12/10/2025
🔥 ধানের ব্যাকটেরিয়াল পেনিকেল ব্লাইট রোগ দমনে করণীয় 🔥
➡️ ধানের ব্যাকটেরিয়াল পেনিকেল ব্লাইট রোগের প্রাদুর্ভাব লক্ষ্য করা গেছে। গান্ধির আক্রমণ অথবা হট ও কোল্ড ইনজুরী বলে অনেকেই মনে করছেন। কোন কিছু বোঝার আগেই ধানের মারাত্নক ক্ষতি হয়ে যাচ্ছে। তাই এ রোগ দ্রুত ছড়ানোর আগেই আমাদের দমন ব্যবস্থাপনা সম্পর্কে জানতে হবে।
➡️ ধানের ব্যাকটেরিয়াল পেনিকেল ব্লাইট রোগের ক্ষতির ধরণ: ধানের শীষ দুধ আসার আগেই আংশিক বা অধিকাংশ চিটা হয়, কিন্তু মাজরায় আক্রান্তের মতো সাদা শীষ হয় না, এমনকি টান দিলে মাজরায় কাটা সাদা শীষের মত সহজে উঠেও আসে না। গান্ধি পোকায় ধানের দুধ অবস্থায় আক্রমণ করলে ধানে যেমন কালচে দাগ পড়ে, ক্ষতির লক্ষণ কিছুটা তেমনই তবে এতে ছিদ্র থাকে না। ঝড়ো বা ঠান্ডা ও গরম আবহাওয়ায় এই রোগ ছড়ায়।
➡️ রোগ দমন ব্যবস্থাপনা: ১. জমিতে পর্যাপ্ত পটাশ সার প্রয়োগ করতে হবে যা এ রোগ প্রতিরোধে সহায়তা করবে। ২. ব্যাকটেরিয়ানাশক- নেকসুমিন ৫৪ ডব্লিউপি (কাসুগামাইসিন ৪% + কার্বেন্ডাজিম ৫০%) স্প্রে করতে হবে।