Mamun&Brothers

Mamun&Brothers Social activities

বাহিরে বৃষ্টি হচ্ছে সেই আনন্দে গাব খাইতেছি
11/07/2025

বাহিরে বৃষ্টি হচ্ছে সেই আনন্দে গাব খাইতেছি

অনেকের কাছে আমি একজন উদ্যোক্তা আবার অনেকের কাছে চাকরিজীবি! চাকরি সাথে ব্যবসা  দুটোই চালিয়ে নিতে ছুটে চলতে হয় , চলতে হবে!...
29/06/2025

অনেকের কাছে আমি একজন উদ্যোক্তা আবার অনেকের কাছে চাকরিজীবি! চাকরি সাথে ব্যবসা দুটোই চালিয়ে নিতে ছুটে চলতে হয় , চলতে হবে! চাকরি আমাকে নতুন মানুষ দের সাথে পরিচয় করায় তাদের থেকে শিখি নতুন সম্ভাবনার ইঙ্গিত দেয়, নতুন সপ্ন দেখায়!

17/06/2025

ইহুদী ধর্মের জাতির পিতা এবং ইসলাম ধর্মের জাতির পিতা একজন ই, হযরত ইবরাহীম(আঃ)।
ইবরাহীম(আঃ) এর দুই পুত্র, ইসহাক(আঃ) আর ইসমাইল(আঃ)।

হয়রত ইসহাক(আঃ) এর পুত্র ছিলেন হযরত ইয়াকুব(আঃ), উনার আরেক নাম ইস/রা/ইল। এই ইয়াকুব(আঃ) এর বংশকে আল্লাহ্ তা'আলা বনি-ই/সরা/ইল নামে সম্বোধন করেছেন।

হযরত ইয়াকুব(আঃ) এর ১২সন্তানের মধ্যে ১জনের নাম ছিলো ইয়াহুদা। এই ইয়াহুদা এর বংশই পরবর্তীতে সবচেয়ে বেশি বিস্তার লাভ করে।
তাই, বনি-ই/সরা/ইল এর আরেক নাম ই/হু/দী।

ই/হু/দী ধর্ম আর বংশ দুটো আলাদা।
সব ইহুদী বংশের লোক ইহুদী ধর্মের হলেও সব ইহুদী ধর্মের লোক ই ইয়াহুদার বংশ নয়।
এই ইয়াহুদা ই কিন্তু তার আপন ভাই ইউসুফ(আঃ) কে কূপে ফেলে হত্যা করতে চেয়েছিল!

৪ হাজার বছর আগে ইসহাক(আঃ) এর মৃত্যুর পর ইয়াকুব(আঃ) আল্লাহ্‌'র নির্দেশে শামনগরী (সিরিয়া) থেকে কেনানে হিজরত করেন। এই কেনান ই বর্তমানের ফিলিস্তিন।

এরপর কেনানে (ফিলিস্তিন) দুর্ভিক্ষ দেখা দিলে ইয়াহুদা তার সব ভাই এর সাথে মিশরে চলে যায় এবং মিশরে বসবাস শুরু করে।

মিশরের তখনকার রাজা ছিলেন ইউসুফ(আঃ), যিনি ইয়াকুব(আঃ) এর ১২সন্তানের মধ্যে ১১তম। সেই কারণে ইয়াহুদা ও তার বংশ মিশরে অনেক দাপটের সাথে থাকতে শুরু করে।

তারপর কালের পরিক্রমায় ক্ষমতা যায় ফারাও রাজাদের হাতে। ফেরাউন এসে বনি-ই/সরা/ইলদের এত অত্যাচার শুরু করে যে এরা সারাদিন 'ইয়া নাফসী' 'ইয়া নফসী' করতো।
তখন আল্লাহ্ তাদের কাছে পাঠালেন মূসা(আঃ) আর তাওরাত কিতাব। মুসা(আঃ) ফেরাউনকে নীলনদে ডুবানোর মাধ্যমে বনি-ই/সরা/ইল মুক্তি পায়।

তারপর মূসা(আঃ) সবাইকে নিয়ে কেনানে (ফিলিস্তিন) ফিরে যান। পরে তারা সেখানে গিয়ে আল্লাহ্‌'র অশেষ রহমত পাওয়া সত্ত্বেও মুসা(আঃ) এর ওফাতের পর আবার আল্লাহ্‌ কে ভুলে যায়, গরুপূজা সহ নানা রকম অনাচার শুরু করে।

তারপর তাদের মধ্যে ক্ষমতার লোভে নিজেদের একতা ভেঙ্গে যায়, ভিনদেশীরা তাদের এই সুযোগ কাজে লাগিয়ে তাদের আবার গোলাম বানিয়ে অত্যাচার করতে থাকে।
এর ১০০বছর পরে দাউদ(আঃ) আর উনার ছেলে সুলাইমান(আঃ) এর মাধ্যমে আল্লাহ তা'আলা আবারও এই অত্যাচার থেকে তাদেরকে মুক্তি দেন।

তারা প্রতিজ্ঞা করে"আল্লাহ্ তায়ালা ইসহাক(আঃ) এর স্বপ্নে কেনানকে ইহুদীদের জন্য প্রমিজ ল্যান্ড হিসেবে দিয়েছেন, এটা তাদের জয় করে নিতে হবে।"
এটাকে তারা 'জেকব লেডার ড্রিম' বলে।

তাই তারা যতবারই বিতাড়িত হয়েছে ততবার‌ই তারা এই ভূমিতে ফিরে আসতে চাই।
কখনো গৃহহীন হয়ে যাযাবরের মতো ঘুরেছে,
ব্যবিলনীয় সাম্রাজ্যের দ্বারা গণহ/ত্যার শিকার হয়েছে,
রোমান সাম্রাজ্যের দ্বারা সিরিয়া থেকে আরব দেশে বিতাড়িত হয়েছে।
মহানবী(সাঃ) এর সময় তারা আরব দেশ থেকে বিতাড়িত হয়ে চলে যায় ইউরোপে।
আর উমার(রা:) ফিলিস্তিন ও আল-আকসা বিজয় করেন।
আজ ইস/রা/য়েলের এতো ঘনিষ্ঠ বন্ধু ইউরোপও তখন তাদেরকে আশ্রয় দেয়নি।

বনি-ইস/রা/ইলের এমন পরিণতির কারণ আল্লাহ তায়ালা এর শা/স্তির পাশাপাশি তাদের ব্যবহার!
তখনকার লোকদের ভাষ্যমতে, তারা অত্যন্ত ধূর্ত প্রকৃতির মানুষ ছিল।

ই/হু/দীরা বেশিরভাগ ব্যবসায়ী ছিল আর তাদের ব্যবসা অন্যদের থেকে কৌশলগতভাবে আলাদা ছিলো, যার কারণে যাযাবরের মতো ঘুরলেও তাদের অর্থ-সম্পদ ভালোই ছিল। সেই অর্থ-সম্পদ এর দাপট দেখিয়ে তারা সেইসব এলাকার স্থানীয় লোকদের উপরই ছড়ি ঘুরাতো।
তাই তারা সেইসব এলাকার রাজা ও বাসিন্দাদের দ্বারা বার বার বিতাড়িত হতো।

বিভিন্ন ঘাত-প্রতিঘাত সহ্য করার পর তারা একসময় বুঝতে পারে যে, যেকোনো সমাজকে নিজেদের নিয়ন্ত্রণে রাখতে গেলে শিক্ষা ও অর্থের বিকল্প নেই।
তাই তারা শিক্ষা অর্জন ও অর্থ উপার্জনের উপর গুরুত্ব দেয়।
তারা বিশ্বাস করে, কেনান তাদের জন্য সৃষ্টিকর্তা কর্তৃক বরাদ্দকৃত ভূমি।
তারা এটাও বিশ্বাস করে যে, একসময় তাদের একজন মসিয়াহ্‌(দাজ্জাল) এসে তাদের এই ভূমিকে উদ্ধার করে দিবে।

১৮ শতাব্দীতে ই/হু/দীরা তাদের ধর্ম-পরিচয় গোপন করে ইউরোপে বসবাস শুরু করে।
তখন থিওডোর হার্জেল নামে তাদেরই একজন ব্যবসায়ী ফিলিস্তিনকে নিজেদের দখলে আনার লক্ষ্যে ১৮৯৭ সালে জিওনিজম আন্দোলন শুরু করে ই/হু/দীদেরকে আবারও নতুন করে স্বপ্ন দেখানো শুরু করে।
এই আন্দোলনকে যারা সমর্থন করে, তাদেরকে জিওনিস্ট বলে।

যেহেতু ই/হু/দীরা অনেক শিক্ষা অর্জন আর অর্থ উপার্জন করেছিলো, তাই তাদের মধ্যে কিছু সংখ্যক মানুষ ইউরোপে ধর্ম গোপন করে থাকলেও কেউ কেউ মেধার জোরে ইউরোপে গুরুত্বপূর্ণ পদ দখল করতে, বিজ্ঞানী হিসেবে স্বীকৃতি পেতে শুরু করে।
তখন তারা শুধুমাত্র পদ দখল করেই থেমে থাকেনি, সেই সাথে নিজেদের একটা রাষ্ট্র গঠনেও প্রচুর সমর্থন সংগ্রহ করার চেষ্টা করতে থাকে।

তখন ইউরোপের সর্বোচ্চ পর্যায় থেকে সিদ্ধান্ত নেয়া হয়েছিলো, তাদেরকে আফ্রিকার উগান্ডায় থাকার ব্যবস্থা করে দেয়া হবে।
ঠিক এমন সময় শুরু হয় প্রথম বিশ্বযুদ্ধ।

প্রথম বিশ্বযুদ্ধের আগে যুক্তরাজ্য নিজেদের অস্ত্র সংরক্ষণের জন্য এক ধরনের গ্লিসারিন ইউজ করতো, যেটা আসতো জার্মানি থেকে।
কিন্তু যুদ্ধের সময় জার্মানি যুক্তরাজ্যের বিপক্ষে থাকায় গ্লিসারিন সরবরাহ বন্ধ করে দেয়।

তখন যুক্তরাজ্যকে সাহায্য করতে এগিয়ে আসে চাইম ওয়াইজম্যান নামক একজন ই/হু/দী গবেষক ও ব্যবসায়ী। তিনি গ্লিসারিন এর বদলে এসিটোন দিয়ে অস্ত্র সংরক্ষণের পদ্ধতি শিখিয়ে দেন এবং যুদ্ধে প্রচুর অর্থ সহায়তা দেন।
তার এমন অভুতপূর্ব অবদানের জন্য যুদ্ধের পর যুক্তরাজ্য যখন তাকে পুরস্কৃত করতে চায়, তখন সে জানায় যে তার একমাত্র পুরস্কার হবে তাদের প্রমিজল্যান্ড মানে ফিলিস্তিনে তাদের বসবাসের সুযোগ করে দেয়া!
এখানে উল্লেখ্য, চাইম ছিলেন জিওনিজম আন্দোলনের একজন গুরুত্বপূর্ণ সদস্য।

ফিলিস্তিন তখন ছিল উসমানী সালতানাতের দখলে। প্রথম বিশ্বযুদ্ধে পরাজয়ের পর তুরস্কের ক্ষমতা একেবারে নিঃশেষ হয়ে যায়। সেই সুযোগে ধাপে ধাপে ই/হু/দীরা ফিলিস্তিনে প্রবেশ করতে থাকে।
প্রথমে তারা ফিলিস্তিনিদের কাছে ঘর ভাড়া করে থাকতে শুরু করে, তারপর বেশি দামের লোভ দেখিয়ে সেগুলো কিনতে থাকে।

দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানি পরাজয়ের পর পুরো বিশ্বের ক্ষমতা ইউরোপের হাতে চলে যায়।
ই/হু/দীরা তখন স্থানীয় ফিলিস্তিনিদেরকে অত্যাচার-জোর-জবরদস্তি করা শুরু করলে ফিলিস্তিনিরা প্রতিবাদ করে।

তখনই ইউরোপ থেকে ঘোষণা আসে, পুরো ফিলিস্তিনের ৫৫ ভাগ থাকবে ফিলিস্তিনিদের দখলে আর বাকি ৪৫ ভাগ হবে ই/হু/দীদের।
৬লাখ ই/হু/দীর জন্য ৪৫% আর ১২কোটি ফিলিস্তিনির জন্য ৫৫% জায়গা!

জাতিসংঘ থেকে স্বীকৃতি পাওয়ার পর ই/হু/দীরা ইজ/রা/য়েল রাষ্ট্র প্রতিষ্ঠা করে।নবগঠিত এই রাষ্ট্রের প্রেসিডেন্ট হয় চাইম ওয়াইজম্যান।

ইজ/রায়ে/ল রাষ্ট্র গঠন হওয়ার ঠিক ৬ মিনিটের মধ্যে আমেরিকা তাদেরকে স্বীকৃতি দেয়!

আর এভাবেই যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ মদদে তারা ইয়াকুব(আঃ) এর সাথে কেনানে আসা যাযাবর থেকে আজকে গাজাকে ধ্বংসকারী দানবে পরিণত হয়েছে!

দিনের শেষ আলোয় আমরা দুই ভাই , কাঁকড়া প্রজেক্টে!
13/06/2025

দিনের শেষ আলোয় আমরা দুই ভাই , কাঁকড়া প্রজেক্টে!

অনেক দিক পর প্রসেসিং ইউনিটে ওয়ার্কিং মোমেন্ট !
12/06/2025

অনেক দিক পর প্রসেসিং ইউনিটে ওয়ার্কিং মোমেন্ট !

ইদের লম্বা ছুটি তবুও অবসরের জন্য আলাদা সময় থাকে না, ঢাকা শহরে রেস্টুরেন্ট এ আপনারা যে ফ্রেশ সফ্টসেল কাঁকড়া খেয়ে থাকেন স...
10/06/2025

ইদের লম্বা ছুটি তবুও অবসরের জন্য আলাদা সময় থাকে না, ঢাকা শহরে রেস্টুরেন্ট এ আপনারা যে ফ্রেশ সফ্টসেল কাঁকড়া খেয়ে থাকেন সেটার সাপ্লাই ঠিক রাখতে ছুটির দিন গুলো আমার জন্য কর্মব্যস্ত দিনে পরিনত হয়! আমার ব্যবসা ছোট হলেও চাকরি নামক দাসত্বের চেয়ে আমি ব্যবসায় বেশ সাচ্ছন্দ বোধ করি !

ব্যর্থ সমাজ চিনবেন কিভাবে? ১২ টি লক্ষণ আছে যা দেখে আপনি ব্যর্থ সমাজ চিনতে পারবেন:১. ব্যর্থ সমাজে মানুষ জ্ঞান-বিজ্ঞানে জে...
28/05/2025

ব্যর্থ সমাজ চিনবেন কিভাবে? ১২ টি লক্ষণ আছে যা দেখে আপনি ব্যর্থ সমাজ চিনতে পারবেন:

১. ব্যর্থ সমাজে মানুষ জ্ঞান-বিজ্ঞানে জেগে ওঠে না, জেগে ওঠে হুজুগে। সেখানে বই পড়া, মুক্তচিন্তা, বিজ্ঞানচর্চার অভ্যাস কম থাকে।

২. ব্যর্থ সমাজে মানুষ অর্থহীন সস্তা বিনোদনের পিছনে ছোটে। ফলে সস্তা বিনোদন দিয়েও এক শ্রেণীর মানুষ রাতারাতি প্রচুর জনপ্রিয়তা পায়।

৩. ব্যর্থ সমাজে দুর্নীতিবাজদের সবচেয়ে সফল মানুষ হিসেবে গণ্য করা হয়। লোকের চোখে তারাই রোল মডেল।

৪. ব্যর্থ সমাজে অশিক্ষিতরা আপনার ভাগ্য নির্ধারণ করার দায়িত্ব নেয়। মানুষ শিক্ষাকে কম, টাকা আর ক্ষমতাকে বেশি মূল্যায়ন করে।

৫. ব্যর্থ সমাজে প্রতিটি চিন্তাশীল মানুষের বিপরীতে হাজার হাজার বোকার হদ্দ থাকে এবং প্রতিটি সচেতন শব্দের বিপরীতে থাকে শত শত পচনশীল শব্দ।

৬. ব্যর্থ সমাজে উদ্যোক্তার চেয়ে চাকরিজীবীর দাম বেশি হয়। সেখানে উদ্যোক্তাদের কেউ সম্মান করে না।

৭. ব্যর্থ সমাজে চিন্তাশীল ব্যক্তির মূল্য বা ওজন কেউ বোঝে না। যে কঠিন সত্য বলে বাস্তবতাকে জাগিয়ে তোলার চেষ্টা করে তাকে কেউ গ্রহণ করে না।

৮. ব্যর্থ সমাজে তরুণ প্রজন্মের সামনে মহৎ কোনো লক্ষ্য থাকে না। যুবসমাজ সেখানে শর্টকাটে বড়লোক হবার রাস্তা খোঁজে।

৯. ব্যর্থ সমাজে সংখ্যাগরিষ্ঠ মানুষ হয় নির্বোধ। সমাজের তুচ্ছ বিষয় নিয়ে মানুষ আলোচনায় মেতে থাকে, মূল টপিকগুলো হারিয়ে যায়।

১০. ব্যর্থ সমাজে অর্থহীন তত্ত্ব দিয়ে মানুষকে দিনের পর দিন নেশাগ্রস্ত করে রাখা হয়। লোকজন এই নেশা কাটিয়ে উঠে সৃষ্টিশীল কাজে মনোনিবেশ করতে পারে না।

১১. ব্যর্থ সমাজে প্রতিটি গুরুত্বপূর্ণ বিষয়ে সবার একটি করে মতামত থাকে, কারণ সবাই সেখানে সবজান্তা!

১২. ব্যর্থ সমাজে মানুষ সমস্যার উপর দিয়ে ভেসে বেড়ায়, কিন্তু গভীরে প্রবেশ করতে পারে না। সমস্যা সমাধানের চেয়ে অন্যের ঘাড়ে দোষ চাপাতে সবাই বেশি সিদ্ধহস্ত হয়।

20/04/2025

▇ ২০ এপ্রিল, ২০২৫ খ্রীষ্টাব্দ, রবিবার।
কোরআনের আয়াতে আল্লাহকে যথাযথভাবে ভয় করতে বলা হয়েছে।
পূর্ববর্তী আসমানী কিতাবসমূহে একই ধরনের ইঙ্গিত দেয়া হয়েছে।
অর্থাৎ পরম সত্তা বা পরম ঈশ্বরকে যথার্থভাবে সম্মান প্রদর্শন এবং ভয় করার গুরুত্ব উল্লেখ করা হয়েছে।
তিনি সেই সত্তা যার পূর্বে কোন সৃষ্টি ছিল না।
তার থেকেই অস্তিত্বশীল সকল কিছুর উদ্ভব হয়েছে।

আমরা সৃষ্টি বা মাখলুক থেকে বিভিন্ন ক্ষতির ভয়ে ভীত হয়ে থাকি, বাস্তবতা হচ্ছে সৃষ্টিকর্তা অপেক্ষা ভয়ংকর কোন কিছুই নেই,,, শুধুমাত্র তিনি যদি আমাদেরকে সাহায্য না করেন তবে দৃশ্য-অদৃশ্য শক্তির অশুভ ভয়ংকর রূপ থেকে রক্ষা পাওয়া কোনভাবেই সম্ভব নয়।

আমাদের গবেষণায় উঠে এসেছে ২০৩৩ সাল পর্যন্ত নতুন, অভিনব এবং বিভিন্ন প্রকার মানব সৃষ্ট এবং প্রাকৃতিক বিপর্যয় একের পর এক হতে থাকবে।
এই সময়গুলোতে স্রষ্টার শরণাপন্ন হওয়া এবং নিজেদেরকে সৎ কর্মে নিয়োজিত থাকাই একমাত্র পথ।
আশা করি আমরা সবাই নিজেদেরকে কল্যাণমুখী কাজে নিয়োজিত রাখবো।
আগামী দিনগুলোতে স্রষ্টার পক্ষ থেকে সাহায্য ব্যতীত আমাদের রক্ষা পাওয়ার কোন উপায় নেই।
------------------------------------
ধন্যবাদ সকলকে,
গবেষক সৈয়দ শামীম, জেলা নড়াইল থেকে।

বাংলাদেশের মানুষ তেমন একটা কাঁকড়া পছন্দ করে না, অনেকে এখনো হালাল ,হারাম নিয়ে দ্বিধাদন্দে, তার উপর সফ্টসেল, একদম নরম খোল...
18/04/2025

বাংলাদেশের মানুষ তেমন একটা কাঁকড়া পছন্দ করে না, অনেকে এখনো হালাল ,হারাম নিয়ে দ্বিধাদন্দে, তার উপর সফ্টসেল, একদম নরম খোলসের কাঁকড়া যার পুরাটা মাংসে পরিপূর্ন যা আমাদের দেশের মানুষ এখনো সেই ভাবে পরিচিত না।
অনেক চ্যালেন্জ আমাদের ফেস করতে হয় , একে তো নতুন প্রডাক্ট , তার উপর ফ্রোজেন আইটেম ! পহেলা বৈশাখের দিনে আমাদের চট্টগ্রামের পাইকারি ক্রেতার কাছে ১০০ কেজি ডিলিভারি সম্পন্ন !
আমরা শুধু মাত্র হোলসেল করে থাকি, অনেকে খুচরা ক্রয়ে আগ্রহ দেখান কিন্ত আমরা ব্যস্ততার কারনে দেওয়া সম্ভব হয়ে উঠেনা!
আগামী তে খুচরা মার্কেট নিয়ে কাজ করার ইচ্ছে আছে , বাকিটা মহান আল্লাহর ইচ্ছে!

বিমানে একটা পাখী আর একজন মানুষ পাশাপাশি বসে আছে। বিমান বালা এসে খাবার দিয়ে গেলেন। পাখীটা খুব বাজে একটা শব্দে গালি দিয়ে ব...
19/01/2025

বিমানে একটা পাখী আর একজন মানুষ পাশাপাশি বসে আছে। বিমান বালা এসে খাবার দিয়ে গেলেন। পাখীটা খুব বাজে একটা শব্দে গালি দিয়ে বিমান বালারে গালি দিয়ে বললো
- ঐ া*ি, যা পানি নিয়া আয়।
পাখীর মুখে গালি শুনে বিমানবালা কিছু বললো না। পানি এনে দিলো। এরপর একটু পরেই বিমান বালারে আবার গালি দিয়ে ডাকলো। বিমান বালা এইবারও কিছু বললো না।

পাশের ভদ্রলোক এতক্ষণ ভালোই ছিলো। পাখীরে দেখে এবার ইনস্পায়ার্ড হয়ে, বিমান বালারে গালি দিয়ে ডাক দিলো। বিমান বালা চলে গেলেন। একটু পর, পাইলট ও বিমান বালারা একসাথে এসে, প্লেনের দরজা খুলে, দুইটারেই নীচে ফেলে দিলো।

পাখীটা উড়ছে, লোকটা পড়ছে। পাখীটা উড়ে কাছে এসে বললো
- ালা তুই কেন গালি দিলি!
লোকটা অসহায়ের মত বললো
- ভাই আপনারে দেখে।

পাখী হাসতে হাসতে কয়
- আমিতো উড়তে পারি, তাই গালি দিছি। জানতাম বড়জোর প্লেন থেকে বের করে দিবো। তো তুই কেন এই কাজ করলি!

-০-

রাজনৈতিক নেতারা পাবলিকরে নিয়া ছিনিমিনি খেলছে, কারন দেশের আনাচে কানাচে এদের নেতাকর্মী ছিলো। কোটি কোটি সমর্থক ছিলো। কিন্তু অরাজনৈতিক লোকজন বেশ কিছু বিষয়ে এই ছিনিমিনিটা খেলতেছে কী জন্য!

বাংলাদেশে আগামী ১৯ থেকে ২২ ডিসেম্বর রেকর্ড পরিমাণ শীতকালীন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ে...
19/12/2024

বাংলাদেশে আগামী ১৯ থেকে ২২ ডিসেম্বর রেকর্ড পরিমাণ শীতকালীন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ জানিয়েছেন, এই সময়ে ভারি বৃষ্টিপাত হতে পারে, যা শীতকালে সাধারণত দেখা যায় না।

বিশেষ করে খুলনা, বরিশাল, ঢাকা ও চট্টগ্রাম বিভাগে বৃষ্টিপাতের পরিমাণ বেশি হতে পারে। এই বৃষ্টির কারণে আলু চাষিদের ফসলের ক্ষতির আশঙ্কা রয়েছে। কৃষকদের পরামর্শ দেওয়া হয়েছে, ২২ ডিসেম্বর পর্যন্ত আলুর জমিতে কৃত্রিম সেচ না দিতে এবং জমি থেকে অতিরিক্ত পানি নিষ্কাশনের প্রস্তুতি নিতে।

সর্বশেষ আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী, ২০ ও ২১ ডিসেম্বর ঢাকায় আকাশ আংশিক মেঘলা থাকবে, তবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

আতঙ্কিত না হয়ে, সর্বশেষ তথ্যের জন্য স্থানীয় আবহাওয়া অফিসের সঙ্গে যোগাযোগ রাখার পরামর্শ দেওয়া হচ্ছে।

তথ্যসূত্র: ১. https://www.jugantor.com/national/891837

২.https://www.facebook.com/1022297842/posts/10231838403916002/?app=fbl

বিঃ দ্রঃ আপলোডকৃত ছবিটি কল্পনাপ্রসূত

24/10/2024

এই পৃথিবীর প্রিয় জিনিসটা নিষিদ্ধ হয়, না হয় অন্য কারো হয়, না হয় ব্লকলিস্টে থাকে।

Address

Satkhira

Opening Hours

Monday 10:00 - 08:00
Tuesday 09:00 - 20:00
Wednesday 10:00 - 20:00
Thursday 10:00 - 20:00
Saturday 10:00 - 20:00
Sunday 09:00 - 20:00

Telephone

+8801970999099

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mamun&Brothers posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mamun&Brothers:

Share