HSC পরীক্ষা দিয়েছেন?
ক্যারিয়ার হোক নার্সিংয়ে। বাংলাদেশের বর্তমানে সবচেয়ে জনপ্রিয় পেশা এখন নার্সিং। নার্সিং পেশায় ১০০% চাকরির নিশ্চয়তা। তাই আপনি যদি এইচএসসি পরীক্ষা দিয়ে থাকেন তাহলে এখন থেকেই প্রস্তুতি নিন নার্সিং ভর্তি পরীক্ষার জন্য।
নিউরন স্পেশাল নার্সিং ভর্তি কোচিং (ডিপ্লোমা, বিএসসি, মিডওয়াইফারি) বাংলাদেশের প্রথম নার্সিং ভর্তি কোচিং। ২০১৬ সাল থেকে এখন পর্যন্ত প্রায় ২ হাজারের উপরে শিক্ষার্থী সর
কারি নার্সিং কলেজে চান্স পেয়েছেন।
আমাদের কোর্স সমূহঃ
১) বিএসসি ইন নার্সিং (৪ বছর মেয়াদি) ভর্তি
২) ডিপ্লোমা ইন নার্সিং সাইন্স এন্ড মিডওয়াইফারি (৩ বছর মেয়াদি) ভর্তি
৩) ডিপ্লোমা ইন মিডওয়াইফারি (৩ বছর মেয়াদি) ভর্তি
নার্সিংয়ে আবেদনের যোগ্যতাঃ
SSC পাশের সাল ২০১৯, ২০২০
HSC পাশের সাল ২০২১, ২০২২
জিপিএ নূন্যতম জিপিএঃ
SSC তে GPA 3.00
HSC তে GPA 3.00
বিএসসি ইন নার্সিংয়ের ভর্তিতে বিষয়ভিত্তিক মার্কঃ
১) বাংলা-২০
২) ইংরেজি- ২০
৩) গনিত-১০
৪) পদার্থ- ১০
৫) রসায়ন-১০
৬) জীববিজ্ঞান-১০
৭) সাধারণ জ্ঞান-২০
ডিপ্লোমা ইন নার্সিং/মিডওয়াইফারি ভর্তিতে বিষয়ভিত্তিক মার্কঃ
১) বাংলা- ২০
২) ইংরেজি - ২০
৩) গনিত- ১০
৪) সাধারণ বিজ্ঞান- ২৫
৫) সাধারণ জ্ঞান - ২৫
�সেবামূলক ও মহৎ পেশার পাশাপাশি উজ্জ্বল ক্যারিয়ার গড়তে নার্সিং একটি অন্যতম এবং উত্তম বিকল্প।�
�� শুধু কর্মসংস্থান তথা চাকরির সহজলভ্যতাই নয় বরং এর পাশাপাশি সামাজিক মর্যাদা, আত্মতৃপ্তি, মানবসেবার মতো মহৎ কাজসহ উচ্চশিক্ষা তথা MSc, এম ফিল এবং পিএইচডি করার সুযোগ তো থাকছেই।
�� অনেকেই মেধাবী হওয়া স্বত্ত্বেও সঠিক দিক নির্দেশনা তথা উপযুক্ত কর্মপন্থা এবং পরিপূর্ণ অনুশীলনের অভাবে প্রথমবার ব্যর্থ হয়।
� প্রত্যেকবারই কিছু শিক্ষার্থী এমন পরিস্থিতির শিকার হয়। এছাড়াও অনেকের ক্ষেত্রে প্রশ্নপত্রের ধরণ না বুঝা, পরিক্ষার হলে কিংবা তার পূর্বে করণীয় বিষয়গুলো বুঝতে না পারাটাও ব্যর্থতার জন্য দায়ী হয়ে থাকে।
�� অন্যান্য অনেক প্রতিষ্ঠানের মত নার্সিংয়ে-ও রয়েছে দ্বিতীয়বার ভর্তি পরিক্ষার সুযোগ। আর এতে মেডিকেলের মতো কোনো মার্কস কাটা হয় না।
� তাই যারা প্রথমবার ব্যর্থ হয়েছো কিন্তু এখনও মনের ভিতর নার্স হওয়ার স্বপ্নকে লালন করছো তাদের জন্য দ্বিতীয়বার হতে পারে নার্স হওয়ার অন্তিম সুযোগ।
� প্রথমবারের ভুল থেকে শিক্ষা নিয়ে পরিপূর্ণ অনুশীলন আর সঠিক দিক নির্দেশনার মাধ্যমে তুমি তোমার স্বপ্নকে আবার বাস্তবে রূপদান করতে সচেষ্ট হতে পারো।
� জীবন থেকে এক বছর চলে যাওয়ার অর্থ মোটেও হেরে যাওয়া নয় বরং নব উদ্যমে নিজেকে আরো একধাপ এগিয়ে নেওয়ার সুযোগ।
� তাই কালক্ষেপণ না করে দ্রুতই কর্নিয়ার Exclusive 2nd Time Batch এর সাথে স্বপ্ন জয়ের পথে দৃঢ়চিত্তে এগিয়ে চলো।