স্কুল জীবনের আডডা

স্কুল জীবনের আডডা নাম:আতিক হাসান
বাসা : নলতা
উপজেলা: কালিগঞ্জ
জেলা: সাতক্ষীরা
বিভাগ: খুলনা
রাজধানী: ঢাকা
দেশ‍: বাংলাদেশ

26/09/2024

■ 😏-রিয়েক্ট দিবি -নাতো.!🙄
Ok--------!!🤨
আমার - আইডির- সামনে- দিয়া- যাইস .!!☹️😕 !!
পা ,! ভাইঙ্গা!! হাতে!! ধরাই!!
দিমু!!😾🔨-🤭🤭

19/09/2024

🥰🌺—এড়িয়ে চলা স্মার্ট বন্ধুর চেয়ে,
"স্বরণ করা কামলা বন্ধুই..
>উত্তম...)🥹🚫

12/09/2024
🥰🥰আমার মহা রানীর সে  হাসি দেখে হয়েছিল সবাই খুশি 🙂🙂যে সময় আমি ছিলাম মহা রানীর পাশে সে সময় চাঁদটা ও মুচকি মুচকি হাসে🥰😍 ফুল...
31/08/2024

🥰🥰আমার মহা রানীর সে হাসি দেখে হয়েছিল সবাই খুশি 🙂🙂যে সময় আমি ছিলাম মহা রানীর পাশে সে সময় চাঁদটা ও মুচকি মুচকি হাসে🥰😍 ফুল থাকতে ফুলের মূল্য কেউ দিলো না এজন্য আমার মহা রানীকে আমি আতিক পেলাম না🥹😅 সে যদি আমার হতো আমার জীবনটা অনেক সুন্দর হতো 🥹😢

🥰🥰আমার ভালোবাসা পূর্ণতা পেল না🥹😅 আমার ভালোবাসা আমার রানী বুঝলেও সমাজ ও পরিবার বুঝলো না🥹😢 আমার রানী পেল অনেক কষ্ট পুরা পৃ...
28/08/2024

🥰🥰আমার ভালোবাসা পূর্ণতা পেল না🥹😅 আমার ভালোবাসা আমার রানী বুঝলেও সমাজ ও পরিবার বুঝলো না🥹😢 আমার রানী পেল অনেক কষ্ট পুরা পৃথিবীকে বিদায় জানিয়ে তার জীবন করলো নষ্ট 😭😭তার কবরে দিয়ে ছিলো অনেকটা বাঁশ আমাকে করে দিয়ে গেল জীবন্ত লাশ 😭😢খোদা আমার রানীর সাথে আমার নিলো না 😿👩‍❤️‍👨আমাকে বাঁচিয়ে রেখে রানীকে আমার করলেন না 🥹😅আমার রানীকে যদি পেতাম অনেক হাসি খুশি থাকতাম 😿👀হে আল্লাহ আমার রানীকে আপনি জান্নাতবাসী কইরেন🤲🤲 আমাকে না পেয়ে সে আপনার ডাকে সাড়া দিয়ে আপনার কাছে চলে গেছে🥹😭 তার দোশ সকল গোন্নাহ মাফ করে দিয়েন🤲🤲 তাকে কষ্ট দিয়েন না🥹🥹 তাকে জান্নাতবাসী করে দিয়েন আমিন ।🤲🤲🤲🤲

He ain't a fictional character, he's our real super hero🇧🇩❤️‍🔥Respect for you 🫡 Brother ❤️
17/07/2024

He ain't a fictional character, he's our real super hero🇧🇩❤️‍🔥
Respect for you 🫡 Brother ❤️

14/07/2024

🖤🌺তুমি ভোরের মিষ্টি বাতাস
তোমাকে মেকআপ ছাড়া দেখে আমি তো হতাশ🌺😁

02/06/2024

🖤🌺নিজেকে বড় মনে করে অন্যকে ছোট করো না
নিজের মুখের ভাষা দিয়ে অন্যকে কষ্ট দিয়ো না
তোমার গুন বা ক্ষমতা দিয়ে অন্যকে হতাশা করো না
অন্যর ভুলকে সুদরাবার সুযোগ দাও অপমানিত করো না
সবাই সব ব্যথা সহ্য করতে পারে না
নিজের সৌন্দর্য নিয়ে অন্যকে তোমার সাথে তুলনা করো না

তার দেওয়া কষ্ট তোমাকে ভালো থাকতে দিবে না 🌺🖤

02/06/2024

🌺🖤পেন্সিল হারানোর বয়সটা ভালো ছিল
মানুষ হারানোর বয়সটা খুব ভয়ঙ্কর 🖤💔

25/05/2024

উপন্যাস ব্যাখ্যা করতে গিয়ে রাত হল গভীর
এতে দোষটা কোথায় কবির
তুমি আমাকে পদ্মজার মতো ভালোবাসো তোমাকে আমি রানীর মতো রাখবো
লাবণ্যের বেটার অপশন খুঁজোনা, পরে তিলে তিলে আফসোস করবা
তুমি আমাকে ভালোবাসো আমি তোমার জন্য জীবনও দিয়ে দিবো
পদ্মাজা উপন্যাসের আমিরের শেষ চিঠি ছিলো
আমি নিষ্ঠুর তুমি মায়াবতী, আমি ধ্বংস তুমি সৃষ্টি
আমি পাপ তুমি পবিত্র এত অমিলও কেন হলো মিলন
তুমি পদ্মাজা হও আমি তোমাকে আমিরের মতো ভালোবাসবো
পদ্মজা উপন্যাসের সবচেয়ে কষ্টের দিকটা হল হেমলতার মৃত্যু
পূণার মৃত্যু মৃদুলের পাগলামি লিখন সাহেবের হেরে যাওয়া
আমিরের মৃত্যু
আমিরের হত্যার পর পদ্মজার উক্ত ছিল
ক্ষমা করো পৃথিবী আমি তাকে ঘৃণা করতে পারিনি
নিষ্ঠুর মৃত্যু দিতে পারিনি তার পাঁচটি আঙ্গুল আমার নির্ভরতা
যার বুকের পাজরে লেগে থাকা ঘামের গন্ধ আমার সবচেয়ে প্রিয়
যার এলোমেলো চুলে আমি হারিয়ে যাই তুমি আমার স্বামী
আমি তাকে ভালোবাসি যেমন সত্য চন্দ্র সূর্য তেমন সত্য
আমি তাকে ভালোবাস
প্রিয়তমা উপন্যাসে নিলা ইমরানকে বলেছিল
কতটা চাও তুমি আমাকে
ইমরান বলেছিলো
তুমি হাজার বার রাগ করো
হাজারবার আঘাত করো
মন ভরে অপমান কর
তুমি আমাকে তেল তেল করে শেষ করে দাও
আমাকে মৃত্যুর মতো যন্ত্রণা দাও
তবুও তোমাকে অনুরোধ করি
আমাকে ছেড়ে যেও না
আমাকে বাঁচিয়ে রেখে তুমি অন্য কারো হয়ো না


(উপন্যাসের কবি আতিক)

🖤🌺কেমন হয়েছে কমেন্ট করে জানাবা 🖤🌺

22/05/2024

শূন্যতা
দুইজনে দুইজনের হাত
হেঁটে যেতে যেতে
হঠাৎ তাকিয়ে দেখি
আমার শূন্যতার ছুঁয়ে আছি আর তুমি •••••••••••••••

উপন্যাস•• বিষাদের আয়ু তিন প্রহর

21/04/2024

"স্মৃতির শহর"

জন্মেছি আমি যেথায় আমার প্রিয় শহর
অচেনা লাগছে কিছু পাল্টে যাচ্ছে প্রহর।
তাকিয়ে থাকি আমি ভাবি কত স্মৃতি
সুখ দুঃখ আনন্দ ভালবাসার গীতি।

বিশাল মাঠ ছিল ছায়াবীথি ঘেরা
মেঠো ছোট পথ ছোট ছোট পাড়া।
এখন কলরব শুধু অচেনা সব মুখ
আপন পর চিনি না বুঝিনা সুখ দুখ।

এদিক ওদিক তাকায় খুঁজি যেন কিছু
পুরনো স্মৃতি ডাকে আমায় কি পিছু ?
পুরনো কিছু দেখেই সোজা হয়ে দাঁড়াই
আজও আমি শহরে স্মৃতি খুঁজে বেড়াই ।

( আতিক হাসান)(২১/০৪/২০২৪

Address

Satkhira

Alerts

Be the first to know and let us send you an email when স্কুল জীবনের আডডা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share