01/08/2023
ডিজিটাল মার্কেটিং কি?
ডিজিটাল ডিভাইস এবং প্রযুক্তি(মোবাইল,ল্যাপটপ, কম্পিউটার, ইন্টারনেট ইত্যাদি)
ডিজিটাল মার্কেটিং মানে অনলাইনে পন্য বা বিজ্ঞাপন প্রচার করা।
বর্তমান যুগ ইন্টারনেটের যুগ। ঘরে বসে পৃথিবীর সব খোঁজ রাখা খুব সহজ। ইন্টারনেট কাজে লাগিয়ে বিভিন্ন ব্যবসা করা যায়। ইন্টারনেট কাজে লাগিয়ে বিভিন্ন মার্কেটিং করা খুবই সহজ। বর্তমান মানুষ যেকোনো পূর্ণ ক্রায় বিক্রয় করার আগে ইন্টারনেটে ওই পণ্য সম্পর্কে জেনে শুনে ক্রয় বিক্রয় খুব সহজেই করে।
এজন্য নিজেকে ডিজিটাল মার্কেটিং এ দক্ষ করে তুলতে হবে তা না হলে এই যুগে নিজেকে টিকিয়ে রাখতে পারবেন না।
ডিজিটাল মার্কেটিং অনেক গুলো ধাপ আছে। যেগুলো প্রয়োগ করে ডিজিটাল মার্কেটাররা বিভিন্ন প্ল্যাটফর্মে ডিজিটাল মার্কেটিং করে।
যেমন,
(১)এসইও বা র্সাচ ইঞ্জিন অপটিমাইজেশন।
(২) এসইএম বা র্সাচ ইঞ্জিন মার্কেটিং
(৩) কন্টেন্ট মার্কেটিং
(৪) সোশ্যাল মিডিয়া মার্কেটিং
(৫) এফিলিয়েট মার্কেটিং
(৬) ই-মেইল মার্কেটিং
(৭) ই-কমার্স প্রোডাক্ট মার্কেটিং
(৮)সিপিএ মার্কেটিং