
24/02/2025
শেষবারের মতো আমি নীরবতার মায়ায় পড়ে গেলাম, সব অভিমান অভিযোগ ভুলে নিজেকে নিয়ে বাঁচতে চাইলাম।
আজকাল আর কারো কথা তেমন গায়ে মাখা হয় না, কেউ বকলেও কিছু বলতে ইচ্ছে করে না।
বেঁচে থাকতে হয় তাই বেঁচে আছি, হাসতে হয় তাই হাসি, চুপ থাকতে হয় বলে চুপচাপ থাকি,
খুব বেশি কষ্ট হলে একা কাঁদি তবুও অন্য কাউকে সুযোগ দেই না।
আমি কান্না লুকিয়ে বাঁচতে শিখে গেছি সেদিন, কিছু মানুষ কান্না কে অস্ত্র বানিয়ে আঘাত করেছিল যেদিন!🙂
#সংগৃহীত