29/08/2024
"অপরিচিত কারো ফ্রেন্ড রিকোয়েস্ট এক্সেপ্ট করাই হতে পারে আপনার জীবন ধ্বংসের কারন"!!!
হুট করে ফেসবুকে সুন্দরী রমনীর ফ্রেন্ড রিকোয়েস্ট আর সেখান থেকে WhatsApp নাম্বার আদান-প্রদান এবং সেখানে গিয়ে শুরু হয় কথোপকথন!
পরমুহূর্তেই আচমকা ভিডিও কল কিংবা অনেকক্ষেত্রে পরিচয় হওয়ার পর ভিডিও কল!!
কিছু বুঝে ওঠার আগেই, কলের অপর প্রান্তে দেখা যায়, হুট করে একজন নারী বিবস্ত্র হয়ে যাচ্ছে এবং কিছু বুঝে ওঠার আগেই কেটে যায় কল!! এবং পরবর্তীতে অপর প্রান্ত থেকে পুরো কলের একটা স্ক্রিনরেকর্ড আসে যেখানে দেখা যাচ্ছে আপনার ফেস এবং কলে ঘটে যাওয়া অপ্রীতিকর ঘটনা!! মেসেজে বলা হয় এই পরিমাণ টাকা না দিলে, আপনার ফ্রেন্ডলিস্টে থাকা সবার কাছে চলে যাবে ভিডিও!
বাধ্য হয়ে টাকা দিয়ে দিলেন, কিন্তু এই ব্লাকমেইলের শেষ-ই নেই!!"
জ্বি, অনলাইনে "হানি ট্রাপের" শিকার হওয়া ৯০% মানুষের ক্ষেত্রেই এই একই ঘটনা ঘটে!!! যার ফলে টাকা, মান-সম্মানের সাথে সাথে আত্মহননের পথ-ও বেছে নেয় অনেকেই!!
এর সমাধান:
~ এমন অপ্রীতিকর অবস্থায় পড়লে, সেই ফেক একাউন্টকে ব্লক করে দিন সব জায়গা থেকে
~ নিকটতম থানায় যোগাযোগ করুন এবং সাইবার ক্রাইম ইউনিটের সহায়তা নিন।
প্রতিরোধ:
~ সোস্যাল মিডিয়াতে কারো ফ্রেন্ড রিকোয়েস্ট এক্সেপ্ট করার আগে যাচাই বাছাই করে নিন
~ হুট করে অপরিচিত কেও ভিডিও কল দিলে, ইগনোর করুন!!
~ যে কাওকে আপনার ব্যক্তিগত তথ্য শেয়ার করা হতে বিরত থাকুন।
Abdullah Al Imran