সাতক্ষীরা নিউরন নার্সিং ভর্তি কোচিং

  • Home
  • Bangladesh
  • Satkhira
  • সাতক্ষীরা নিউরন নার্সিং ভর্তি কোচিং

সাতক্ষীরা নিউরন  নার্সিং ভর্তি কোচিং সাতক্ষীরার সেরা নার্সিং ভর্তি কোচিং 01894 993330
(3)

HSC পরীক্ষা দিয়েছেন?
ক্যারিয়ার হোক নার্সিংয়ে। বাংলাদেশের বর্তমানে সবচেয়ে জনপ্রিয় পেশা এখন নার্সিং। নার্সিং পেশায় ১০০% চাকরির নিশ্চয়তা। তাই আপনি যদি এইচএসসি পরীক্ষা দিয়ে থাকেন তাহলে এখন থেকেই প্রস্তুতি নিন নার্সিং ভর্তি পরীক্ষার জন্য।

নিউরন স্পেশাল নার্সিং ভর্তি কোচিং (ডিপ্লোমা, বিএসসি, মিডওয়াইফারি) বাংলাদেশের প্রথম নার্সিং ভর্তি কোচিং। ২০১৬ সাল থেকে এখন পর্যন্ত প্রায় ২ হাজারের উপরে শিক্ষার্থী সর

কারি নার্সিং কলেজে চান্স পেয়েছেন।

আমাদের কোর্স সমূহঃ
১) বিএসসি ইন নার্সিং (৪ বছর মেয়াদি) ভর্তি
২) ডিপ্লোমা ইন নার্সিং সাইন্স এন্ড মিডওয়াইফারি (৩ বছর মেয়াদি) ভর্তি
৩) ডিপ্লোমা ইন মিডওয়াইফারি (৩ বছর মেয়াদি) ভর্তি

নার্সিংয়ে আবেদনের যোগ্যতাঃ
SSC পাশের সাল ২০১৯, ২০২০
HSC পাশের সাল ২০২১, ২০২২

জিপিএ নূন্যতম জিপিএঃ
SSC তে GPA 3.00
HSC তে GPA 3.00

বিএসসি ইন নার্সিংয়ের ভর্তিতে বিষয়ভিত্তিক মার্কঃ
১) বাংলা-২০
২) ইংরেজি- ২০
৩) গনিত-১০
৪) পদার্থ- ১০
৫) রসায়ন-১০
৬) জীববিজ্ঞান-১০
৭) সাধারণ জ্ঞান-২০

ডিপ্লোমা ইন নার্সিং/মিডওয়াইফারি ভর্তিতে বিষয়ভিত্তিক মার্কঃ
১) বাংলা- ২০
২) ইংরেজি - ২০
৩) গনিত- ১০
৪) সাধারণ বিজ্ঞান- ২৫
৫) সাধারণ জ্ঞান - ২৫

�সেবামূলক ও মহৎ পেশার পাশাপাশি উজ্জ্বল ক্যারিয়ার গড়তে নার্সিং একটি অন্যতম এবং উত্তম বিকল্প।�

�� শুধু কর্মসংস্থান তথা চাকরির সহজলভ্যতাই নয় বরং এর পাশাপাশি সামাজিক মর্যাদা, আত্মতৃপ্তি, মানবসেবার মতো মহৎ কাজসহ উচ্চশিক্ষা তথা MSc, এম ফিল এবং পিএইচডি করার সুযোগ তো থাকছেই।

�� অনেকেই মেধাবী হওয়া স্বত্ত্বেও সঠিক দিক নির্দেশনা তথা উপযুক্ত কর্মপন্থা এবং পরিপূর্ণ অনুশীলনের অভাবে প্রথমবার ব্যর্থ হয়।

� প্রত্যেকবারই কিছু শিক্ষার্থী এমন পরিস্থিতির শিকার হয়। এছাড়াও অনেকের ক্ষেত্রে প্রশ্নপত্রের ধরণ না বুঝা, পরিক্ষার হলে কিংবা তার পূর্বে করণীয় বিষয়গুলো বুঝতে না পারাটাও ব্যর্থতার জন্য দায়ী হয়ে থাকে।

�� অন্যান্য অনেক প্রতিষ্ঠানের মত নার্সিংয়ে-ও রয়েছে দ্বিতীয়বার ভর্তি পরিক্ষার সুযোগ। আর এতে মেডিকেলের মতো কোনো মার্কস কাটা হয় না।

� তাই যারা প্রথমবার ব্যর্থ হয়েছো কিন্তু এখনও মনের ভিতর নার্স হওয়ার স্বপ্নকে লালন করছো তাদের জন্য দ্বিতীয়বার হতে পারে নার্স হওয়ার অন্তিম সুযোগ।

� প্রথমবারের ভুল থেকে শিক্ষা নিয়ে পরিপূর্ণ অনুশীলন আর সঠিক দিক নির্দেশনার মাধ্যমে তুমি তোমার স্বপ্নকে আবার বাস্তবে রূপদান করতে সচেষ্ট হতে পারো।

� জীবন থেকে এক বছর চলে যাওয়ার অর্থ মোটেও হেরে যাওয়া নয় বরং নব উদ্যমে নিজেকে আরো একধাপ এগিয়ে নেওয়ার সুযোগ।

� তাই কালক্ষেপণ না করে দ্রুতই কর্নিয়ার Exclusive 2nd Time Batch এর সাথে স্বপ্ন জয়ের পথে দৃঢ়চিত্তে এগিয়ে চলো।

11/10/2025

চলছে gk বস সামিউল স্যারের সাধারণ জ্ঞান ক্লাস

10/10/2025

চলছে বিএসসি ব্যাচের স্পেশাল রসায়ন প্রথম পত্র ক্লাস

09/10/2025

চলছে সাতক্ষীরা নিউরন Satkhira Neuron এর সরকারি পরিচালক Hemel hasan rasel স্যারের ক্লাস

দৈনিক পরীক্ষায় ৩০ এর মধ্যে ৩০ অভিনন্দন লিজাকে
09/10/2025

দৈনিক পরীক্ষায় ৩০ এর মধ্যে ৩০
অভিনন্দন লিজাকে

Happy follow-versary to my awesome followers. Thanks for all your support! Rukaiya Afrin Bonna, Kanika Sarkar, Maymuna A...
09/10/2025

Happy follow-versary to my awesome followers. Thanks for all your support! Rukaiya Afrin Bonna, Kanika Sarkar, Maymuna Akter Shila, Hasib Hassan, Hafsa Khatun

বিবাহিত Vs অবিবাহিত এই খেলার ফলাফল এতই ভয়ানক হয়েছে যে অবিবাহিতরা শীত নিদ্রায় চলে গিয়েছে। আর কত এভাবে??? দুলাভাইয়ের ...
06/10/2025

বিবাহিত Vs অবিবাহিত
এই খেলার ফলাফল এতই ভয়ানক হয়েছে যে
অবিবাহিতরা শীত নিদ্রায় চলে গিয়েছে।
আর কত এভাবে???

দুলাভাইয়ের নেতৃত্বে বিবাহিত টিম, রাসেল হোসেন হিমেল স্যারের নেতৃত্বাধীন অবিবাহিত টিমকে ২-০ তে পরাজিত করে।

অবিবাহিত টিম এর এই পরাজয় সম্পর্কে দুলাইন কবিতার ভাষায় বলে যান।

05/10/2025

চলছে বিবাহিত ভার্সেস অবিবাহিতদের পানিপথে ক্রিকেট খেলা

Confirm
05/10/2025

Confirm

সাফল্যের চাবিকাঠি হাতে পেতে আজই যোগ দিনসাতক্ষীরা নিউরন নার্সিং ভর্তি কোচিং সাতক্ষীরা নিউরন নার্সিং ভর্তি কোচিং

বিশ্বস্ততা ও গুণগত মানের কারণে CONFIRM ISBoard এর স্মার্টবোর্ড ব্যবহার করার জন্য আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ।
🖥️ আমাদের কাছে এভেইলেবল স্মার্টবোর্ডের সাইজ : 55", 65", 75", 86" 98" & 110"

CONFIRM Technology Ltd (Display Centre)
🏠 ঠিকানা: #45 Bithi House, Farmgate, Dhaka-1215 (2st Floor)
(Opposite of Holy Cross College Gate)
Mobile: 01771-286812 , 01611-046688 (Call & WhatsApp)

05/10/2025

আজ (০৫অক্টোবর)
শিক্ষক দিবস। আপনার প্রিয় দুজন শিক্ষকের নাম বলুন এবং তাদেরকে পছন্দের তালিকায় রাখার কারণও বলতে পারেন ❣️

05/10/2025

📘 বাংলা ক্লাস চলছে নাঈম স্যারের জাদুকরী উপস্থাপনায়!
ভাষার প্রতিটি নিয়ম, প্রতিটি অনুভব — এখন সহজ ও প্রাণবন্ত 💫
🔥 বাংলা বাজ নাঈম স্যার শেখাচ্ছেন এমনভাবে,
যাতে শেখা হয় আনন্দে, ভুলে যাওয়া যায় না সহজে!

🎯 ভর্তি চলছে —
সাতক্ষীরা নিউরন নার্সিং ভর্তি কোচিং
📍 উপজেলা নির্বাচন অফিসের সামনে, মুন্সিপাড়া, সাতক্ষীরা
📞 01894993330, 01619322910

Address

উপজেলা নির্বাচন অফিসার সামনে, মুন্সিপাড়া, সাতক্ষীরা
Satkhira
9300

Alerts

Be the first to know and let us send you an email when সাতক্ষীরা নিউরন নার্সিং ভর্তি কোচিং posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to সাতক্ষীরা নিউরন নার্সিং ভর্তি কোচিং:

Share