
26/07/2025
প্রিয় দূরত্ব তমা-
আমার তোমাকে প্রয়োজন,
দিন দুপুরে হাতে হাত রেখে রৌদ্রছায়ায় কিছুটা পথ হাঁটার জন্য আমার তোমাকে প্রয়োজন।
মাঝরাতে ঘুম ভেঙ্গে গেলে মাথায় হাত বুলিয়ে পুনরায় চোখে ঘুম নামিয়ে আনার জন্য আমার তোমাকে প্রয়োজন।
আমার খারাপ অভ্যাসগুলো শুধরিয়ে দেয়ার জন্য আমার তোমাকে প্রয়োজন।
ঠিকঠাক ভাবে গড় আয়ু পর্যন্ত বেঁচে থাকার জন্য আমার তোমাকে প্রয়োজন।
প্রচন্ড জ্বরে গায়ে যখন অসুখের মাত্রা ১০৫ ঠিক সেই মুহূর্তে কপালে চুমু খেয়ে জলপট্টি লাগিয়ে দেয়ার জন্য আমার তোমাকে প্রয়োজন।
আমার সুখের দিনগুলোতে তোমাকে একটিবার জড়িয়ে ধরার জন্য আমার তোমাকে প্রয়োজন।
ব্যস্ততায় আচ্ছন্ন তোমার এই দীর্ঘ জীবন থেকে কয়েকটা দিন দেবে কি আমায় যেসব দিনগুলোতে তুমি পাশে থেকে আমার এই প্রয়োজন মিটাবে।