Rupkothar Golpo Kobita

Rupkothar Golpo Kobita হারিয়ে যেতে আমার ভীষন ভয় যে প্রিয়,,কারন আমি যে ছেড়ে যেতে অভ্যস্ত নয়।

27/09/2025

যত্নের অভাবে সম্পর্ক টা কেমন যেন একটা ধূসর রং ধারন করেছে।
খুব কষ্ট হয় মেনে নিতে যে, এমন কিছুর জন্য কি এত অপেক্ষা ছিল?

07/09/2025

ইয়া আল্লাহ,,তুমি সবকিছু দেখতে পাচ্ছো,তুমি অন্তর্যামী, কেন প্রতিটা দিন নতুন করে কষ্ট পাই।
কেন প্রতিটা দিন চোখের জলে বুক ভাসে।
কেন এত অপমান নিয়ে বেঁচে থাকতে হচ্ছে।
ইয়া দয়াময় তুমি আমাকে নিয়ে যাও আর পারছি না।
একমাত্র তুমি ছাড়া আমাকে বোঝার বা আমার বলার কোন জায়গা নেই মাওলা।
তুমিই আমার শ্রেষ্ঠ অভিভাবক।
দয়া করো প্রভু।

যতই দিন যায় ততই কাছের মানুষদের চেনা মুখ গুলো অপরিচিত হয়ে উঠছে। শত আঘাত পেয়েও পরিবর্তন হতে পারলাম না বাট মানুষ কেন এত পরি...
07/09/2025

যতই দিন যায় ততই কাছের মানুষদের চেনা মুখ গুলো অপরিচিত হয়ে উঠছে।
শত আঘাত পেয়েও পরিবর্তন হতে পারলাম না বাট মানুষ কেন এত পরিবর্তন হয়?
পৃথিবীতে অর্থ থাকলে স্বার্থের জন্য সবাই আপন থাকে।

26/08/2025

মানুষ বড়ই অদ্ভুত কখন কি আচারন করে সে নিজেই টের পাই না।

26/08/2025

মানুষের মন আর ফুলের পাপড়ী দুটোই নরম, একটু যত্ন পেলে ফোটে আবার একটু অবহেলায় ঝরে যায়।

23/08/2025

প্রবাসে আয় হয় প্রচুর টাকার বাট খরচ হয় বয়স আর জীবনের সেরা মুহূর্ত গুলোর যা, অর্জিত টাকা দিয়েই একটা ন্যানো সেকেন্ডও ফিরিয়ে আনা পসিবল না।

23/08/2025
19/08/2025

হে দয়াময় জীবনের গল্পটা তো অন্যরকম হইতে পারতো,
জানিনা তোমার কোন লিলা খেলা হচ্ছে।
ঠিক আর কতটা অপমান লাঞ্চনা গঞ্জনা সহ্য করলে একদিন সব শেষ হবে।
আর পারছিনা গো দয়াময়, আমি খুব ক্লান্ত হে রহমান একটু দয়া করো না মাবুদ।

13/08/2025

কিছু মানুষ অতিথী পাখি শিকার করতে যেয়ে পোষা পাখিটি হারিয়ে ফেলে। না হলে তাকে জীবন্ত লাশ বানিয়ে দেয়।

11/08/2025

চাইলেই তো অনেক কিছু করা যায় প্রতিশোধ স্বরুপ, বাট ইচ্ছে করে হেরে যাওয়া, ইচ্ছে করে পরাজয় বরন করার মধ্যেও যে একটা গভীর ভালবাসা লুকিয়ে থাকে সেটা বোঝেও বা কয়জন আর যদি কেউ বোঝে তাহলে তো সেই ব্যক্তিই হয় পৃথিবীতে অনেক ভাগ্যবান বা ভাগ্যবর্তী।

07/08/2025

এমন কিছু কষ্ট আছে যা, মৃত্যুর থেকেও যন্ত্রনা দায়ক।
হে মাবুদ আর পরীক্ষা নিওনা আমি খুব ক্লান্ত হয়ে গেছি,
রহম করো গো মাওলা।

শারিরীক ও মানষিক ভাবে খুবই অসুস্থ হয়ে যাচ্ছি।
03/08/2025

শারিরীক ও মানষিক ভাবে খুবই অসুস্থ হয়ে যাচ্ছি।

Address

Satkhira

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rupkothar Golpo Kobita posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Rupkothar Golpo Kobita:

Share

Category