25/05/2024
উপন্যাস ব্যাখ্যা করতে গিয়ে রাত হল গভীর
এতে দোষটা কোথায় কবির
তুমি আমাকে পদ্মজার মতো ভালোবাসো তোমাকে আমি রানীর মতো রাখবো
লাবণ্যের বেটার অপশন খুঁজোনা, পরে তিলে তিলে আফসোস করবা
তুমি আমাকে ভালোবাসো আমি তোমার জন্য জীবনও দিয়ে দিবো
পদ্মাজা উপন্যাসের আমিরের শেষ চিঠি ছিলো
আমি নিষ্ঠুর তুমি মায়াবতী, আমি ধ্বংস তুমি সৃষ্টি
আমি পাপ তুমি পবিত্র এত অমিলও কেন হলো মিলন
তুমি পদ্মাজা হও আমি তোমাকে আমিরের মতো ভালোবাসবো
পদ্মজা উপন্যাসের সবচেয়ে কষ্টের দিকটা হল হেমলতার মৃত্যু
পূণার মৃত্যু মৃদুলের পাগলামি লিখন সাহেবের হেরে যাওয়া
আমিরের মৃত্যু
আমিরের হত্যার পর পদ্মজার উক্ত ছিল
ক্ষমা করো পৃথিবী আমি তাকে ঘৃণা করতে পারিনি
নিষ্ঠুর মৃত্যু দিতে পারিনি তার পাঁচটি আঙ্গুল আমার নির্ভরতা
যার বুকের পাজরে লেগে থাকা ঘামের গন্ধ আমার সবচেয়ে প্রিয়
যার এলোমেলো চুলে আমি হারিয়ে যাই তুমি আমার স্বামী
আমি তাকে ভালোবাসি যেমন সত্য চন্দ্র সূর্য তেমন সত্য
আমি তাকে ভালোবাস
প্রিয়তমা উপন্যাসে নিলা ইমরানকে বলেছিল
কতটা চাও তুমি আমাকে
ইমরান বলেছিলো
তুমি হাজার বার রাগ করো
হাজারবার আঘাত করো
মন ভরে অপমান কর
তুমি আমাকে তেল তেল করে শেষ করে দাও
আমাকে মৃত্যুর মতো যন্ত্রণা দাও
তবুও তোমাকে অনুরোধ করি
আমাকে ছেড়ে যেও না
আমাকে বাঁচিয়ে রেখে তুমি অন্য কারো হয়ো না
(উপন্যাসের কবি আতিক)
🖤🌺কেমন হয়েছে কমেন্ট করে জানাবা 🖤🌺