সাহিত্যপাতা

সাহিত্যপাতা একটি সৃজনশীল সাহিত্য পত্রিকা

https://sahityapata24.com/?p=6012
27/10/2025

https://sahityapata24.com/?p=6012

সবুজ চাশাকেরা বেগম শিমুওজনটা বেড়ে গেছেহবে এটা কমাতে,সবুজ চা বাধা দেবেমেদভুড়ি জমাতে।ভালো হয় সাথে দিলেআদা, দারুচি....

22/10/2025

শাকেরা বেগম শিমু শিউলি কাশের বহর শেষে হেমন্ত আজ এলো, নবান্ন আর কামিনী ফুল হৃদয় ছুঁয়ে গেলো। মিষ্টি সুঘ্রাণ দেয় ছড়িয়...

16/10/2025

শেখ মোমতাজুল করিম শিপলু ডোরাকাটা পশুগুলো বন জঙ্গলে বাস, বারোমাসি হিংস্রতা যে হৃদ মাঝারে চাষ। হায়েনা আর ওকাপি বাঘ ....

15/10/2025

জহিরুল হক বিদ্যুৎ রাতের সিঁড়ি বেয়ে নামে নৈঃশব্দ্য আঁধার ঘুমহীন চোখে লেগে থাকে প্রতীক্ষার কুয়াশা। একটা নিরন্তর প....

14/10/2025

অনলাইন ডেস্ক: কলারোয়ায় কপাই ফুটবল টুর্নামেন্টে কসমস ফুটবল একাদশ সেমিফাইনালে উন্নীত হয়েছে। সোমবার (১৩ অক্টোবর) বি...

বালাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম
13/10/2025

বালাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম

শিশিরভেজা চোখ শাহানা শিউলিরাতভর কেঁদে ভিজে যায় জানালার কাচ,  ভেতরের অশ্রু শিশির হয়ে টলমল করে দূর্বাঘাসে। স্বপ্নগুলো মর...
12/10/2025

শিশিরভেজা চোখ

শাহানা শিউলি

রাতভর কেঁদে ভিজে যায় জানালার কাচ,
ভেতরের অশ্রু শিশির হয়ে টলমল করে দূর্বাঘাসে।
স্বপ্নগুলো মরে যায় নীরব কুয়াশায়,
বাস্তবতা দাঁড়ায় পাশে—
কঠিন, নির্দয়, নিষ্ঠুরতার ছায়ায়।
রবির আলো ফোটে চারিদিকে
তবু মনটা উতপ্ত হয় না রোদে,
কুয়াশায় ঢেকে নেয় ক্ষীণ আলো
জীবনের হিসেব মেলে না,
যে চেতনা ছিল একদিন তেজদীপ্ত সূর্যের মতো
আজ তা বাজারের দামে বিকোয়,
হাসিটুকু আজ আর প্রাণ খুলে পাওয়া যায় না।
হাসির সাথেই মিথ্যে।
ভাতের থালায় চাঁদ ওঠে না আজকাল,
আকাশে নক্ষত্র, মাটিতে প্রশ্নচিহ্ন।
চোখের নিচে ঘুম নয়, জমানো সংগ্রাম—
শিশির ভেজা চোখে দেখি আজও ভোর,
নতুন সূর্য ওঠে, কিন্তু আলোটার গায়ে কেমন যেন জ্বর!
যে জীবনে সত্যই একমাত্র ধ্রুব,
সেটা হলো কষ্ট— তবু তাতে লুকায় অনন্ত রূপ।
চরম বাস্তবতায়ও জীবন থামে না,
ভেজা চোখেই লিখি আমি বেঁচে থাকার মানে—
যতই পোড়াক এই পথ,
তবুও সংগ্রাম করে যাব
সত্যের শিখায় জ্বলে উঠবই আবার
শিশিরভেজা চোখ নিয়ে।

কলম-কাগজ, মন আর আমি
12/10/2025

কলম-কাগজ, মন আর আমি

নাজম যে প্রভু দান দিলো জান ওই প্রভুর শরিক করে , মানুষ এর প্রাণ কোন শিরিক বাজ করে এ , খারাপ কাম ?   যে করে এ কাম তার নাই জা....

12/10/2025

নাজম যে প্রভু দান দিলো জান ওই প্রভুর শরিক করে , মানুষ এর প্রাণ কোন শিরিক বাজ করে এ , খারাপ কাম ?   যে করে এ কাম তার নাই জা....

03/10/2025

Please be advised that LiteSpeed Technologies Inc. is not a web hosting company and, as such, has no control over content found on this site.

Address

দক্ষিণ কাটিয়া
Satkhira
9400

Alerts

Be the first to know and let us send you an email when সাহিত্যপাতা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to সাহিত্যপাতা:

Share