
04/09/2023
ভালো বাসা মানেয় পাগলামি
মেয়ে: তোমার প্রবলেমটা কি?
ছেলে: প্রবলেম টা তো ওইটাই!
মেয়ে: কোনটা?
ছেলে: ভালোবেসে ফেলেছি!
মেয়ে: কুত্তা,ভালোবাসার বুঝোস?
ছেলে: এতকিছু বুঝি না শুধু
ভালোবাসি!
মেয়ে: But,I Hate you!
ছেলে: I Love you too!
মেয়ে: পাগল নাকি?
ছেলে: হুম,তোমার জন্য হয়েছি।
মেয়ে: ফালতু কথা বাদ দাও!
ছেলে: সারা জীবন তোমাকেই
ভালোবাসব আর সব সময়
এই
জায়গায়টায়,এই সময়েই বসে থাকব।
যেদিন তুমি এই
জায়গায় আসবে এবং
তোমার মুখ থেকে "ভালোবাসি"
কথাটি শুনবো
সেদিনই এই জায়গায় আসা বন্ধ করব!
মেয়ে: আর কাম নাই খাইয়া দাইয়া?
(এই কথাটা বলেই মেয়েটা চলে গেল)
ছেলেটা প্রতিদিন ওই জায়গাটায়
বসে থাকত।আর
কখন মেয়েটা
আসবে সেই অপেক্ষা করত।
আজ ১ বছর হয়ে গেল কিন্তু মেয়েটা
একবারও অই
জায়গার সামনে দিয়েও আসলো না।
ছেলেটা এখনও বসে
থাকে সেই জায়গায় ঠিক অই সময়েই!
কিছুদিন পর মেয়েটিরও
ছেলেটার বলা ওই কথাটা মনে পরে
গেল!
(যতদিন না ভালোবাসি বলবে,ততদিন
এই জায়গায়
বসে থাকব)। মেয়েটা ভাবছিল
আগামীকাল গিয়ে দেখবে
ওই জায়গায়!
সে শিউর যে ছেলেটা থাকবে না!
আগামীকাল ঠিক ওই
সময়েই,ওই জায়গায় গেল এবং
ছেলেটাকেও দেখতে পেল!
ছেলেটা অসহায়ের মত নিচের দিকে
তাকিয়ে বসে আছে!
মেয়েটা অবাক হয়ে গিয়েছিল।
অনেক্ষন তার দিকে
তাকিয়ে ছিল।
মেয়েটা ভাবতেও পারেনি এমন কিছু!
মেয়েটা কান্না শুরু করে ছিল।তারপর
ছেলেটার সামনে
গিয়ে দাড়াল!
ছেলেটা মেয়েটাকে দাঁড়িয়ে
তাকিয়ে রইল আর বলল, তুমি কান্না
করছো কেন?
মেয়েটা কোনো কথা না বলেই
ছেলেটাকে জড়িয়ে
ধরে বলল 'ভালোবাসি'!
ছেলে: আমি জানতাম,তুমি একদিন না
একদিন আমাকে
ঠিকই ভালোবাসবে।
আমি ও তোমাকে অনেক বেশী
ভালোবাসি!
বিঃদ্রঃ সত্যিকারের ভালবাসা
এমনই হয়।যেটা
কল্পনারও বাইরে থাকে!
গল্পটি কেমন লাগলো, জানাতে
ভুলবেন না..........