Nazmul Huda-নাজমুল হুদা

Nazmul Huda-নাজমুল হুদা ছোঁয়া ক্ষমার অযোগ্য।
(1)

08/05/2025
06/04/2025

মুসলমানরা যেদিন মৃত্যু থেকে পালাতে শুরু করেছে,সেদিন থেকেই মুসলমানদের পরাজয় নিশ্চিত হয়েছে।ধীরে ধীরে একদিন ইহুদীরা ধংস করে দিবে পুরো মুসলিম উম্মাহ।

15/03/2025

রাষ্ট্র
মাহবুবা করিম।

24/02/2025

দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে যারা তামাসা করছেন।বর্তমান সরকারকে ধুয়ে দিতে চাচ্ছেন।তাদের উদ্দেশ্যে বলতে চাই একটি দেশ পরিচালনা কিন্তু সাধারন কোন কাজ না।আগেও দেশে এমন ঘটনা ঘটতো। সংবাদ মাধ্যমের স্বাধীনতা ছিলনা বলে প্রচার হতোনা।
একটি দেশে প্রতিদিন অহরহ অনাকাঙ্খিত ঘটনা ঘটে থাকে।কম বেশির পার্থক্য।আপনারা ক্ষমতায় গেলে যে এমন ঘটনা ঘটবেনা তার কোন নিশ্চয়তা আছে? তখন কি জবাব দিবেন?নাকি ক্ষমতায় গেলে জবাব দেওয়ার প্রশ্ন আসবেনা।যেকোনো সমালোচনা করতে গেলে আগে ভবিষ্যত ভাবতে হয়।স্বরাষ্ট্র উপদেষ্টার ব্যর্থতার দায় অবশ্যয় সরকারকে নিতে হবে।এবং সরকারের আরো সাহসী সীদ্ধান্ত নেওয়া প্রয়োজন।আপনারা সমালোচনা করতে পারেন কিন্ত আমি আপনাদের মাঝে নোংরা রাজনীতির প্রভাব লক্ষ করছি।তাই বলবো নোংরা রাজনীতি থেকে বেরিয়ে এসে আসুন সকলে ঐক্যবদ্ধ হয়ে সকল অপকর্মের বিরুদ্ধে রুখে দাঁড়ায়।দেশ গঠন এবং সংষ্কারে বর্তমান সরকারকে সাহায্য করি।

-নাজমুল হুদা

01/02/2025

লেখকের একটি সম্মান আছে,ভালোবাসার পাঠক আছে,বিধাতার আশীর্বাদে লেখকের জন্ম হয়!সৃষ্টিতে একটি আলাদা শক্তি প্রয়োজন।পাঠ এবং প্রচুর জ্ঞানের সমারহ থাকতে হয় সৃষ্টির জন্য। ডি এম পি অতিরিক্ত কমিশনার বাংলা একাডেমিকে সাজেস্ট করার কে?
পুলিশ নির্বাচন করবে লেখকের লেখা?যারা দুবেলা রাজনৈতিক নেতাদের পা চাটে।একজন সামান্য লেখক বাংলা একাডেমিকে সাজেস্ট করতে পারে।তুই কে?বাংলা একাডেমিতে তোর বাপেরা বসে আছে।তাদের চুল পরিমান জ্ঞান তুই রাখিস না।হালারপুত বাংলা একাডেমির কর্মচারীও তোদের থেকে সুশীল ও জ্ঞানী।এটা আমার দেশ।আমার যা মন চাই লিখবো।অশ্লীলতা থাকলে পাঠক পড়বেনা।রাষ্ট্রদ্রহী হলে আইন ব্যবস্থা নিবে!তুই কে?তুই রাষ্ট্রের কর্মচারী।এমনকি ডঃ ইউনুসও আমি কি লিখবো সেটা সাজেস্ট করতে পারেনা।আর তুই তো টোকায়।তুই তো হত্যাকারী।আমি লেখক আমার মস্তিষ্কে যেটা আসবে আমি তাই লিখবো।লেখা নদীতে ভাসিয়ে দিব তবুও পুলিশ দিয়ে ভেরিফাই করাতে নারাজ।
বাংলা একাডেমির এমুহূর্তে প্রজ্ঞাপন জারি করা উচিত বাংলা একাডেমিকে সাজেস্ট করার মত সাহস দেখানোর জন্য ডি এম পি অতিরিক্ত কমিশনারের এমুহূর্তে পদত্যাগ করতে হবে।

-নাজমুল হুদা

29/01/2025

খুলনা জেলা ছাত্রলীগের মুক্তিযুদ্ধ ও গবেষণা বিষয়ক সম্পাদক শিমুল দেবনাথ এর দ্বারা স্বেরাচারী শাসনকালে অনেক হুমকির স্বীকার হয়েছি।আমি সর্বদা ন্যায়ের পক্ষে কথা বলতাম,লিখতাম।ন্যায়ের পক্ষে বলা মানেই আওয়ামীলীগের বিরুদ্ধে চলে যায়।অবৈধ সরকারের ছাত্রলীগের এই নেতার কারণে মন খুলে লিখতে পারতাম না। তারা হুমকি দিয়ে যেত তবুও বলতাম।প্রতিবাদ আমার রক্তে।ক্যাম্পাসে উঠতে পারতাম না। বহুদিন পরে কলেজ ক্যাম্পাসে গিয়ে তার পোষা বাহিনীর দ্বারা লাঞ্ছিত হয়।
পৃথিবীর ইতিহাসে কলমের শক্তিকে কেও স্তব্ধ করতে পারেনি এবং পারবেনা।

24/01/2025

গঠনমূলক আলোচনা,সমালোচনা করা এবং রাজনৈতিক সার্থ থেকে দূরে সরে এসে দেশকে নিয়ে ভাবা,জনগণকে নিয়ে ভাবা।গনতান্ত্রিক কাঠামোয় ঘোষিত রাজনৈতিক দলের ভিতরে এক্যমত ধরে রাখা জনগণ সমার্থীত যেকোনো রাজনৈতিক দলের থেকে কাম্য।
-নাজমুল হুদা

23/01/2025

যত দ্রুত সম্ভব ছাত্রদের নতুন রাজনৈতিক দল ঘোষণা করা প্রয়োজন।যদিও জেন-জি দের মধ্যে বিভাজন সৃষ্টি হয়েছে,বিভাগ হয়েছে তবুও এরা দেশমাতৃকার প্রশ্নে আপোষহীন।রাজনৈতিক দল হবে ক্ষমতা কেন্দ্রীক নয়,জনতা কেন্দ্রীক।ক্ষমতায় না যেতে পারলেও ভবিষ্যতে সকল অন্যায় অবিচারের বিরুদ্ধে শক্তিশালি সংগ্রাম গঠনের জন্য এবং কোন দল যেন স্বৈরশাসক রূপে ফিরে না আসতে পারে এজন্য শক্তিশালি রাজনৈতিক বিরোধীতা প্রয়োজন।
নতুনধারা ধরে রাখতে জেন-জি দের প্রচুর রাজনৈতিক হতে হবে এবং লড়াই চালু রাখতে হবে।
-নাজমুল হুদা

Address

Satkhira

Alerts

Be the first to know and let us send you an email when Nazmul Huda-নাজমুল হুদা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share