ARIF এই যে মানুষ দুঃখ দিতে দক্ষ ভীষণ,
সেও জানুক আমি এখন হাসতে পারি।
(6)

Shout out to my newest followers! Excited to have you onboard! Nazir Hossin, মোঃহাফিজুল ইসলাম Hafiz, Suyeb Ahmed Ripon, ...
13/09/2025

Shout out to my newest followers! Excited to have you onboard! Nazir Hossin, মোঃহাফিজুল ইসলাম Hafiz, Suyeb Ahmed Ripon, Momo Rahman, Sabrina Aktar, Mantopia Pia, Mousumi Islam, Shahin Hassan Shanu, Majharul Choudhury, Moshiur Rahman, Abhishek Verma, Sahin Islam, Malika Hossain, নিশিথ দোলুই

ভালোবাসি বলেই কি এতো অপরাধ, এমন করো বেমালুম দোকান খুলে রেখেছো অবহেলার, সমুদ্র সেজে বসে আছো সামনে রেখে বালুর সৈকত যাতে চা...
11/09/2025

ভালোবাসি বলেই কি এতো অপরাধ, এমন করো বেমালুম দোকান খুলে রেখেছো অবহেলার, সমুদ্র সেজে বসে আছো সামনে রেখে বালুর সৈকত যাতে চাইলেই না আসতে পারি ছুটে।

ভালোবাসি বলেই কি এতো অপরাধ, আচরণ করো না চেনার,
কাঠের দোকান থেকে কিনে এনেছো রঙিন চশমা, কথা বলতে গেলে এমন ভাব করো যেনো লিফটের ভিতর ঘর বানিয়েছো,বলার মধ্যে শুধু বলো কথা কেটে কেটে আসছে.. পরে কথা বলি ,

ভালোবাসি বলেই কি এতো অপরাধ, এমন করো,
তবে এটাও মনে রেখো, আমিও লোকাল বাসে চড়া মানুষ হেলপারের বন্ধু, ভাড়া না দেওয়া যাত্রীর মতো চোখে চোখ রাখবো তোমায়,
তোমাকে ঠিকই চিনে নেবো এই প্রেমের টার্মিনালে হাজারো মানুষের মাঝখান থেকে।

Pc-AI Created,

09/09/2025

وَنُرِيدُ أَن نَّمُنَّ عَلَى الَّذِينَ اسْتُضْعِفُوا فِي الْأَرْضِ وَنَجْعَلَهُمْ أَئِمَّةً وَنَجْعَلَهُمُ الْوَارِثِينَ
দেশে যাদেরকে দূর্বল করা হয়েছিল, আমার ইচ্ছা হল তাদের প্রতি অনুগ্রহ করার, তাদেরকে নেতা করার এবং তাদেরকে দেশের উত্তরাধিকারী করার।
(সূরা কাসাস -৫)

পেয়ে যাবো ভেবেই-এমন অনেক কিছুই আমাদের পাওয়া হয় না,ছুঁতে পারবো-এমন অনেক কিছুকেই আমাদের ছুঁয়া হয় না।জীবন যেন এক কানা মাছির...
08/09/2025

পেয়ে যাবো ভেবেই-এমন অনেক কিছুই
আমাদের পাওয়া হয় না,
ছুঁতে পারবো-এমন অনেক কিছুকেই
আমাদের ছুঁয়া হয় না।
জীবন যেন এক কানা মাছির খেলাঘর।
পাওয়া না–পাওয়ার রেশ ধরে জীবন চলতে পারে না,
একদিন সবকিছু স্বাভাবিক হয়ে যায়;
না, কোনো কিছুই স্বাভাবিক হয় না।
আমরা পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিই-মানিয়ে নিতে হয়।
আমরা অভ্যস্ত হয়ে যাই,
জীবন আমাদের পরিয়ে দেয়-
ভালো থাকার–এক নতুন মুখোশ।
হয়তো বহু বছর পর আমাদের দেখা হবে, কিন্তু কথা হবে না,
সেদিন হাজার বছরের পরিচিত হলেও মনে হবে-
তুমি আর আমি কোনো এক আলাদা ভিনদেশি নাগরিক।

সব অসুখেরই ঔষধ আছে, তুমি কেন আমার হলে না এই অসুখের ঔষধ নাই ক্যান?জ্বর হলে নাপা, মাথাব্যথায় টাপনিল,মন খারাপে বন্ধু,একাকীত...
07/09/2025

সব অসুখেরই ঔষধ আছে, তুমি কেন আমার হলে না এই অসুখের ঔষধ নাই ক্যান?
জ্বর হলে নাপা, মাথাব্যথায় টাপনিল,
মন খারাপে বন্ধু,
একাকীত্বে বই কিংবা গান।
কিন্তু,
তুমি না থাকার এই রোগটার কোনো নাম নেই,
ঔষধ তো দূরের কথা।💔

মানুষ সুখ বেশি দিন ধরে রাখতে পারেনা , কিন্তূ দুঃখ পুষে রাখে বহু দিন অনন্ত কাল, বলার মতো অনেক কিছু থেকে যায়, কিন্তূ শোনা...
07/09/2025

মানুষ সুখ বেশি দিন ধরে রাখতে পারেনা ,
কিন্তূ দুঃখ পুষে রাখে বহু দিন অনন্ত কাল, বলার মতো অনেক কিছু থেকে যায়, কিন্তূ শোনার মতো মানুষ গুলো চলে যায়,
সাহারার ওপাশে নতুন ঠিকানায়,মাঝে বয়ে যায় মন খারাপের নদী, পরিবর্তনের ধারায়, রোদ্রে পুড়ে যায় স্মৃতির মাঠ,
আনন্দের বাগিচা ক্লান্ত পাখিরা উড়ে গেছে চিরতরে, আমি দুঃখের চাষ করি তাই নিরন্তর একান্তে পোড়া মন প্রান্তরে।💔

যান্ত্রিক নগরে এখন মাঝ রাত পেরিয়ে গেছে,কিছু জেগে থাকা প্রজাপতি আর প্রহরীর হুশিয়ারি, আমি এক দেশান্তরী জেগে আছি বড় একা।...
06/09/2025

যান্ত্রিক নগরে এখন মাঝ রাত পেরিয়ে গেছে,
কিছু জেগে থাকা প্রজাপতি আর প্রহরীর হুশিয়ারি, আমি এক দেশান্তরী জেগে আছি বড় একা।❤️‍🩹

আমি গোধূলি পরবর্তী বিবর্ণ আকাশ নীড়েশান্তি খুঁজতে গিয়ে দেখি,,,সে গোধূলির শেষ আলোয় পাড়ি জমিয়েছেনিকষ কালো মহাশূন্যের ভীড়ে।।...
06/09/2025

আমি গোধূলি পরবর্তী বিবর্ণ আকাশ নীড়ে
শান্তি খুঁজতে গিয়ে দেখি,,,
সে গোধূলির শেষ আলোয় পাড়ি জমিয়েছে
নিকষ কালো মহাশূন্যের ভীড়ে।।।

Address

Satkhira
9442

Website

Alerts

Be the first to know and let us send you an email when ARIF posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share