Mitu's Gallery

Mitu's Gallery আসসালামু আলাইকুম,,,No one will be confused.I followed you back with my personal ID..😊😊
(1)

10/06/2025

৪ অগাস্ট পর্যন্ত পেইজে এক্টিভ থাকব না।এক্সামের পর থেকে আবার থাকব ইনশাআল্লাহ।
আর অসুস্থতার কারনে এতো দিন পেইজে এক্টিভ ছিলাম না।সবাই আমার জন্য দোয়া করবেন।

08/06/2025

Good morning

07/06/2025

Eid mubarak

05/06/2025

“পুরা গ রু দিলেন, নাকি ভাগে?” – কুরবানির ঈদের সবচেয়ে বিব্রতকর প্রশ্ন!
এই প্রশ্নটা অনেকের কাছেই খুব সাধারণ মনে হলেও, বাস্তবে এটা অনেকের জন্য অত্যন্ত বিব্রতকর আর কষ্টদায়ক হয়ে দাঁড়ায়।
কুরবানী একটি ইবাদত, ‍আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা এটি করি—not to impress people.
👉 কেউ যদি নিজের সামর্থ্যে একটি গ রুর অংশে কুরবানী দেয়—তাও সে আল্লাহর কাছে পুরা পুরি নিয়তের সাথে কুরবানী করেছে।
👉 আবার কেউ পুরো গ রু দিলে, সেও নিজের সামর্থ্য অনুযায়ী দিচ্ছে।এই বিষয়টা নিয়ে প্রশ্ন করা, তাচ্ছিল্য করা, কিংবা “সামর্থ্য বোঝানো” টাইপ কথাবার্তা বলা উচিত না।
কারণ কুরবানী হল আত্মসমর্পণ—মানুষকে দেখানোর উপলক্ষ নয়।
❌ “পূরো গ রু না দিলে লোক দেখাতে কেমন লাগে”,
❌ “ভাগে দিলে কি বড়লোক সাজা যায়?” — এই ধরনের মানসিকতা সমাজে বিভেদ বাড়ায়, ইবাদতে বাঁধা হয়ে দাঁড়ায়।
কুরবানী মানে আল্লাহর পথে ভালোবাসা দিয়ে ত্যাগ করা।
কে কত দিছে, সেটা নয়—কে কতটা ইখলাস নিয়ে দিয়েছে, সেটাই আসল।
🌸 তাই আসুন—
👉 অন্যের কুরবানীর পদ্ধতি নিয়ে প্রশ্ন না করি।
👉 কারো সামর্থ্য নিয়ে কটাক্ষ না করি।
👉 এবং নিজেদের নিয়ত ঠিক রাখি—এই ইবাদত শুধুই আল্লাহর সন্তুষ্টির জন্য।।
আল্লাহ আমাদের সবাইকে কুরবানী করার তাওফিক দিন।
ঈদ হোক সবার জন্য সুন্দর ❤️

শুভ সকাল /good morning
05/06/2025

শুভ সকাল /good morning

শুভ দুপুর
04/06/2025

শুভ দুপুর

03/06/2025

শুভ সন্ধ্যা

03/06/2025

Good morning everyone

02/06/2025

Last day of the 2025 Bangla batch😭😭আজ একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম।।।

- Masha’Allah Apu আবারও প্রমাণ করে দিল পুরুষরা এক নারীতে আসক্ত থাকে নাহ।(আপুর লাইভ কমেন্টে দেওয়া আছে)- পুরুষমানুষ এভাবে ...
02/06/2025

- Masha’Allah Apu আবারও প্রমাণ করে দিল পুরুষরা এক নারীতে আসক্ত থাকে নাহ।(আপুর লাইভ কমেন্টে দেওয়া আছে)
- পুরুষমানুষ এভাবে এফোর্ট দিয়েও চিট করে! আহা পুরুষ মানুষের ভালোবাসা।
- পুরুষ মানুষ এত ভালোবাসা দিয়ে এতো প্রায়রিটি দিয়ে একটা মেয়েকে যত্ন করে ভালোবাসা শিখিয়ে বিয়ে করে একটা সংসার গড়ে একটা বাচ্চা জন্ম দেওয়ার পরে কিভাবে আবার সেই মেয়েটিকে ঠকিয়ে অন্য একটি রাস্তার মেয়ের প্রেমে কিভাবে পড়ে ভাই?
- মানুষ বলে মেয়ে মানুষ সুন্দর হলে তাদের আর কোনো দুঃখ, কষ্ট নাই,, কিন্তু আমি দেখতেছি তা উল্টোটা,, কারণ মায়াবতী, রূপবতী রা হেরে যাচ্ছে প্রতিনিয়ত ভাগ্যবতী দের কাছে।
এইজন্যই বলে মেয়েদের চেহারা সুন্দর হওয়ার চেয়ে ভাগ্য ভালো হওয়াটা অধিক জরুরী।
- তুমি শুকনা ফিগারে প্রবলেম এসব ঠিক করেও পুরুষকে আটকাতে পারবা না আপু। যার যাওয়ার সে আকাশ সমান ভালোবাসা ফেলেও চলে যায় । চাইলেই আটকাইতে পারবা? পারবা না ।
আর যার থাকার সে সবথেকে খারাপ অসুন্দর মেয়েকেও রানি করে রাখে।
- পুরুষ মানুষের মন কখন বদলে যাবে বুঝতেই পারবেন না। যত বছরের সম্পক হোক না কেন বিয়ে করে ঘরে বউ বাচ্চা রেখে তাদের বাইরের বেডিদের ভালো লাগে। এদেরকে আবার ফ্যামিলি ও সাপোর্ট ।করে দিন শেষে মেয়েটার জীবন শেষ,,,সবাই মেয়েটারই বদনাম করে...... Masha’Allah Apu r বিয়ে হইলো মাএ কয়েকদিন, প্রেগন্যান্সি ভিডিও দেখলাম একসাথের বেবি হলো তখন ও স্বামী ছিলো সাথে! হঠাৎ করে বেবি হওয়ার পর থেকে ওনার বিভিন্ন সেড পোস্ট তখন থেকেই মন খসখস করলো।প্রশ্ন দুইটাই ছিলো ও কী প্রোস্টপার্টাম ডিপ্রেশনে ভুগতেছে,নাকি হাজবেন্ড ইস্যু!অনলাইন এ এসে দেখি এই ভিডিও!এখন বলবেন নজর নজর কিরে ভাই এতো তাড়াতাড়ি বদনজর মানে কী?আসলে সব কিছু নজর বলে উড়ায় দিয়েন না!যেই পুরুষ এর চরিত্রে সমস্যা ওর সামনে প্রিন্সডায়নার মতো সুন্দরী বসায় রাখলেও আরেক জন রে লাগবেই!
_মেয়েটারে দেখে অনেক খারাপ লাগলো এত বাজেভাবে ঠকে গেল মেয়েটা....সে অনেক ভেঙ্গে পড়ছে,ওর একটা মেয়ে বাবু ও আছে মাএ কয়েকদিন হলো এর মধ্যে কী হচ্ছে দুনিয়ায় আল্লাহ যানে!
(Collected)

Address

Satkhira

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mitu's Gallery posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mitu's Gallery:

Share