
22/07/2025
মাইলস্টোন কলেজ
আজ পুরো দেশ টায় নিঃশব্দে দিন কাটাচ্ছে।
রাস্তায় তাকিয়ে থাকা মা বাবা আজ হয়তো বাড়ির কোনো এক কোনে বসে ফুফিয়ে কান্না করছে।
হয়তো বা কেউ কোনো হাসপাতালে দিন কাটাচ্ছে তার প্রান প্রীয় সন্তান এর সুস্থতা কামনা করছে।
কত বাচ্চা আজ তাদের সব স্বপ্ন বিশজন দিয়ে চলে গেছে না ফেরার দেশে।
পায়লট স্যার এর নতুন জীবন সুচনা হওয়ার আগেই সেটা শেষ হয়ে গেছে।
হয়তো তার সেই শেষ দেহের পাশে বসে অনাবরত কেদে চলছে তার মা বাবা স্ত্রী।
অনেকের স্বপ্ন ছিল পায়লট হয়ে উরবে আকাশে আজ সেই প্লেনই তাদের নিয়ে গেছে না ফেরার দেশে।
বলার কোনো ভাষা নাই এই দুই কলম লিখতে গিয়ে আমিও কেদে ফেলছি🥹🥹 ভালো থেকো তোমরা ওপারে।।উপর ওয়ালার কাছে চাইবো পৃথিবীতে জায়গা না দিলেও ওপারে তোমাদের জন্য সুন্দর জায়গা করে দিক।।🥹🏴🛩️🇧🇩🥹