24/10/2025
আমার শর্ট ফিল্ম "360 LIFE"
Cinemaking international film festival এ Selected হয়েছে🥹🙏। আমার জন্য সবাই দোয়া করবেন।
আমার জন্য সবাই দোয়া করবেন 💜। তবে আমার আত্মার সবচেয়ে কাছের শর্ট ফিল্ম হচ্ছে "Reflected " ।
হাল মোটামুটি ছেড়ে দিয়েছিলাম "60 SECONDS"
শর্ট ফিল্মের স্ক্রিপ্ট লেখার পর সেটার শুটিং কিছুদূর করে উঠতে পারি বাকিটুকু করে উঠতে পারি নাই অভিনেতার অভাবে। হাল ছেড়ে দিয়েছিলাম তারপর বিকল্প হিসেবে বানালাম "Reflected "শর্ট ফিল্মটা তারপর পর্যায়ক্রমে বানালাম "360 LIFE "।
অভিনেতা হিসেবে ছিল Anam Sarder আমার তিন বছর বয়সী মামাতো ভাই এবং আমার বন্ধু আব্দুল্লাহ।
Anam Sarder অদৃশ্য তারা Mohammad Abdulla
তোরা এখন ইন্টারন্যাশনাল লেভেলে পৌঁছে গেছিস 💜🙏
ধন্যবাদ তোদেরকে আমার পাশে থাকার জন্য।