08/10/2023
💥💥💥২০১১ ও ২০১৫ বিশ্বকাপের মতো আরও একবার ইংল্যান্ড হারের সাক্ষী হয়তো হতে যাচ্ছি আমরা।
📌 আজকে যে মাঠে খেলা হয়েছে এই মাঠেই ইংল্যান্ডের সাথে খেলবে বাংলাদেশ।ধর্মশালার মাঠের আউটফিল্ড এতোটাই বাজে যে ইংল্যান্ডের প্লেয়াররা এইরকম মাঠে খেলে অভ্যস্থ না। পাশাপাশি এই মাঠে পেইস বোলারদের বোলিং করতে সমস্যা হয়। অন্যদিকে ম্যাচের শুরুর দিকে ব্যাটিং পিচ মনে হলেও এই মাঠে ব্যাটিং করা এতোটাও সহজ না। এছাড়া ফিঙ্গার স্পিনাররা এখানে অনেক সুবিধা পাবে।
📌 ইংল্যান্ডকে বাংলাদেশের সাথে এই মাঠে জিততে হলে অবশ্যই বাজবল এপ্রোচ থেকে বের হয়ে আসতে হবে। যদি ইংল্যান্ড বাজবল খেলার চেষ্টা করে তাহলে নিশ্চিত ধরা খাবে।
📌 বাংলাদেশের জন্য যেমন আফগানিস্তান, নেদারল্যান্ডস, শ্রীলঙ্কার ম্যাচ গুলো মাস্ট উইন ম্যাচ তেমনি ইংল্যান্ডের জন্য বাংলাদেশের ম্যাচটাও হবে মাস্ট উইন ম্যাচ। এই ম্যাচে ইংল্যান্ড অনেক প্রেশারে থাকবে। তার উপর ইংল্যান্ড রান রেটে অনেক পিছিয়ে আছে। এই রান রেট ব্যবধান কমাতে গেলে বাংলাদেশের সাথে বড় ব্যবধান জিততেই হবে তাদের। আর বড় ব্যবধানে জিততে গেলে আগে ব্যাটিং করলে অনেক রান করতে হবে কিংবা পরে ব্যাট করলে কম ওভার খেলে ম্যাচ জিততে হবে । সুতরাং এইভাবে জয় নিশ্চিত করতে গেলে তাদের খেলার এপ্রোচ আগের মতোই থাকবে বলে আশা করা যায়। কিন্তু এই মাঠে ইংল্যান্ডের জন্য এইরকম ভাবে জয় নিশ্চিত করা কঠিন হবে।
📌 বাংলাদেশ টি২০ তে ওয়ান ডে ফরম্যাটের থেকে দূর্বল। কিন্তু তবুও ইংল্যান্ডকে হোয়াইট ওয়াশ করেছে। ইংল্যান্ডকে টি২০ সিরিজ হারানোর কনফিডেন্স বাংলাদেশের এই ম্যাচে কাজে দিবে।
📌 বাংলাদেশের ব্যাটসম্যানদের দায়িত্ব নিতে হবে। যদি বাংলাদেশের ব্যাটসম্যানরা ভালো করে তবে ভালো কিছু হবেই ইনশাআল্লাহ।
📌সব মিলিয়ে বাংলাদেশের ইংল্যান্ডের সাথে জিতার প্রবল সম্ভাবনা রয়েছে ইনশা' আল্লাহ।
🥰"দেখা হচ্ছে ১০ তারিখ বিশ্ব চ্যাম্পিয়নদের সাথে"🥰