ARIF হাতগুলো যখন পিছলে যায় হাত থেকে..
হাজারো প্রতিশ্রুতি তখন মুখ লুকিয়ে হাসে!!
(6)

প্রিয় দূরত্ব তমা-আমার তোমাকে প্রয়োজন,দিন দুপুরে হাতে হাত রেখে রৌদ্রছায়ায় কিছুটা পথ হাঁটার জন্য আমার তোমাকে প্রয়োজন।...
26/07/2025

প্রিয় দূরত্ব তমা-
আমার তোমাকে প্রয়োজন,
দিন দুপুরে হাতে হাত রেখে রৌদ্রছায়ায় কিছুটা পথ হাঁটার জন্য আমার তোমাকে প্রয়োজন।

মাঝরাতে ঘুম ভেঙ্গে গেলে মাথায় হাত বুলিয়ে পুনরায় চোখে ঘুম নামিয়ে আনার জন্য আমার তোমাকে প্রয়োজন।

আমার খারাপ অভ্যাসগুলো শুধরিয়ে দেয়ার জন্য আমার তোমাকে প্রয়োজন।
ঠিকঠাক ভাবে গড় আয়ু পর্যন্ত বেঁচে থাকার জন্য আমার তোমাকে প্রয়োজন।

প্রচন্ড জ্বরে গায়ে যখন অসুখের মাত্রা ১০৫ ঠিক সেই মুহূর্তে কপালে চুমু খেয়ে জলপট্টি লাগিয়ে দেয়ার জন্য আমার তোমাকে প্রয়োজন।

আমার সুখের দিনগুলোতে তোমাকে একটিবার জড়িয়ে ধরার জন্য আমার তোমাকে প্রয়োজন।

ব্যস্ততায় আচ্ছন্ন তোমার এই দীর্ঘ জীবন থেকে কয়েকটা দিন দেবে কি আমায় যেসব দিনগুলোতে তুমি পাশে থেকে আমার এই প্রয়োজন মিটাবে।

আমি বৃষ্টি ভালোবাসি তুমিও কি তাই..!মেঘের নিচে চুপচাপ হেঁটে যেতে তোমারও কি ইচ্ছে হয়!বৃষ্টির ফোঁটায় ভিজে গেলে তোমারও কি ...
25/07/2025

আমি বৃষ্টি ভালোবাসি তুমিও কি তাই..!
মেঘের নিচে চুপচাপ হেঁটে যেতে তোমারও কি ইচ্ছে হয়!

বৃষ্টির ফোঁটায় ভিজে গেলে তোমারও কি মনে পড়ে কোন মুখ!
যে নাম মুখে না বলেও তোমার প্রতিটি নিঃশ্বাসে লুকিয়ে থাকে,

বৃষ্টি এলে আমি জানলায় দাঁড়ায় ভাবতে থাকি ,
এই বুঝি তুমি এসে ডাকলে চলো না একসাথে বৃষ্টিতে ভিজি,
ভালোবাসি কথাটা না হয় আজ বৃষ্টিকে বলি,

তুমি কি জানো বৃষ্টি মানে আমার কাছে তুমি, ভেজা রাস্তা ধুয়ে যাওয়া পথ আর মনে জমে থাকা হাজারো না বলা কথা।❤️‍🩹

পৃথিবীতে কেউ কাউকে বোঝেনি কোনোদিন।বাবা কখনো বুঝেনি মা'র দুঃখটা ঠিক কোথায়? কেনো মা মাঝেমধ্যে মাবুদের কাছে মৃত্যু কামনা কর...
24/07/2025

পৃথিবীতে কেউ কাউকে বোঝেনি কোনোদিন।

বাবা কখনো বুঝেনি মা'র দুঃখটা ঠিক কোথায়? কেনো মা মাঝেমধ্যে মাবুদের কাছে মৃত্যু কামনা করতেন। মা'ও কোনোদিন বুঝেনি বাবার দুঃখটা, বুঝেনি কেনো বাবা কান্না করতে পারে না, কেনো বাবা বুকের ভেতর চাপা দীর্ঘশ্বাস নিয়ে জীবনভর শুধু আকাশ দেখেছেন।

বেকারত্বের অভিশাপ পকেটে ঠেসে ভরে দিয়ে যে প্রেমিকা চলে গিয়েছে স্বামীর দেশে, সেই প্রেমিকা ক্যারিয়ার বুঝলেও, এতটুকুন প্রেমিকের আবেগ বুঝেনি। প্রেমিকও বুঝেনি শুধু ভালোবাসা দিয়েই সংসার হয় না, সংসার করতে হলে ভালো একটা বাসাও লাগে। চাকরি লাগে। দু'দিন পর পর বিয়ে ভেঙে দিতে তার ভাল্লাগে না, ভাল্লাগে না কাঁদতে।

এই পৃথিবীতে কেউ কাউকে ঠিকঠাক বুঝেনি কোনোদিন।

পাখির দুঃখ বুঝেছি লোহার পিঞ্জিরা, হরিণের দুঃখ বুঝেনি চিতাবাঘ, সমুদ্রের ঢেউের দুঃখ বুঝেনি পাথর, পায়ের দুঃখ বুঝেনি জুতা, আলো বুঝেনি জোনাকির দুঃখ, শীত বুঝেনি বৃক্ষের দুঃখ, বর্ষায় বোঝেনি ছাতার, পাহাড়ের দুঃখ বোঝেনি ঝর্না, ফুলের দুঃখ বুঝেনি ভোমর কিংবা কোকিলের দুঃখ বোঝেনি বে-রসিক কোনো মানুষ।

দিনশেষে এই নশ্বরে কেউ কাউকে বুঝেনি কোনোদিন, যেমন ধরো আমি তোমাকে, তুমি আমাকে, কিংবা আমাদের দু'জনকে বুঝেনি ভালোবাসা।

✍️ আরিফ হুসাইন

23/07/2025

আহ ! কি বেদনাদায়ক😢 !!
মাইলস্টোনের ছাত্র ছেলে মিরসাদ এর মৃত্যুর শোকে তার মাও মৃত্যুবরণ করলেন ‌!!!
😭😭

23/07/2025

আপনি কখনো বিপদে পড়েছেন?
পড়লে জানতে পারবেন এই সমাজ কতো নিষ্ঠুর,

আমাদের সভ্য সমাজের ভদ্রলোকরা ভিডিও দেখে কান্না করে অথচ আমাদের বাচ্চারা দগ্ধ শরীর নিয়ে সামনে দিয়ে হেঁটে যাচ্ছে তারা দাঁড়িয়ে ভিডিও করছে, সাহায্যের জন্য তার হাতটা একটু কেউ ধরার মানুষ হলো না, তার মানে তোমারা ও সুযোগে ভিউ আর ডলার ব্যবসায় লস করতে হাত ছাড়া করোনি, শুধু তোমাদের তোমাদের নিজেদের বাচ্চা না এইজন্য ব্যবসা টা দেখলে তাহলে এই কি তোমাদের মানবতা,..?
আসলে আমরা মানুষ রূপে জন্ম নিয়েছি কিন্তূ মানুষ হতে পারিনি।

গরিব রিকশাওয়ালা মামাকে, ১০ টাকা ভাড়া বেশি দিলে কি হয়? এই নিয়ে কতো প্রতিবাদ করছে আমাদের বাচ্চারা, সেই বাচ্চাদের দুর্ঘটনার সময়,
মামা ও তার চেহারা দেখিয়ে দিলেন, প্রথমে তো যেতে চাইলেন না পরে অবশ্যই যেতে চাইলেন কিন্তু,৪০ টাকার ভাড়া ১০০ টাকা,,!
তবুও আমাদের যেতে হয়েছে ১০০ টাকা দিয়ে কারন, বাচ্চাটার শরীর পুড়ে গেছে। তাড়াতাড়ি হাসপাতালে না নিলে বাঁচবে না।মামা শুধু আপনার নিজের সন্তান না বলে আপনিও সুযোগে ব্যবসা করে নিলেন।

স্কুলের আঙ্গিনায় দোকানদার কাকু ও বাদ দেইনি, সুযোগ পেয়ে ব্যবসার ক্ষতি করতে, যখন সন্তান গুলোর বাঁচানোর চেষ্টায় পানির সন্ধানে তার কাছে গেলো:
ভাই, পানি হবে? ২ লিটার পানি দেন, আমার বাচ্চাটা আগুন থেকে বের হয়ে শ্বাস নিতে পারছে না। ওকে পানি খাওয়াতে হবে।
:হ্যাঁ হবে। কিন্তু ৬০০ টাকা।
:কি বলেন ভাই? ২ লিটার পানি ৬০০ টাকা?
:জ্বি। নিলে ৬০০ টাকা দিয়ে নিতে হবে। অনেকেই পানি খুঁজতেসে। আপনি না নিলে অন্য করো কাছে বিক্রি করবো। অবশেষে সুযোগে দোকানদার কাকুও ব্যবসা করতে ছাড়লো না,
কার প্রতি দয়া মায়া দেখবেন আপনি? অন্য সময়ে আপনার সামনে মায়া কান্না করবে আর আপনার দুঃসময়ে এরা আপনার পরিস্থিতির ফায়দা তুলবে।
সবগুলো অমানুষ, সব।😭

22/07/2025

কোমলমতি বাচ্চা গুলোর লাশ নিয়ে নোংরা রাজনীতির খেলা বন্ধ করুন 😭😭

পাখি গুলো ফিরে আসলো না আর নীড়ে,সোনার খাঁচা গুলো চিরদিনের জন্য শূন্য হলো😭😭😭
22/07/2025

পাখি গুলো ফিরে আসলো না আর নীড়ে,
সোনার খাঁচা গুলো চিরদিনের জন্য শূন্য হলো😭😭😭

মা আজকে আর তারাতাড়ি ঘুমাবো না, কারন কাল থেকে আর স্কুলে যেতে হবে না! মাগো প্রতি সকালে স্কুলে না যাওয়ার নিয়ে কতো বাহানা ...
21/07/2025

মা আজকে আর তারাতাড়ি ঘুমাবো না, কারন কাল থেকে আর স্কুলে যেতে হবে না!
মাগো প্রতি সকালে স্কুলে না যাওয়ার নিয়ে কতো বাহানা করতাম, এখন থেকে স্কুল যাওয়া নিয়ে বাহানা করবো না মা,

ওমা,ম্যামের কাছ থেকে একটা দিন ছুটি বেশী করে নেওয়ার জন্য তোমাকে কতো অনুরোধ করতাম, আজ জানো মা,ম্যাম ছুটি দেওয়ার আগে দুনিয়া আমাকে ছুটি দিয়ে দিছে,

মা আমি যদি আর ঘরে না ফিরি তুমি কি আমায় খুঁজবে। মা মা,
ও মা,বাবা যদি আজ আমায় স্কুলে যেতে বারন করতো,
তাহলে হয়তো আমি বেঁচে যেতাম।

জানো মা যখন আগুনে সারা শরীল পুড়ে যাচ্ছিলো, তখন তোমার কথা খুব মনে পড়ছিলো, তখন ভাবছিলাম আমিতো মায়ের হাসি মুখের একমাত্র কারন, তাহলে আমি না থাকলে মা হাসবে কি করে,.!
তার পর অনেক চেষ্টা করেছি বাঁচার জন্য কিন্তূ নিষ্ঠুর নিয়তি আমার বাঁচতে দিলো না মা,

আমি কখনো যুদ্ধ বুঝিনি মা,
বুঝিনি আগুন কেন আসে,
বুঝিনি কেন স্কুলে যেতে গিয়ে
ফিরে আসা যায় না কখনো তোমার কাছে।

মা আমার ব্যাগে ছিলো তোমার গুছিয়ে দেওয়া রঙিন পেনসিল,
চকলেট, একটা খাতা আর ছবি আঁকা...
কিন্তু আগুন এসে সব পুড়িয়ে দিলো—
আমার স্বপ্ন, আমার আকাশ, আমার নাম।

শিশুগুলো জানতো না, আজই তাদের জীবনের শেষ সকাল।বাবা-মায়েরাও বুঝতে পারেনি, শেষবারের মতো ব্যাগটা গুছিয়ে দিচ্ছে। আকাশে ছিল রো...
21/07/2025

শিশুগুলো জানতো না, আজই তাদের জীবনের শেষ সকাল।
বাবা-মায়েরাও বুঝতে পারেনি, শেষবারের মতো ব্যাগটা গুছিয়ে দিচ্ছে। আকাশে ছিল রোদের আড়ালে লুকানো অশ্রুবর্ষা—নেমে এলো এক চিরকালীন বিদায় নিয়ে..😥
তবে কি জুলাই বার বার ফিরে আসে আমাদের সন্তানদের কেড়ে নিতে...!😢

21/07/2025

জুলাইতেই কেন বারবার এ দেশের সন্তানদের থেকে তুমি রক্ত নাও, খোদা?
আমরাই বা কত আর সইতে পারি?

নদীর দিকে তাকিয়ে ছিলাম দেখলাম নৌকা ভেসে যাচ্ছে স্রোতের সাথে, সে ফিরলো না আর অনুকূলে। এর পর থেকে নিয়ম করে ঘাটে আসি,রোজ ...
21/07/2025

নদীর দিকে তাকিয়ে ছিলাম দেখলাম নৌকা ভেসে যাচ্ছে স্রোতের সাথে, সে ফিরলো না আর অনুকূলে। এর পর থেকে নিয়ম করে ঘাটে আসি,রোজ অপেক্ষা করি যদি ফিরে আসে একবার দেখা হয় এক পলক , একটা সময় পর চিন্তা করি,অপেক্ষার শেষে আমি যদি দেখতে না পাই? তার পর সে যদি না ফেরে তখন ধরেই নিবো ফিরে আসেনি আর!

তাই এখনও প্রতিদিনের মতো নিয়ম করে নদীর স্রোতের দিকে তাকিয়ে থাকি। অবশেষে সে ফিরলো না, তার পর নিজেকে একদিন বুঝিয়ে নিতে বাধ্য হবো- আমার এই প্রতীক্ষা তো শুধু মাত্র বাহানা; আমি তো নদীর স্রোত দেখতে ভালোবাসি।

অতএব,দিন শেষে আমরা সবাই মানিয়ে নিতে শিখে যায়..❤️‍🩹

Address

Satkhira

Website

Alerts

Be the first to know and let us send you an email when ARIF posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share