
14/02/2024
এই ৬টি মার্কেটিং প্লান জানলে আপনি ব্যবসায় প্রচুর লাভবান হবেন!
1. আপনার কোম্পানি অথবা ব্যাবসার মিশন এবং ভিশন নির্ধারন করতে হবে যেমন আপনার কোম্পানি অথবা ব্যাবসার অবস্থান এখন কোথায় আছে এবং এখান থেকে ১ বছর অথবা ৩ বছর অথবা ৫ বছর পরে আপনি কোন অবস্থানে দেখতে চান এটা নির্ধারন করতে হবে সঠিক পরিকল্পনা করতে হবে এবং সে অনুযায়ি কাজ করতে হবে
2. মার্কেট এবং কম্পিটিটর যাচায় করতে হবে, আপনি যে পন্য অথবা সেবা নিয়ে ব্যাবসা করবেন সেটার মার্কেট যাচায় করতে হবে এবং আপনার কম্পিটিটর কারা আছে তারা কোন দিকটা ভালো করছে এবং আপনি তাদের থেকে কি ভাবে এগিয়ে থাকতে পারবেন সেটা সবসময় লক্ষ রাখতে হবে।
3. আপনার টার্গেটেড কাস্টমার কে অথবা কারা এটা নির্ধারন করতে হবে যেমন আপনি যে পন্য অথবা সেবা দিবেন এটা কাদেরকে দিবেন , এই পন্য অথবা সেবা কাদের দরকার এটা আপনাকে নির্ধারন করতে হবে।
4. আপনার মার্কেটিং পদক্ষেপ ঠিক করতে হবে যেমন আপনার পন্য অথবা সেবা সঠিক ভাবে টার্গেটেড গ্রাহক অথবা ভোক্তা নিকট পৌছাতে হবে এবং বিক্রয় নিশ্চিত করতে হবে।
5. বর্তমান মার্কেটিং স্ট্রেজি ফলো করতে হবে যেমন ধরুন আপনার পন্য অথবা সেবা কোথায় গেলে সেল হবে এটা আপনাকে সঠিক ভাবে জানতে হবে যেমন অনলাইনে পন্য অথবা সেবা সেল করতে হলে ফেইচবুক এড ক্যাম্পেইং খুবি জনপ্রিয় এবং এখান থেকে ভালো সেল জেনারেট হয়।
6. আপনার পন্য অথবা সেবা সেল হওয়ার জন্য মার্কেটিং এ একটি নির্দিষ্ট বাজেট রাখতে হবে এতে আপনার পন্যের সেল নিশ্চিত হবে এবং আপনার একটি ব্রান্ড ভ্যালু তৈরি হবে।
এই ছয়টি বিষয় যদি আপনি লক্ষ রেখে আপনি ব্যাবসা করেন তাহলে আপনার সেলস বহুগুনে বেড়ে যাবে।।
আমি সারাফাত হোসেন ডিজিটাল মার্কেটিং এবং ওয়েবসাইট ডেভেলপমেন্ট সেবা প্রদান করে থাকি তাছাড়া ওয়েবসাইট ডেভেলপমেন্ট এবং ডিজিটাল মার্কেটিং রিলেটেড যেকোনো বিষয় জানার জন্য আমাকে ইনবক্স করতে পারেন এবং ফ্রি পরমর্শ সেবা গ্রহন করতে পারবেন। আমার পোষ্টগুলা আপনার ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে পারেন আপনাদের লাইক কমেন্ট এবং শেয়ার আমাকে অনুপ্রাণিত করে। ধন্যবাদ।