Online shop

Online shop জীবনে তাকে নিয়ে সুখি থাকতে শিখো যে তোমাকে পেয়ে আর অন্য কাউকে চাইবে না
Freelancer Gazi MD Abdur RAhim

💥💥আজকের আপডেট প্রিন্ট শার্ট 💥💥✨*Casual full Sleeve Print Shirt* ✨🔵 Fabrics : Garments Cotton✔️ Color and quality 100% gu...
27/10/2024

💥💥আজকের আপডেট প্রিন্ট শার্ট 💥💥

✨*Casual full Sleeve Print Shirt* ✨

🔵 Fabrics : Garments Cotton
✔️ Color and quality 100% guarantee
✔️ Washable and comfortable
✔️ Fashionable Shirt
✔️ Styling & Slim Fit
✔️ Color: As given picture

🔵 Size:- M.L.XL

🔹 M : (Chest-38" inch, Length-28" inch)
🔹 L : (Chest-40" inch, Length-29" inch)
🔹 XL : (Chest-42" inch, Length-30" inch)

Good News Good News..🔥🔥🔥🔴 H.S.C পরিক্ষার্থীদের জন্য অনেক বড় সুযোগ🥰⏩পরিক্ষা শেষ তো অবসর সময়কে ফ্রিল্যান্সিং সেক্টরে কাজে ...
17/10/2023

Good News Good News..🔥🔥🔥
🔴 H.S.C পরিক্ষার্থীদের জন্য অনেক বড় সুযোগ🥰
⏩পরিক্ষা শেষ তো অবসর সময়কে ফ্রিল্যান্সিং সেক্টরে কাজে লাগিয়ে নিজের হাত খরচের টাকা ইনকাম করুন💴💴
এই সময় নিজের স্কিল ডেভেলপমেন্ট করে অনলাইনে কাজ করে সময় কে সৎব্যবহার করে ইচ্ছে মতো ইনকাম করুন💴
পরিক্ষা শেষ হবার সাথে সাথে ফ্রিল্যান্সিং সেক্টরে যুক্ত হয়ে যান।
সবার জন্য শুভ কামনা রইলো Upcoming Freelancer 🖥️

Freelancer দের ১০ টি বৈশিষ্ট্যঃ১। সবকিছুর চাইতে Buyer Work বেশিগুরুত্বপূর্ণ মনে করেন। ২। এরা ঘুমায় সকাল ৭-৮ টায় উঠেসকাল ...
10/10/2023

Freelancer দের ১০ টি বৈশিষ্ট্যঃ
১। সবকিছুর চাইতে Buyer Work বেশি
গুরুত্বপূর্ণ মনে করেন।
২। এরা ঘুমায় সকাল ৭-৮ টায় উঠে
সকাল ১১-০১টায়।
৩। এদের প্রধান উক্তি, “Money Can Buy
Happiness"
৪। এরা ঘুঘুর মত একটানা 8-12 ঘন্টা
পিসির সামনে বসে থাকতে
পারবে।
৫। এরা খাবার ব্যতিত থাকতে
পারবে বাট নেট ব্যতিত ১ মিনিট
থাকতে পারবে না।
৬। কাজ করার সময় যদি এদেরকে কফি
দেওয়া হয় কফি কখন যে শরবত হয়ে
যায় এরা নিজেরাও জানে না।
৭। এরা সাধারনত শান্ত প্রকৃতির হয়।
৮। এদের মোবাইলে কখনোই চার্জ
থাকে না।
৯। এরা যখন কোন কাজ করে তখন যদি
এদের পাশে বিশ্বযুদ্ধও হয় তা বুঝতে
পারে না।
১০। যে কোন উপলক্ষ যে কোন বিশেষ
দিন সব দিনেই এরা কাজ করে।
❤️❤️❤️

আমি ও সেম 🥱

06/10/2023

ফ্রী ল্যান্সিং করতে গেলে অবশ্যই দুইটা গুন আপনার মধ্যে ধারণ করতে হবে,,

১. নতুন নতুন বিষয় শেখার আগ্রহ।
২. ধর্য্য নিয়ে কাজ করার আগ্রহ।

দুইটা বিষয় আপনার মধ্যে থাকলে সফলতা সুনিশ্চিত, ইনশাআল্লাহ 🌺🥰


04/10/2023

Happy Freelancing work 🌺🥀





আসসালামুয়ালাইকুম 🧕যারা ফ্রিলান্সিং করতে চান, কিন্তু পরে পিছিয়ে যান তাদের তিনটা সমস্যা খুবই লক্ষনীয় -১.পরিবার চায়না।।২.আ...
03/10/2023

আসসালামুয়ালাইকুম 🧕
যারা ফ্রিলান্সিং করতে চান, কিন্তু পরে পিছিয়ে যান তাদের তিনটা সমস্যা খুবই লক্ষনীয় -
১.পরিবার চায়না।।
২.আমার তো টাকা নেই।।
৩.আমি কি পারব??
তো তাদের জন্য বলছি-
১.পরিবার চায়না:পরিবার চায়না ঠিক আছে কিন্তু পরিবার কে মানিয়ে নিতে হবে।
আচ্ছা আপনি যে মোবাইল ফোন চালান সেই মোবাইল ফোন প্রথম যখন পরিবারের কাছ থেকে চান তখন তাদের reaction কেমন ছিল?
আপনি যে রিলেশন করেন সেটা কি আপনার পরিবার চায়?
আপনি যখন কিছু করবেন তখনই তো আপনার পরিবার আপনাকে Support করবে..তো ঐ যে Support টা ওইটা পাওয়ার জন্যই তো আপনাকে কিছু একটা করতে হবে😊
২.আমার তো টাকা নেইঃ ভাই টাকা তো আমার ও ছিল না আমি তো জোগাড় করছি..আপনাকেও করতে হবে . এখন পরিবার ও support করছে😇।
আপনি বন্ধুদের সাথে পার্টি করার জন্য বা কোনো ট্যুরে যাওয়ার জন্য টাকা যোগাড় করতে পারেন ।
কিন্তু আপনার নিজের ক্যারিয়ার গড়ার জন্য কষ্ট করতে চান না ।
সময় টাকে কাজে লাগান।
৩.আমি কি পারব? এই কথাটা কখনো মাথায় আনবেন না যে আমি কি পারব? সব সময় ভাববেন অন্য কেউ যদি পারে তাহলে আমি কেন পারব না??তার থেকে তো আমার কিছুতে কমতি নেই...শুধু এতটুকু ভাববেন এই ফ্রিলান্সিং সেক্টরে যদি একজন ব্যক্তি সফল হয় তাহলে সেই একজন ব্যক্তিই হবেন আপনি..যদি নিজের প্রতি আর আামাদের প্রতি একটু বিশ্বাস রাখেন তাহলে আপনাকে সফলতার দ্বারে যাওয়া লাগবে না...সফলতা আপনার কাছে এসে ধরা দিবে🥰🥰
তাই যারা এখন ও সিধান্ত নিতে পারছেন না তাদের বলি সময় আছে সময়টাকে কাজে লাগান.....

👩‍🏫ফ্রিল্যান্সিং শিখার জন্য কোনো হেল্প বা গাইডলাইন দরকার হলে আমাকে ইনবক্স করতে পারেন। আমার সাধ্যমত ফ্রিল্যান্সিং শিখতে সাহায্য করার 💪 চেষ্টা করবো ইনশা-আল্লাহ।

ধন্যবাদ 💝

🥰
Everyone

HSC পরিক্ষা শেষ হওয়ার পরে কারা ফ্রিল্যান্সিং এর কাজ শিখতে আগ্রহী।তাদেরকে দেখতে চাই? ✋🔰 (১) ফ্রিল্যান্সিং কী❓উ: ফ্রিল্যান...
29/09/2023

HSC পরিক্ষা শেষ হওয়ার পরে কারা ফ্রিল্যান্সিং এর কাজ শিখতে আগ্রহী।

তাদেরকে দেখতে চাই? ✋

🔰 (১) ফ্রিল্যান্সিং কী❓
উ: ফ্রিল্যান্সিং হলো স্বাধীন বা মুক্তপেশা। যদি নিজের মনের ভাষায় বলতে চাই তাহলে এর অর্থ দাড়ায়:- আমরা কোনো প্রতিষ্ঠানের আওতায় না থেকে নিজের ইচ্ছে মতো যেকোনো সময় অর্থের বিনিময়ে যে কাজ করি তাকেই মুলত ফ্রিল্যান্সিং বলে।
🔰 (২)ফ্রিল্যান্সিং কেনো করব❓
উ: আমাদের জীবনে চলার পথে অর্থের💸প্রয়োজন। আর অর্থ আয়ের জন্য ফ্রিল্যান্সিং হতে পারে খুব ভালো একটি সুযোগ।
🔰 (৩)ফ্রিল্যান্সিং করতে কি কি প্রয়োজন❓
উ: ফ্রিল্যান্সিং করার জন্য লাগে ল্যাপটপ 💻 অথবা একটি স্মার্ট ফোন📱।
🔰 (৪)ফোন দিয়ে কী ফ্রিল্যান্সিং করতে পারব❓
উ: হ্যাঁ, অবশ্যই পারবেন। আপনার হাতে থাকা স্মার্ট ফোন দিয়ে কাজ করতে পারবেন।
🔰 (৫) আমি কি ফ্রিল্যান্সিং করতে পারব❓
উ: হ্যাঁ, অবশ্যই পারবেন। কেনো পারবেন না একজন চটপটি বিক্রেতা যদি সফল ফ্রিলান্সার হতে পারে তাহলে আপনি কেনো পারবেন না☹️। আপনিও পারবেন। তাহলে আর দেড়ি কেনো। শুরু করে দিন আজকে এখনই। কারন আজ আপনি বসে কিছু আনন্দ পওয়ার জন্য সময় নষ্ট করবেন আর আপনার বন্ধু সেই সময়টা কাজে লাগিয়ে এগিয়ে যাবে।

বিস্তারিত জানতে ইনবক্স করুন।

“Don’t waste your time. Let’s start your freelancing life”




29/09/2023

➡️আপনি কি সোশ্যাল মিডিয়া ব্যবহার করে নিজের সময় ও ইন্টারনেট ব্যয় করছেন?

➡️Facebook, YouTube, Instagram, imo, WhatsApp, ইত্যাদি apps গুলো নিজের বিনোদনের জন্য ব্যবহার না করে ইনকাম এর জন্য ব্যবহার করুন।

📱💻ডিজিটাল মার্কেটিং কোর্স করার মাধ্যমে নিজের high skill development করে সোশ্যাল মিডিয়াগুলোকে ব্যবহার করে নিজের একটি ইনকাম সোর্স দাড় করাতে পারেন।

আর দেরি কিসের !! এখনই ইনবক্স করেন বিস্তারিত জানতে।।






আজ ১২-ই রবিউল আউয়াল। আমাদের কলিজা প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি -এর শুভ জন্মদিন বা পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী...
28/09/2023

আজ ১২-ই রবিউল আউয়াল।
আমাদের কলিজা প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি -এর শুভ জন্মদিন বা পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী। 🇸🇦❤️

Address

Debhata , Satkhira , Khulna
Satkhira
9400

Telephone

+8801949051609

Website

Alerts

Be the first to know and let us send you an email when Online shop posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share