
13/05/2025
একটি হারানো বিজ্ঞপ্তি
গতকাল আনুমানিক বিকাল ৪ ঘটিকার সময় সাতক্ষীরা রেজিস্ট্রি অফিস এর সামনে থেকে মো: সাকিবুল হাসান বয়স আনুমানিক ১১ বছর।তাহাকে খুঁজে পাওয়া যাচ্ছে না।নিখোঁজের সময় তাহার পরনে ছিল একটা কালো টিশার্ট। গায়ের রং শ্যামলা বর্ণের।
পিতা:মো:সেলিম
মাতা:মোছা:শিরিনা খাতুন
স্থায়ী ঠিকানা:উত্তর পলাশপোল,সাতক্ষীরা পৌরসভা,সাতক্ষীরা সদর সাতক্ষীরা।
যদি কোন সহৃদয়বান ব্যক্তি বাচ্চাটির খোঁজ পান তাহলে উক্ত নাম্বারে যোগাযোগ করবেন।
মোবাইল নম্বর :01676611758