Shahinur Sakib

Shahinur Sakib আল্লাহ চাইলে সব কিছু ঠিক হয়ে যাবে
🥰🥰🥰

মানুষ মূলত একা ' তা সত্যি। কিন্তু মানুষ সবচেয়ে বেশী একা দু:সময়ে।ভালো সময়ে চারপাশে অনেক মানুষ থাকে।হাসি,গল্প, পাশে থাকার ...
29/09/2025

মানুষ মূলত একা ' তা সত্যি। কিন্তু মানুষ সবচেয়ে বেশী একা দু:সময়ে।
ভালো সময়ে চারপাশে অনেক মানুষ থাকে।
হাসি,গল্প, পাশে থাকার আশ্বাস।কিন্তু সময়টা একটু খারাপ হলেই সবাই অদৃশ্য হয়ে যায়।ফোন আসাটা কমে যায়, খোঁজ নেওয়া বন্ধ হয়, যোগাযোগ সংকীর্ণ হয়, এমনকি যারা "সবসময় পাশে থাকবো" বলছিল তারাও দূরে সরে যায়।
আজ নিজেও সেটা অনুভব করেছি। দুঃখের দিনে পাশে থাকার মানুষ খুব কম।যারাই ছিল, তারা শুধু ভালো সময়ের সাথী ছিলো কষ্টের নয়।
তাই এখন বুঝি, খারাপ সময়ে মানুষ একা হয় না, একা হয়ে যেতে শেখে। আর এটাই জীবন।
মানুষ মূলত একা.😊

এইতো জীবন🥹:কিছু আশা–আকাঙ্ক্ষা বাস্তবে কখনোই পূরণ হয় না, তা কেবল দুঃখের কারণ হয়ে দাঁড়ায়! মানুষ জীবনে অনেক স্বপ্ন দেখে...
28/09/2025

এইতো জীবন🥹:
কিছু আশা–আকাঙ্ক্ষা বাস্তবে কখনোই পূরণ হয় না, তা কেবল দুঃখের কারণ হয়ে দাঁড়ায়! মানুষ জীবনে অনেক স্বপ্ন দেখে আর সেই স্বপ্নগুলো পূরণ না হলে, অনেক সময় কষ্ট পায় হতাশায় ভুগে। অনেক স্বপ্ন হয়তো শুরু হয় সুন্দর আশা নিয়ে, কিন্তু বাস্তবতার কঠিন আঘাত সেগুলোকে ভঙ্গুর করে দেয়, যা কেবলই মানসিক কষ্টের কারণ হয়-! মানুষ যখন কোন কিছু অর্জনের জন্য চেষ্টা করে এবং শেষ পর্যন্ত ব্যর্থ হয়, তখন সেই স্বপ্নগুলো শুধুই অপূর্ণতার বেদনা সৃষ্টি করে।আর কিছু স্বপ্ন বাস্তবতার সাথে সংঘাতের ফলে কষ্ট ই জন্ম দেয়.......

:আমার কেবল ইচ্ছে হয় এই ভাঙ্গচুর জীবনের যত দায় সব ফেলে পালিয়ে যাই,মুখ থুবড়ে পড়ে থাকি কোনো গহীন অরণ্যে..!🙃🌼🥀
27/09/2025

:আমার কেবল ইচ্ছে হয় এই ভাঙ্গচুর জীবনের যত দায় সব ফেলে পালিয়ে যাই,
মুখ থুবড়ে পড়ে থাকি কোনো গহীন অরণ্যে..!🙃🌼🥀

26/09/2025

আল্লাহুমা সাল্লি ওয়াসাল্লিম আলা নাবিয়্যিনা মুহাম্মাদ সাঃ
#জুম্মা

ধ্বংসের দিকে তাকিয়ে মুচকি হাসি দেওয়া অদ্ভুত মানুষ আমি!"হয়তো আমি পাগল, হয়তো অনুভূতির ভেতরেই কোনো এক গভীর অতল দুঃখ বাসা বে...
25/09/2025

ধ্বংসের দিকে তাকিয়ে মুচকি হাসি দেওয়া অদ্ভুত মানুষ আমি!"
হয়তো আমি পাগল, হয়তো অনুভূতির ভেতরেই কোনো এক গভীর অতল দুঃখ বাসা বেঁধেছে… তবুও নিজেকে জোর করে হাসাতে শিখে গেছি। যেদিন ভেতরটা একেবারে ভেঙে গিয়েছিল, সেদিনও বাইরে থেকে এক চিলতে হাসির মুখে সবার সামনে দাঁড়িয়েছিলাম। কষ্টগুলোকে আমি বন্ধু বানিয়েছি, একাকিত্বকে আপন করে নিয়েছি।
মানুষ ভাবে আমি হয়তো সুখী, শক্ত, নির্লিপ্ত—কিন্তু তারা জানে না, প্রতিটি রাত আমার একটা লড়াই। নিজেকে নিজেই বুঝিয়ে রাখি, “তুই ভালো আছিস”... অথচ জানি, আমি ভালো নেই। ভেঙে যাচ্ছি প্রতিদিন একটু একটু করে, আর এই ধ্বংস হওয়াটাকেই যেন ভালোবেসে ফেলেছি।
আমি সেই মানুষ, যে হার মানার আগেই হাসে—কারণ জানি, কান্না দেখিয়ে লাভ নেই। পৃথিবী শুধু শক্তদের মনে রাখে, দুর্বলদের নয়। তাই আমি অদ্ভুত, আমি অনুভূতির আগুনে পুড়ে যাওয়া এক নীরব যোদ্ধা।
আমার জীবন কোনো সুখের গল্প নয়—এটা এক নিঃশব্দ বিপ্লব। যেখানে হাসির আড়ালে লুকানো থাকে হাজারো না বলা কথা, ভাঙা স্বপ্ন আর হারিয়ে যাওয়া আমি...🙂💔
#অভিমানী 🥹

ভিতরে ভিতরে সবকিছু গুমরে উঠছে,তবুও মুখে চুপচাপ এক নির্বাক শান্তি,জিবনের এমন বাঁকে দাঁড়িয়ে আছি, যেখানে নিজেকেই চিন্তে কষ্...
24/09/2025

ভিতরে ভিতরে সবকিছু গুমরে উঠছে,তবুও মুখে চুপচাপ এক নির্বাক শান্তি,জিবনের এমন বাঁকে দাঁড়িয়ে আছি, যেখানে নিজেকেই চিন্তে কষ্ট হয়,
না কাঁদতে পারছি,না হাসতে পারছি, শুধু প্রতিদিন নিজের সাথেই একটা যুদ্ধ চলছে,যে খানে আমি হারলেও কেউ জানে না, জিতলেও কেউ দেখে না
ক্লান্ত লাগছে! খুব ক্লান্ত 'শরিল না মন, যে মন সারাক্ষণ ভেবে চলে -
যা ছিল, যা হারিয়েছে, আর যা হওয়ার ছিলো না কখনোই
চারপাশে মানুষ আছে,আলো আছে শব্দ আছে, তবুও মনে হয়, আমি এক অদৃশ্য অন্ধকারে ঢুকে গেছি,
যেখান থেকে বেরিয়ে আসার পথ খুঁজে পাই না, শুধু বসে থাকি, চুপ করে, নিঃশব্দে বুক ভার করে! 😅

:জীবনটাকে উপভোগ করার যে বয়স। যেখানে হাসি, আনন্দ, স্বপ্ন আর স্বাধীনতা থাকার কথা, সেখানে আমি বেঁচে আছি মানসিক অশান্তির ভার...
22/09/2025

:জীবনটাকে উপভোগ করার যে বয়স। যেখানে হাসি, আনন্দ, স্বপ্ন আর স্বাধীনতা থাকার কথা, সেখানে আমি বেঁচে আছি মানসিক অশান্তির ভার নিয়ে। চারপাশের মানুষ ভাবে আমি ঠিক আছি, কিন্তু ভেতরে কতটা ঝড় বয়ে যায়, সেটা কাউকে বোঝানো যায় না।
প্রতিদিনের হাসির আড়ালে লুকিয়ে থাকে হাজারো কষ্ট, অপূর্ণতা আর না বলা অনুভূতি। মন চায় একটুখানি শান্তি, কিন্তু জীবন যেন সেই শান্তিটুকুও কেড়ে নিচ্ছে। কখনো মনে হয়, আমি বোধহয় নিজের সাথে, নিজের ভেতরের যুদ্ধেই হেরে যাচ্ছি।
যে সময়টায় স্বপ্ন গড়ার কথা, নতুন কিছু শুরু করার কথা, সেখানে আমি প্রতিদিন ভেঙে পড়ছি ভেতর থেকে। ক্লান্ত আমি। মানসিক চাপ, অস্থিরতা আর একাকিত্বের ভারে ধীরে ধীরে নিজেকেই হারিয়ে ফেলছি।
জীবনটা সুন্দর হওয়ার কথা ছিল, কিন্তু বাস্তবতা এতটা কঠিন হবে তা ভাবিনি কখনো। হয়তো হাসিমুখে বেঁচে থাকার ভান করি, কিন্তু অন্তরের ভাঙাচোরা অংশগুলো প্রতিদিনই আমাকে মনে করিয়ে দেয়, আমি ঠিক নেই,
#অভিমানী 🥹

21/09/2025

তারপর?
তারপর আর কি!
আর কখনো কথা হয়নি🥹

20/09/2025

আলহামদুলিল্লাহ
অভিনন্দন প্রিয় বাংলাদেশ ক্রিকেট টিম

19/09/2025

সে অনেক বছর আগের কথা...
তখন জীবনটা ছিলো যেন একেবারেই সরল, নির্ভেজাল। দিনগুলো কেমন শান্ত ছিলো, আর রাতগুলো ছিলো আরও শান্তির। সূর্য ডুবে গেলে ধীরে ধীরে চারপাশের আলো কমতে শুরু করতো, গৃহস্থের উঠোনে কেরোসিনের লন্ঠন জ্বলত, বাতাসে ভেসে আসতো গ্রামের মানুষের ডাকাডাকি, আর কোথাও দূরে ভেসে আসতো রেডিওর টুকরো টুকরো গান।
আমার ছোট্ট জীবনটা তখনো কোনো দুশ্চিন্তার ভার জানতো না। রাত ৮টা মানেই আমার চোখে ঘুমের ঝাপটা। তখন ঘড়ি ৮টা বাজলেই মা বলতেন-"যাও, শুয়ে পড়ো।" বিছানায় শুয়ে থাকতেই অজান্তে চোখ বুজে যেতো। মনে হতো ঘুমটাই পৃথিবীর সবচেয়ে মিষ্টি ব্যাপার। কোনো চিন্তা নেই, কোনো দায়িত্ব নেই, শুধু মায়ের আঁচলে মাথা রেখে ঘুমিয়ে পড়া।
সেই ঘুমটা শুধু ঘুম ছিলো না, ছিলো এক অদ্ভুত নির্ভাবনা, এক প্রশান্তি। ঘুমের ভেতরে আমার স্বপ্নগুলোও ছিলো কত সাদা-সিধে! কখনো বন্ধুদের সাথে মাঠে দৌড়ানো, কখনো গাছে চড়েকাঁঠাল ছিঁড়ে আনা, কখনো আবার স্কুলে নতুন বইয়ের গন্ধে মুগ্ধ হওয়া। কত সহজ, কত সরল সেই স্বপ্ন!
আজকের দিনে এসে সেই রাত ৮টার ঘুম যেন স্বপ্নের মতোই মনে হয়। এখন ৮টা বাজে, ঘড়ির কাঁটা চলে, কিন্তু চোখে ঘুম আসে না। বরং তখন শুরু হয় হাজারো চিন্তার দৌড়। ভবিষ্যতের চিন্তা, জীবনের হিসাব, অচেনা ব্যথা আর প্রবাসের নির্জনতা সব মিলে রাতগুলো হয়ে ওঠে ভারী। কখনো কখনো ভোর পর্যন্ত চোখে ঘুম নামেই না।
ভাবতে অবাক লাগে-যে আমি একদিন রাত ৮টায় ঘুমিয়ে পড়তাম, এখন সেই আমি রাত জেগে স্মৃতির ভেতর ডুবি। তখনকার জীবনটা ছিলো ছোট, অথচ কত শান্ত; আর এখনকার জীবনটা বড়, অথচ কত অশান্ত!
আজ বুঝি, রাত ৮টার সেই ঘুমটা শুধু শৈশবের ঘুম ছিলো না-সেটা ছিলো এক টুকরো স্বর্গ, ছিলো নিরাপত্তার আশ্রয়, ছিলো হারিয়ে যাওয়া সুখ। আর বড় হয়ে যাওয়ার মানেই হলো সেই স্বর্গ থেকে ধীরে ধীরে দূরে সরে যাওয়া।
#অভিমানী 🥹

19/09/2025

আল্লাহুমা সাল্লি ওয়াসাল্লিম আলা নাবিয়্যিনা মুহাম্মাদ সাঃ

মধ্যবিত্ত পরিবারের ছেলে:জীবন আমাদেরকে শেখায়,সবই অস্থায়ী , আমরা যত চেষ্টাই করি সময় তার অদৃশ্য হাত দিয়ে সব কিছু ছিনিয়...
18/09/2025

মধ্যবিত্ত পরিবারের ছেলে:জীবন আমাদেরকে শেখায়,সবই অস্থায়ী , আমরা যত চেষ্টাই করি সময় তার অদৃশ্য হাত দিয়ে সব কিছু ছিনিয়ে নেয়!!
মানুষ মনে করে সে ভালোবেসে স্মৃতি, সম্পর্ক ধরে রাখতে পারবে, কিন্তু প্রতিটি মূহুর্তে ধারনাগুলো ভেঙে পড়ে !!
আমরা কেবল দেখতে পাই ছায়া, শূন্যতা, এবং অদৃশ্য বাতাসের মতো বেদনা!!বেঁচে থাকা মানে হয়তো এই শূন্যতা আলিঙ্গন করা , নিজের অস্তিত্বের অচেনা গভীরে ডুব দেওয়া! আমরা যতই চাই বাস্তবতার বোঝা হালকা করতে,ততই বুঝি জীবন এক ধরনের একাকীত্ব, যেখানে আমরা শুধু নিজেই নিজেদের সঙ্গী!!🖤🖤

Address

Shyamnagar, Khulna
Satkhira
9450

Website

Alerts

Be the first to know and let us send you an email when Shahinur Sakib posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Shahinur Sakib:

Share