SEO Freelancers Network

SEO Freelancers Network I'm swarup kumar biswas. Professional digital marketer and freelancer.Currently working as a social

শেষবারের মতো আমি নীরবতার মায়ায় পড়ে গেলাম, সব অভিমান অভিযোগ ভুলে নিজেকে নিয়ে বাঁচতে চাইলাম।আজকাল আর কারো কথা তেমন গায়ে মা...
24/02/2025

শেষবারের মতো আমি নীরবতার মায়ায় পড়ে গেলাম, সব অভিমান অভিযোগ ভুলে নিজেকে নিয়ে বাঁচতে চাইলাম।

আজকাল আর কারো কথা তেমন গায়ে মাখা হয় না, কেউ বকলেও কিছু বলতে ইচ্ছে করে না।

বেঁচে থাকতে হয় তাই বেঁচে আছি, হাসতে হয় তাই হাসি, চুপ থাকতে হয় বলে চুপচাপ থাকি,

খুব বেশি কষ্ট হলে একা কাঁদি তবুও অন্য কাউকে সুযোগ দেই না।

আমি কান্না লুকিয়ে বাঁচতে শিখে গেছি সেদিন, কিছু মানুষ কান্না কে অস্ত্র বানিয়ে আঘাত করেছিল যেদিন!🙂

#সংগৃহীত

05/02/2023

ফ্রিল্যান্সিং কি? (What is Freelancing?)

ফ্রিল্যান্সিং (Freelancing) মূলত এমন একটি পেশা যেখানে আপনি ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন ধরনের কাজ করে অর্থ উপার্জন করতে পারবেন। এটি সাধারন চাকরির মতোই, কিন্তু ভিন্নতা হলো এখানে আপনি আপনার স্বাধীন মতো কাজ করতে পারবেন।

দেখা গেলো আপনার এখন কাজ করতে ইচ্ছা করছে না; আপনি করবেন না। যখন ইচ্ছা করবে তখন আবার চাইলেই করতে পারবেন। ধরাবাঁধা কোনো অফিস টাইম নেই। এরপরে এখানে আপনার নির্দিষ্ট কোনো বস্ থাকবে না আপনি নিজেই নিজের বস্। যখন যে বায়ারের কাজ নিবেন তখন সে-ই আপনার ক্লাইট।

সাধারন চাকরি থেকে এখানে আরেকটি বিষয়-এর ভিন্নতা আছে। সেটি হলো কাজের স্থান। ফ্রিল্যান্সিং (Freelancing) এর নির্দিষ্ট কোনো অফিস নেই। মূলত আপনার বাড়িই হচ্ছে আপনার অফিস এবং ফ্রিল্যান্সিং স্বাধীন পেশা হওয়াই যেকোনো জায়গা থেকে ফ্রিল্যান্সিং এর কাজ করা অনায়াসে।

এখানে বসেই আপনি বিভিন্ন দেশের বায়ারদের সাথে কাজ করতে পারবেন। ফ্রিল্যান্সিং (Freelancing) এর ক্ষেত্রে খুব সহজেই সরকারি বেসরকারি অনেক চাকরির থেকে বেশি বেতনে কাজ করতে পারবেন আপনার যদি যথেষ্ট পরিমাণে দক্ষতা থাকে।

এটা আমরা সবাই জানি যে, আমাদের দেশে দক্ষতার কদর হয় না সেভাবে; কিন্তু বাইরের দেশ গুলোতে হয়। আপনি সেসব দেশের বায়ারদের সাথে কাজ করে বাংলাদেশের তুলনায় দ্বিগুণ/তিনগুণ অর্থ উপার্জন করতে পারেন।

কি কি দক্ষতা লাগবে ফ্রিল্যান্সিং করতে? (What are the skills do you need for Freelancing?)

অনেকেরই কনফিউশন থাকে যে আসলেই কি আমি ফ্রিল্যান্সিং (Freelancing) করতে পারবো? কি কি জিনিস দরকার এই কাজের জন্য? আসলে সত্যি কথা বলতে তেমন কিছুই লাগবে না আপনাকে এই পেশা শুরু করার জন্য। প্রথম যে জিনিসটা আপনার লাগবে সেটি হলো ইচ্ছাশক্তি ও ধৈর্য্য। এগুলো থাকলেই আপনি এই সেক্টরে দক্ষ একজন ফ্রিল্যান্সার হতে পারবেন।

এর পাশাপাশি আপনার দরকার হবে ক্লায়েন্টের সাথে কথাবলার দক্ষতা এবং কাজ চালানোর মতো ইংরেজি জানা। ইন্টারনেট সম্পর্কিত ভালো ধারনা ও গুগল এবং ইউটিউব থেকে বিভিন্ন রিসোর্স খুঁজে বের করার দক্ষতা এক্ষেত্রে আপনাকে অনেক সহায়তা করবে। এই ছিল মুলত প্রয়োজনীয় বিষয়াবলী যা আপনাকে ফ্রিল্যান্সিং এর জন্য যোগ্য করে তুলবে।

❝প্রলয় যে এনে দিতে পারে, সে সংস্কারে অক্ষম হইবে কেন?ক্রমাগত রোগে ভোগার চেয়ে মরণ ভালো,কিন্তু রোগ সারিয়ে বেঁচে থাকা আরো ভা...
04/02/2023

❝প্রলয় যে এনে দিতে পারে,
সে সংস্কারে অক্ষম হইবে কেন?
ক্রমাগত রোগে ভোগার চেয়ে মরণ ভালো,কিন্তু রোগ সারিয়ে বেঁচে থাকা আরো ভালো❞

- মানিক বিন্দোপাধ্যায়...

অন্যকে সাহস দিও। কেউ জীবনে বড় কিছু করতে চাইলে তার স্বপ্নকে বিশ্বাস করো। সমালোচনা করার জন্য চারিপাশে লোকের অভাব নেই। তবে ...
04/02/2023

অন্যকে সাহস দিও। কেউ জীবনে বড় কিছু করতে চাইলে তার স্বপ্নকে বিশ্বাস করো। সমালোচনা করার জন্য চারিপাশে লোকের অভাব নেই। তবে জীবনযাত্রায় পাশে থেকে সৎসাহস দেওয়ার জন্য মানুষের বড্ড অভাব!!

Address

Satkhira
9400

Telephone

+8801794188533

Website

https://instagram.com/swarup_kumar12?igshid=ZDdkNTZiNTM%3D

Alerts

Be the first to know and let us send you an email when SEO Freelancers Network posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to SEO Freelancers Network:

Share