝐬𝐢𝐚 𝐂𝐮𝐩 𝟐𝟎𝟐𝟑 𝐒𝐮𝐩𝐞𝐫 𝟒 এর দ্বিতীয় ম্যাচে আজ মাঠে নামবে প্রিয় দেশ বাংলাদেশ। অন্যদিকে থাকবে সহ স্বাগতিক দেশ শ্রীলঙ্কা। গ্রুপ পর্বের ম্যাচে শ্রীলঙ্কার কাছে ৫ উইকেটে হেরেছিলো বাংলাদেশ। তবে আজকের খেলা দিয়ে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ, জয় নিয়ে ফাইনালের আশা বাঁচিয়ে রাখতে চায় আরো একবার। বাংলাদেশ কি পারবে আজকের ম্যাচে জয় ছিনিয়ে আনতে? না কি শ্রীলঙ্কার কাছে অসহায় আত্মসমর্পণ করে আবারো হতাশ করবে আমাদের? জানিয়ে দান কমেন্টে আর জিতে নাও আকর্ষণীয় একটি বই উপহার।

নিয়মাবলিঃ
☞ দুপুর ১ঃ৩০ থেকে প্রেডিকশন শুরু হয়ে চলবে বিকাল ৫ঃ৩০ পর্যন্ত। এরপর প্রেডিকশন করলে সেটা গ্রহণযোগ্য হবে না।
☞ একটি আইডি থেকে একটি প্রেডিকশন (প্রথমটি) গ্রহণ করা হবে৷
☞ পোষ্টে কমেন্ট করে প্রেডিকশন করতে হবে।
☞ কমপক্ষে ২ জন বন্ধুকে কমেন্টে মেনশন করতে হবে৷
☞ পোষ্ট টি নিজের টাইমলাইনে শেয়ার করতে হবে৷

পুরষ্কারঃ
★ প্রতিটা ম্যাচের জন্য একটি করে বই (পরিচালকের সিদ্ধান্ত অনুযায়ী)।
★ টুর্নামেন্টের সর্বোচ্চ সঠিক প্রেডিকশন দাতার জন্য আকর্ষনীয় বই ও শিক্ষা সামগ্রী।

[বিঃদ্রঃ একাধিক ব্যক্তির প্রেডিকশন মিলে গেলে লটারির মাধ্যমে বিজয়ী নির্বাচন করা হবে।]

অভিনন্দন ❤️। 𝐀𝐬𝐢𝐚 𝐂𝐮𝐩 𝟐𝟎𝟐𝟑 উপলক্ষে আমার পেজে চলমান প্রেডিকশনে অংশ নিয়ে তৃতীয় দিনের বিজয়ী দিদারুল আলম।দিদারুল আলমের কাছে ...
09/09/2023

অভিনন্দন ❤️।
𝐀𝐬𝐢𝐚 𝐂𝐮𝐩 𝟐𝟎𝟐𝟑 উপলক্ষে আমার পেজে চলমান প্রেডিকশনে অংশ নিয়ে তৃতীয় দিনের বিজয়ী দিদারুল আলম।
দিদারুল আলমের কাছে পৌঁছে যাবে তৃতীয় দিনের উপহার "জাতীয় কবি কাজী নজরুল ইসলাম" এঁর লেখা "দোলন চাঁপা" বইটি।

#𝐂𝐎𝐍𝐓𝐄𝐒𝐓𝟎𝟑

অভিনন্দন ❤️। 𝐀𝐬𝐢𝐚 𝐂𝐮𝐩 𝟐𝟎𝟐𝟑 উপলক্ষে আমার পেজে চলমান প্রেডিকশনে অংশ নিয়ে প্রথম দিনের বিজয়ী অর্নব।অর্নবের কাছে পৌঁছে যাবে প...
07/09/2023

অভিনন্দন ❤️।
𝐀𝐬𝐢𝐚 𝐂𝐮𝐩 𝟐𝟎𝟐𝟑 উপলক্ষে আমার পেজে চলমান প্রেডিকশনে অংশ নিয়ে প্রথম দিনের বিজয়ী অর্নব।
অর্নবের কাছে পৌঁছে যাবে প্রথম দিনের উপহার "জাতীয় কবি কাজী নজরুল ইসলাম" এঁর লেখা "সন্ধ্যা" বইটি।

  উপলক্ষে আমার পেজে চলমান 𝐏𝐫𝐞𝐝𝐢𝐜𝐭𝐢𝐨𝐧 রাউন্ড যারা অংশগ্রহণ করে সঠিক উত্তর দিয়েছেন তাদের জন্য সুখবর। আমরা 𝐏𝐫𝐞𝐝𝐢𝐜𝐭𝐢𝐨𝐧 𝟏,𝟑,𝟒...
06/09/2023

উপলক্ষে আমার পেজে চলমান 𝐏𝐫𝐞𝐝𝐢𝐜𝐭𝐢𝐨𝐧 রাউন্ড যারা অংশগ্রহণ করে সঠিক উত্তর দিয়েছেন তাদের জন্য সুখবর। আমরা 𝐏𝐫𝐞𝐝𝐢𝐜𝐭𝐢𝐨𝐧 𝟏,𝟑,𝟒 এর সঠিক উত্তর দাতাদের মধ্য থেকে ভাগ্যবান বিজয়ী বেছে নিবো আগামী ৭ সেপ্টেম্বর, বৃহস্পতিবার।
যেহেতু প্রতিটা খেলায় একাধিক ব্যক্তির প্রেডিকশন মিলে গিয়েছিলো তাই নিয়ম অনুযায়ী লটারির মাধ্যমে বিজয়ী নিশ্চিত করবো ইনশাআল্লাহ। স্বচ্ছতার জন্য সম্পূর্ণ লটারি প্রক্রিয়া লাইভে সম্প্রচার করা হবে ইনশাআল্লাহ।
তারিখঃ ৭ সেপ্টেম্বর ২০২৩
বারঃ বৃহস্পতিবার
সময়ঃ সন্ধ্যা ৭ঃ০০ টা
যারা সঠিক উত্তর দিয়েছিলেন তারা অবশ্যই লাইভে যুক্ত থাকবেন ও বন্ধুদের ইনভাইট করে জানিয়ে দিবেন লাইভের বিষয়ে। লাইভ এই পেজ থেকে সরাসরি সম্প্রচার করা হবে ইনশাআল্লাহ।

[বিঃদ্রঃ পরবর্তী ম্যাচগুলোর জন্য প্রেডিকশনের বিষয়ে বিশেষ উপহার সম্পর্কে লাইভে জানানো হবে ইনশাআল্লাহ।]

 : প্রেডিকশন করো আজকের ম্যাচে কোন দেশ জয়ী হবে আর জিতে নাও আকর্ষণীয় একটি বই 😱𝐀𝐬𝐢𝐚 𝐂𝐮𝐩 𝟐𝟎𝟐𝟑 𝐒𝐮𝐩𝐞𝐫 𝟒 এর প্রথম ম্যাচে আজ মাঠ...
06/09/2023

: প্রেডিকশন করো আজকের ম্যাচে কোন দেশ জয়ী হবে আর জিতে নাও আকর্ষণীয় একটি বই 😱

𝐀𝐬𝐢𝐚 𝐂𝐮𝐩 𝟐𝟎𝟐𝟑 𝐒𝐮𝐩𝐞𝐫 𝟒 এর প্রথম ম্যাচে আজ মাঠে নামবে প্রিয় বাংলাদেশ। অন্যদিকে থাকবে স্বাগতিক দেশ পাকিস্তান। বাংলাদেশ কি পারবে পাকিস্তানের গতিশীল পেচ অ্যাটাক কে মোকাবিলা করতে? না কি বাংলাদেশর গতির কাছে পরাস্ত হবে পাকিস্তান একাদশ? জানিয়ে দান কমেন্টে আর জিতে নাও আকর্ষণীয় একটি বই উপহার।

নিয়মাবলিঃ
☞ প্রথম ইনিংসের প্রথম ২৫ ওভার শেষ হওয়ার সাথে সাথে প্রেডিকশন বন্ধ হয়ে যাবে। এরপর প্রেডিকশন করলে সেটা গ্রহণযোগ্য হবে না।
☞ একটি আইডি থেকে একটি প্রেডিকশন (প্রথমটি) গ্রহণ করা হবে৷
☞ পোষ্টে কমেন্ট করে প্রেডিকশন করতে হবে।
☞ কমপক্ষে ২ জন বন্ধুকে কমেন্টে মেনশন করতে হবে৷
☞ পোষ্ট টি নিজের টাইমলাইনে শেয়ার করতে হবে৷

পুরষ্কারঃ
★ প্রতিটা ম্যাচের জন্য একটি করে বই (পরিচালকের সিদ্ধান্ত অনুযায়ী)।
★ টুর্নামেন্টের সর্বোচ্চ সঠিক প্রেডিকশন দাতার জন্য আকর্ষনীয় বই ও শিক্ষা সামগ্রী।

[বিঃদ্রঃ একাধিক ব্যক্তির প্রেডিকশন মিলে গেলে লটারির মাধ্যমে বিজয়ী নির্বাচন করা হবে।]

05/09/2023

HSC 2025 ব্যাচ, কে কোন কলেজের জন্য সিলেক্ট হলে?
কমেন্ট করে জানিয়ে দাও...

বিনম্র শ্রদ্ধার সাথে স্মরণ করছি বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্সনায়েক নূর মোহাম্মদ শেখ কে। ১৯৭১ সালের ৫ সেপ্টেম্বর যশোর জেলার গোয়...
05/09/2023

বিনম্র শ্রদ্ধার সাথে স্মরণ করছি বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্সনায়েক নূর মোহাম্মদ শেখ কে।

১৯৭১ সালের ৫ সেপ্টেম্বর যশোর জেলার গোয়ালহাটি গ্রামে পাক হানাদার বাহিনীর সঙ্গে সম্মুখ যুদ্ধে শাহাদাত বরণ করেন ল্যান্সনায়েক নূর মোহাম্মদ শেখ। এদিন পাকিস্তানি হানাদার বাহিনীকে প্রতিরোধ এবং দলীয় সঙ্গীদের জীবন ও অস্ত্র রক্ষা করতে যেয়ে শহীদ হন তিনি। মুক্তিযুদ্ধে অবদানের স্বীকৃতি স্বরূপ তাকে "বীরশ্রেষ্ঠ" খেতাবে ভূষিত করা হয়।

𝐀𝐬𝐢𝐚 𝐂𝐮𝐩 𝟐𝟎𝟐𝟑 গ্রুপ পর্বের ম্যাচ শেষে প্রেডিকশন করে যারা বিজয়ী হবেন তাদের জন্য জাতীয় কবি "কাজী নজরুল ইসলাম" এঁর লেখা বই ...
04/09/2023

𝐀𝐬𝐢𝐚 𝐂𝐮𝐩 𝟐𝟎𝟐𝟑 গ্রুপ পর্বের ম্যাচ শেষে প্রেডিকশন করে যারা বিজয়ী হবেন তাদের জন্য জাতীয় কবি "কাজী নজরুল ইসলাম" এঁর লেখা বই থাকছে উপহার হিসেবে।
বই উপহার পেতে প্রতি দিনের প্রেডিকশনে অংশগ্রহণ করুন ও পেজটি ফলো করে সাথে থাকুন।

𝑪𝒐𝒏𝒈𝒓𝒂𝒕𝒖𝒍𝒂𝒕𝒊𝒐𝒏𝒔 বাংলাদেশ 🇧🇩 ❤️ ও বাংলাদেশ কে সমর্থন করে প্রেডিকশন করা সকলকে। 👏👏তোমাদের উপহারের বই রেডি আছে। লাইভে এসে ড্...
03/09/2023

𝑪𝒐𝒏𝒈𝒓𝒂𝒕𝒖𝒍𝒂𝒕𝒊𝒐𝒏𝒔 বাংলাদেশ 🇧🇩 ❤️ ও বাংলাদেশ কে সমর্থন করে প্রেডিকশন করা সকলকে। 👏👏
তোমাদের উপহারের বই রেডি আছে। লাইভে এসে ড্র করবো এবং বিজয়ীর নাম ঘোষণা করবো ইনশাআল্লাহ। আপাতত এনজয় করো 🥰🥰

 : প্রেডিকশন করো আজকের ম্যাচে কোন দেশ জয়ী হবে আর জিতে নাও আকর্ষণীয় একটি বই 😱𝐀𝐬𝐢𝐚 𝐂𝐮𝐩 𝟐𝟎𝟐𝟑 𝐒𝐮𝐩𝐞𝐫 𝟒 যাওয়ার শেষ সুযোগে আজ ম...
03/09/2023

: প্রেডিকশন করো আজকের ম্যাচে কোন দেশ জয়ী হবে আর জিতে নাও আকর্ষণীয় একটি বই 😱

𝐀𝐬𝐢𝐚 𝐂𝐮𝐩 𝟐𝟎𝟐𝟑 𝐒𝐮𝐩𝐞𝐫 𝟒 যাওয়ার শেষ সুযোগে আজ মাঠে নামবে বাংলাদেশ। অন্যদিকে এবারের আসরে আজই প্রথম মাঠে নামছে আফগানিস্তান। বাংলাদেশ কি পারবে আফগানিস্তানের স্পিনকে মোকাবিলা করতে? না কি বাংলাদেশর গতির কাছে পরাস্ত হবে আফগান একাদশ? জানিয়ে দান কমেন্টে আর জিতে নাও আকর্ষণীয় একটি বই উপহার।

নিয়মাবলিঃ
☞ প্রথম ইনিংসের প্রথম ২৫ ওভার শেষ হওয়ার সাথে সাথে প্রেডিকশন বন্ধ হয়ে যাবে। এরপর প্রেডিকশন করলে সেটা গ্রহণযোগ্য হবে না।
☞ একটি আইডি থেকে একটি প্রেডিকশন (প্রথমটি) গ্রহণ করা হবে৷
☞ পোষ্টে কমেন্ট করে প্রেডিকশন করতে হবে।
☞ কমপক্ষে ২ জন বন্ধুকে কমেন্টে মেনশন করতে হবে৷
☞ পোষ্ট টি নিজের টাইমলাইনে শেয়ার করতে হবে৷

পুরষ্কারঃ
★ প্রতিটা ম্যাচের জন্য একটি করে বই (পরিচালকের সিদ্ধান্ত অনুযায়ী)।
★ টুর্নামেন্টের সর্বোচ্চ সঠিক প্রেডিকশন দাতার জন্য আকর্ষনীয় বই ও শিক্ষা সামগ্রী।

[বিঃদ্রঃ একাধিক ব্যক্তির প্রেডিকশন মিলে গেলে লটারির মাধ্যমে বিজয়ী নির্বাচন করা হবে।]

𝐇𝐒𝐂 𝟐𝟎𝟐𝟓 ব্যাচের আগস্ট (২০২৩) মাস শেষে অর্ধ-মাসিক ও মাসিক পরীক্ষা অনুযায়ী প্রথম ১০ স্থানে থাকা শিক্ষার্থীদের নামের তালিক...
02/09/2023

𝐇𝐒𝐂 𝟐𝟎𝟐𝟓 ব্যাচের আগস্ট (২০২৩) মাস শেষে অর্ধ-মাসিক ও মাসিক পরীক্ষা অনুযায়ী প্রথম ১০ স্থানে থাকা শিক্ষার্থীদের নামের তালিক।
ইনশাআল্লাহ প্রতি মাসের প্রথম সপ্তাহে এভাবে শিক্ষার্থীদের নামের তালিকা প্রকাশ করা হবে৷

Address

Satkhira
9441

Website

Alerts

Be the first to know and let us send you an email when SaMi420.bd 2.0 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share