Jyoti's world

Jyoti's world khairun naher jyoti.I am hair to express myself.

24/08/2025

যেদিন গুলোতে তুমি নামক মানুষ'টার সাথে পরিচয় ছিলো-না, সে-দিনগুলোই ভালো দিন ছিলো।🙂🖤

22/08/2025

নারীর ভালোবাসা হইলো ম্যাট্রিক্সের মতো,বুঝলে অসীম সমুদ্র, না বুঝলে হিজিবিজি কয়টা নাম্বার 😌

17/08/2025

নিজেকে খারাপ মেনে নিয়ে,"কাহিনি শেষ করে দেন।"🔥❤️

17/08/2025

"ধরো যদি হঠাৎ সন্ধ্যে
তোমার দেখা আমার সঙ্গে
মুখোমুখি আমরা দু'জন
মাঝখানে অনেক বারণ"

09/07/2025

বর্ষা আসছে, প্রকৃতি জেগে উঠছে। ডিমওয়ালা মাছগুলো ছুটছে নদী, খালবিল, পানিযুক্ত খোলা মাঠের দিকে — ডিম ছাড়বে, পোনা হবে, লক্ষ কোটি মাছে ভরে উঠবে দেশ। এই সময়ে আপনার সামান্য লোভ দেশের জন্য হতে পারে বড় ক্ষতির কারণ। বি*ষ পান করলে মরে একজন, আর বীজ খেলে ম*রে সবাই!

চলুন আমরা অঙ্গীকার করি, ডিমওয়ালা ও পোনা মাছ নিধন করব না, প্রকৃতিকে তার নিজস্ব ছন্দে চলতে দেব।

#জীবন_চক্র

29/06/2025

তুমি নি'ষ্ঠুর , তুমি বহুরূপী, তুমি হিং'সাত্মক,
তুমি ধ্বং'সাত্মক!❤️‍🩹
@তুমি নি'ষ্ঠুর@ ❤️

হঠাৎ করে  ছবিটা দেখলে মাথায় আসবে, ধ্বংসস্তুপের মাঝে একটা হাত দেখা যাচ্ছে। হাতের মাঝ থেকে গাছ বের হয়ে আসছে। কিন্তু একটু ঠ...
07/04/2025

হঠাৎ করে ছবিটা দেখলে মাথায় আসবে, ধ্বংসস্তুপের মাঝে একটা হাত দেখা যাচ্ছে। হাতের মাঝ থেকে গাছ বের হয়ে আসছে। কিন্তু একটু ঠান্ডা মাথায় ভাবলে এই ছবির পিছনের গল্পটা মাথায় আসবে।

এই হাতটায় একটা খেজুর ধরা ছিলো। হয়তো খাওয়ার জন্য তুলে ছিলেন। কিন্তু খাওয়া হয়নি। খেজুরের বীজ থেকে জার্মিনেট হয়ে এমন চারার পর্যায়ে আসতে ৩মাসের মত লাগে। তিন মাসে এই বীজ থেকে চারা রূপান্তরিত হয়ে গেলো। এতে অবাক করার কি আছে?

অবাক করার বিষয় হচ্ছে হাতটা। আঙুলগুলো স্পষ্ট, চামড়ার রং ঠিক জীবন্ত মানুষের মত। এতদিনে হাত, হাতের আঙুল পচে গলে যাওয়ার কথা। কাদের শরীর মৃত্যুর পরেও সুন্দর সতেজ রয়ে যায়, বলুন তো?

08/03/2025
18/08/2024

তারা কি ফিরবে এই সুপ্রভাতে? যত তরুণ অরুণ গেছে অস্তাচলে!

07/08/2024

বুঝলাম না,দেশ থেকে স্বৈরাচার তাড়ালো ছাত্ররা, বিএনপি এত লাফালাফি করতেছে কেন🤔

Address

Magura, Satkhira Shador, Satkhira
Satkhira
9400

Alerts

Be the first to know and let us send you an email when Jyoti's world posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Jyoti's world:

Share