
25/04/2024
মাঝে মাঝে একাকিত্ব তাও ভীষণ সুন্দর। নিজেকে স্ট্রং করা যায়, নিজের মতো করে চলা যায়, নিজেকে স্পেশাল করে সবার সামনে রিপ্রেজেন্ট করা যায়। কোনো নিয়মের গন্ডিতে নিজেকে আবদ্ধ করতে হয় না। মন খারাপ হলে সেই মন খারাপের গল্প গুলো কাউকে শোনানোর তাড়া থাকে না, কাঁদতে চাইলে কাঁদা যায়, মন খুলে হাসাও যায়। সব মিলিয়ে আলাদা একটা জীবন উপভোগ করা যায়। যেখানে নিজেই নিজের সব কিছু।
লেখাঃ তাহমিনা তান্নি
💙