ARIF এই যে মানুষ দুঃখ দিতে দক্ষ ভীষণ,
সেও জানুক আমি এখন হাসতে পারি।
(5)

হে আল্লাহ সেই সব মৃত মানুষ গুলোকে তুমি ক্ষমা করে দাও,যাদের জন্য দোয়া করার কেউ নেই।🤲🤲
07/11/2025

হে আল্লাহ সেই সব মৃত মানুষ গুলোকে তুমি ক্ষমা করে দাও,
যাদের জন্য দোয়া করার কেউ নেই।🤲🤲

কন্ঠের জাদুকরী।❤️
06/11/2025

কন্ঠের জাদুকরী।❤️

06/11/2025

আমার এই অন্ধকার দূর করার জন্য যে আলো জ্বলিয়া ছিলাম,
সেই প্রদীপের আগুনে আমার ঘর পুড়ে গেছে।💔🥹

এত তাড়াহুড়া করছো কেনো!মৃত্যুর দিকে যখন যাচ্ছ, ধীরে ধীরে যাও।পথের ধুলো যেন তোমার মনে রাখে, জীবনের প্রতিটা মোড়ে একটু বস...
03/11/2025

এত তাড়াহুড়া করছো কেনো!
মৃত্যুর দিকে যখন যাচ্ছ, ধীরে ধীরে যাও।

পথের ধুলো যেন তোমার মনে রাখে,
জীবনের প্রতিটা মোড়ে একটু বসো, একটু তাকাও!
কারণ মৃত্যু চাই তুমি সম্পূর্ণ হয়ে তার কাছে যাও।

27/10/2025

সব জায়গায় হাত দিতে নাই রে পাগলা।😁😂
#সকলবন্ধু

কোনদিন, ঠিক কোনদিন এই দেশে আমরা একটু নিরাপদে হাঁটতে পারব? কোনদিন আমরা নিশ্চিত হতে পারব যে—বাইরে বেরুলে একটা গাড়ি এসে আমা...
26/10/2025

কোনদিন, ঠিক কোনদিন এই দেশে আমরা একটু নিরাপদে হাঁটতে পারব? কোনদিন আমরা নিশ্চিত হতে পারব যে—বাইরে বেরুলে একটা গাড়ি এসে আমাকে পিষে দিয়ে যাবে না, মাথায় একটা ইট এসে পড়বে না, মেট্রোর বিয়ারিং প্যাড এসে থেঁতলে দিয়ে যাবে না?

ঢাকা শহরটাকে আমি বড্ড অবিশ্বাস করি।
এ যেনো সেজেছে চাকচিক্য মৃত্যুকূপে,
আর রাষ্ট্র একটা ঠান্ডা মাথার খুনি। 💔🥹

পছন্দের কত কিছু ছেড়ে দিয়েছি ছোট বেলার সেই আঠানা দামের চকলেট,-২টাকা দামের আইসক্রিম পছন্দের ছিলো খুব। কিন্তু সময়ে পরিবর্তন...
25/10/2025

পছন্দের কত কিছু ছেড়ে দিয়েছি ছোট বেলার সেই আঠানা দামের চকলেট,
-২টাকা দামের আইসক্রিম পছন্দের ছিলো খুব। কিন্তু সময়ে পরিবর্তনে ছেড়ে দিয়েছি,
মাঠির টুকরো কিংবা ইটের টুকরো গাছে ছুরে মেরে কাচা আম খাওয়া টা ছিলো অতি পছন্দের!
এখন ফ্রিজে থাকতে থাকতে পচে যায় কিন্তু খাওয়া হয় না ছেড়ে দিয়েছি।

পছন্দের খেলা ছেড়ে দিয়েছি,
বেশুরা গলায় পছন্দের গান গাওয়া ছেড়ে দিয়েছি।
পছন্দের জায়গাই ঘুরতে যাওয়া ছেড়ে দিয়েছি। পছন্দের অনেক কিছুই ছেড়ে আসা মানুষ আমি।
তুমাকে আমার পছন্দ! তাই বলে যে আমি তুমাকে ছাড়তে পারবো না। এমন টা ভাবার প্রয়োজন নেই! তুমি সেখানে যেতে পার যেখানে তুমার মন টানে। আমাকে ছেড়ে গিয়ে তুমি অন্য কোথাও ভালো থাকলে আমি তুমাকে সেখানে এগিয়ে দিয়ে আসতে চাই! তবুও তুমি অন্য কোথাও ভালো থাকো
©️

কোথায় যেন পড়েছিলাম 'পৃথিবীতে কেউ কারো জীবনে অপরিহার্য নয়,হঠাৎ অনুভব করলাম কথাটা আসলেই সত্যি, জীবন কারো জন্য কোথাও বিন...
23/10/2025

কোথায় যেন পড়েছিলাম 'পৃথিবীতে কেউ কারো জীবনে অপরিহার্য নয়,
হঠাৎ অনুভব করলাম কথাটা আসলেই সত্যি, জীবন কারো জন্য কোথাও বিন্দুমাত্র থেমে থাকে না।
চলে যায়,বরং সুন্দরভাবেই কেটে যায়,যে মানুষটা আপনাকে ছাড়া বাঁচতে পারবে না ভাবছেন,
তার জীবন থেকে হারিয়ে গিয়ে দেখেন, তার জীবনে কোন প্রভাব পড়ে কিনা!
দেখবেন সবকিছুই ঠিকঠাক চলছে, বড়জোর একটু হুটহাট আপনার অভাব বোধ হতে পারে, এর বেশি কিছুই না!

Azmir Hossen 🎂শুভ জন্মদিন স্নেহের ভাই  🎂🖤- জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন!! সুন্দর হোক তোর আগামীর পথচ...
21/10/2025

Azmir Hossen
🎂শুভ জন্মদিন স্নেহের ভাই 🎂

🖤- জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন!!
সুন্দর হোক তোর আগামীর পথচলা.!
ছোট ভাইয়ের প্রতি ভালোবাসা জন্মদিনের স্ট্যাটাস দিয়ে হয় না, ভালোবাসা অন্তরে থাকে..।।

- জীবনের প্রতিটা ধাপে তোর সফলতা আসুক।।
উজ্জ্বল আলোয় ফুটে উঠুক তোর জীবন।

- সুন্দর ও মধুময় হোক তোর আগামী দিনের লালিত স্বপ্ন... অদূর ভবিষ্যতের ইচ্ছা গুলো পূরণ হোক..।।

আনন্দময় হোক প্রতিটা মুহূর্ত। অটুট থাকুক তোর অমায়িক হাসিমাখা মুখখানি। এভাবেই পাশে থাকিস সারাজীবন।

আজকের এই বিশেষ দিনে মহান আল্লাহ তায়া’লার কাছে তোর নেক হায়াত, দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করি।দোয়া ও ভালোবাসা থাকবে সবসময়।

- আমার হৃদয়ের গভীর থেকে
তোমার জন্য শুভ কামনা।

❤️🥀শুভ জন্মদিন 🌸🌺🏵️

ও হ্যালো অধরা,,আমি জানি তুমি ধরা দেবে না, না এখন না কাল। হয়তো বছরের পর বছর যাবে, তবুও তোমার চুপচাপ চোখে কোন সাড়া থাকবে...
21/10/2025

ও হ্যালো অধরা,,
আমি জানি তুমি ধরা দেবে না, না এখন না কাল। হয়তো বছরের পর বছর যাবে, তবুও তোমার চুপচাপ চোখে কোন সাড়া থাকবে না, তবুও একটা বিশ্বাস জমে আছে বুকের পাড়ে।

যখন আমি একবারে থেমে যাবো, সব শব্দ নিঃশেষ হয়ে যাবে,শুধু হৃদপিণ্ডটা নিঃশব্দে বলবে তুমি,
তখনই তুমি আসবে, হয়তো তুমি হাত ধরবে না, হয়তো কোন কথা বলবে না, তবুও তুমি দাঁড়িয়ে থাকবে আমার চোখের শেষ দৃশ্য হয়ে,

আমি বিলীন হওয়ার আগেই তুমি ধরা দেবে এই আশা টুকু নিয়েই আমি সমস্ত জীবন কাটিয়ে দেবো,
এই প্রেম কোন অভিযোগ না, এই অপেক্ষা কোন অনুরোধে না,
শুধু নিঃশেষের ভিতর একটা স্বপ্ন গেঁথে রাখা,
শেষে একবার শুধু একবার তুমি এসে বলবে,
এই যে আমি এই যে আমি।

অন্যের বেদনা দেখে আনন্দিত হইয়ো না; এমনকি সে যদি তোমার শত্রুও হয়। কেননা, এই বেদনার মুহূর্ত স্রষ্টা যখনই তোমার জীবনে ফিরিয়...
20/10/2025

অন্যের বেদনা দেখে আনন্দিত হইয়ো না; এমনকি সে যদি তোমার শত্রুও হয়। কেননা, এই বেদনার মুহূর্ত স্রষ্টা যখনই তোমার জীবনে ফিরিয়ে দিবে, তখন উপহাসের শিকার সেই বেদনাকাতর মানুষটিও থাকতে পারে দর্শকের সারিতে। হয়তো তোমার বেদনা দেখে পপকর্ন খেতে খেতে সে তখন হাততালি দিবে।

জীবন এত আনপ্রেডিক্টেবল যে, পরিস্থিতি মুহূর্তেই ১৮০ ডিগ্রী কোণে ঘুরে যেতে পারে। মানুষের অসহায়ত্বে সংবেদনশীল আচরণ করো। পাশে দাঁড়াও। কাঁধে হাত রাখো। তোমার অসহায়ত্বেও তুমি সেটাই ফিরে পাবে।

ভালোবাসার বিপরীতে যেমন ভালোবাসাই ফিরে আসে; ঘৃণা ও অবজ্ঞার বিপরীতেও ফিরে আসে তুমুল ঘৃণা ও অবজ্ঞা।

সুতরাং, তুমি কি পেতে চাও; তা তোমাকেই ডিসাইড করতে হবে। তোমার কৃতকর্মের ফল অবশ্যই তোমাকে বুঝিয়ে দেওয়া হবে।
©️

Address

Satkhira
9442

Website

Alerts

Be the first to know and let us send you an email when ARIF posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share