Cricket 24 & Sports Live

Cricket 24 & Sports Live I am working on your prayers with Islamic Collection and Sports News. Pray that we can manage this page in a beautiful way
(1)

29/04/2025

ভারতের চোখ রাঙানি আর চলবে না। বাংলাদেশিকে ধরতে এসে বিএসএফ কট।

" কিছু বুঝতে পারছেন!?  একজন, প্রচার বিমুখ  এই ডিবি প্রধান ভারতের চোখ রাঙ্গানি পাশ কাটিয়ে ইসকনের স'ন্ত্রাসী চিন্ময়কে আ'টক...
14/04/2025

" কিছু বুঝতে পারছেন!? একজন, প্রচার বিমুখ এই ডিবি প্রধান ভারতের চোখ রাঙ্গানি পাশ কাটিয়ে ইসকনের স'ন্ত্রাসী চিন্ময়কে আ'টক করেছিলো। আরো দুইশো আওয়ামী লীগের ভিওআইপি দোশরকে গ্রেফতার করে ৷ যে কারনে ডিবি প্রধানকে সরিয়ে খোদা বকশ - রা এখন ওসি প্রদীপের মতো কাউকে বসানোর পায়তারা করছে৷
চিন্ময়কে আ'টকে প্রথম আলোসহ যাদের কষ্ট লেগেছে তারাই ডিবি প্রধান রেজাউল মল্লিককে সরাতে চায়৷ "

• বাংলাদেশের সবচেয়ে বিপদজনক খেলা হচ্ছে- তলে-তলের খেলা। এই খেলায়, পাবলিক বো*কা* বোনে যায় আর বারে বারে এলিট জিতে যায়..!!

• জুলাই-আগস্টের অন্যতম আকাঙ্ক্ষা হলো ট্রান্সপারেন্সি বা স্বচ্ছতা। ডিবি প্রধান এর বরখাস্তের কারন কি?

• হারুন সাহেব তো অনেক কিছু খুল্ব দেখিয়েছেন ; উনি কার কার টা খুলেছে, যে আজ এই দুর্ভাগ্য হলো উনার।

• মেজর সিনহাকে হ'ত্যার পর ওসি প্রদীপ যার কাছে সহায়তা চেয়ে ফোন করেছিলেন এবং সেই রেকর্ডটি পরবর্তীতে ফাঁস হয়েছিলো তার নাম খোদা বকশ চৌধুরী । তিনি হলেন আল্লাহ বকশ চৌধুরীর ভাই৷

• বিশ্বস্ত সূত্রে জানা গেছে সেই খোদা বকশ সরকারের এতো সেনসেটিভ গুরুত্বপূর্ণ জায়গায় বসে আছে..!?

• তিনি ই নাকি পুলিশের আইজিপিকে ডিঙ্গিয়ে এই ডিবি প্রধানকে পদ থেকে সরিয়ে দেন….!?

• কদিন আগেই এই চেয়ারে ছিলেন ভাতের হোটেলখ্যাত হারুনুর রশিদ৷ যিনি এই চেয়ারটাকে কলঙ্কিত করে গিয়েছেন৷

• যার সাজানো : জঙ্গি , মাদক ,হত্যা , বোমা হামলা মামলার নাটকের বলি হয়েছিলো হাজারো আলেম , নিরীহ মানুষ...!!

• কথায় কথায় ক্যামেরা ডেকে নিজেকে নায়ক বানানো খলনায়ক হারুনের পলায়নের পর ডিবির এই চেয়ারে কে আছেন সোটাই হয়তো অনেকে জানেন না৷

• ক্যামেরার পেছনে থেকেই কাজ করে যাচ্ছেন ডিবি প্রধান রেজাউল করিম মল্লিক৷

গেলো ১৫ বছর ধরে নির্যাতিত এই পুলিশ কর্মকর্তা সারদা,পিবিআই, সবশেষ সিরাজগঞ্জ সিআইডিতে কর্মরত ছিলেন৷

আওয়ামিলীগের ১৫ বছরে রেজাউল করিম মল্লিক কে একদিনের জন্য ডিএমপিতে পোস্টিং দেয়া হয়নি৷

• হয়তো তার একজন সমালোচিত মডেলকে এই ভাবে গ্রে*প্তা*র ঠিক হয়নি কিন্তু, সৌদির সাথে বাংলাদেশের কুটনৈতিক সম্পর্ক কে ঠিক রাখতে মডেল কে পুলিশি হেফাজতে রাখায় দোষের কিছু দেখছি না।

• আর তা ছাড়া কূটনৈতিক প্রটোকলের কারনে চাইলেও বাংলাদেশ প্রশাসন সৌদি এম্বাসেডর কে গ্রেফতার করতে পারতো না।

• বাংলাদেশী কত লক্ষ প্রবাসী সৌদিতে কর্মরত আছেন তার হিসাব করেছেন!?

• সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এবং কূটনৈতিক পর্যায়ের নিরাপত্তা ও এই রকম সন্দেহ ভাজন কাউকে কাস্টডিতে জিজ্ঞাসাবাদ‌ শেষে ছেড়ে দেওয়াটাও রাষ্ট্র ও জাতীয় স্বার্থে আইনসিদ্ধ ব্যাপার।

• এখনো আসিফ নজরুল এর মতো ভারতীয় দালাল, ফারুকীর মতো লোক, র , আর আওয়ামী স্বৈরাচারী সরকারের দোসররা প্রশাসনের বিভিন্ন স্থানে ঘাপটি মেরে বসে আছে!?

• এদের কে না সরাতে পারলে বাংলাদেশের কপালে বড় বিপদের আশঙ্কা আছে।

তাই Chief Adviser GOB স্যারের প্রতি অনুরোধ ভারতীয় দালাল, র , আর আওয়ামী স্বৈরাচারী ফ্যাসিস্ট, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব ও নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ এই সকল দালাল দের ঝেঁটিয়ে বিদায় করুন...….. ✊

• আজ উনার পাশে না দাড়ালে, ভবিষ্যতে অনেক পুলিশ কর্মকর্তাই সাহস হারিয়ে ফেলবে কাজ করতে।

• জাস্টিস ফর রেজাউল করিম ✊

যারা নিজেদের ও পরিবারের জীবনের রিস্ক নিয়ে দেশের পাশে দাঁড়ায়, তাদের পাশে থাকতে হবে দেশবাসীকে।

তা নাহলে ফ্যাসিবাদের দালালরা এরকম দেশপ্রেমিক বাছাই করে করে শেষ করে দেবে।

#সবারআগেবাংলাদেশ

জনপ্রিয় ক্রিকেট বিশ্লেষক ও সাংবাদিক দেব চৌধুরী ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। আল্লাহ তাআলা তাকে কবুল করুন আমিন 🤲
31/01/2025

জনপ্রিয় ক্রিকেট বিশ্লেষক ও সাংবাদিক দেব চৌধুরী ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। আল্লাহ তাআলা তাকে কবুল করুন আমিন 🤲

05/12/2024

প্রথমালু জঙ্গি বানাতো,র্যাব তাদের ক্রসফায়ার দিতো: মেজর মোহসিনুল করিম

সবার দেখা উচিত
01/12/2024

সবার দেখা উচিত

আজকের ভিডিও। লিংক কমেন্ট বক্সে।

প্রতিবেশী রাষ্ট্র থেকে আসা আলু আর পেঁয়াজের উপর আমরা নির্ভরশীল না বরং তারা আমাদের উপর নির্ভরশীল। বিশ্বাস হচ্ছে না? গত তিন...
01/12/2024

প্রতিবেশী রাষ্ট্র থেকে আসা আলু আর পেঁয়াজের উপর আমরা নির্ভরশীল না বরং তারা আমাদের উপর নির্ভরশীল। বিশ্বাস হচ্ছে না? গত তিনদিন আগে তারা চিন্ময় ইস্যুতে আলু-পেঁয়াজ রপ্তানীতে হঠাৎ নিষেধাজ্ঞা দেয়। কিন্তু পশ্চিমবঙ্গের ব্যবসায়ীদের ক্রমাগত চাপের মুখে তারা আবার আমদানী খুলে দিতে বাধ্য হয়েছে। পশ্চিমবঙ্গের ব্যবসায়ীরা প্রতিদিন মিটিং করেছে এবং বলেছে এই রপ্তানী না হলে পশ্চিমবঙ্গ সহ পাশাপাশি এলাকার কৃষকদের অনেক ক্ষতি হয়ে যাবে।

কলকাতায় টুরিজম, হোটেল, গার্মেন্টস আর রেস্টুরেন্ট ব্যবসায়ীরা বুঝতেছে তারা কি পরিমান বাংলাদেশীদের উপর নির্ভরশীল।

সুতরাং আমরা ভারতের আলু, পেঁয়াজের জন্য নতজানু হব না বরং আমাদের আমদানীর অনেক অপশন আছে। ওদের রপ্তানীর অপশন নেই।

আমাদের দেশে যখন অফ-সিজন, তখন তারা একটু সুযোগ নেয় আর কি।

Rasel Ahmed

30/11/2024

পাখির চোখে সাতক্ষীরা জেলা জামায়াতের কর্মী সমাবেশ। উপস্থিত ছিলেন ডাঃ শফিকুর রহমান

হাসিনার সাথে কি রাসেল ভাইপো পালালো নাকি?
30/11/2024

হাসিনার সাথে কি রাসেল ভাইপো পালালো নাকি?

27/11/2024

চিন্ময় কৃষ্ণ প্রভু শিশু বলাৎকার কারী তার প্রমাণ নিচে ভিডিওতে।সে পতিত স্বৈরাচার হাসিনার হাতকে শক্তিশালী করতে চেয়েছিল।সে বাআল ও ইন্ডিয়ার এজেন্ট। নারী ঘটিত ভিডিও ইলিয়াস হোসাইন এর পেজে আছে।ইসকোন মানেই হিন্দু সম্প্রদায় এটা বলা ভুল অনেক হিন্দু ইস্কোন কে ঘৃণা করে। ইস্কোনের প্রত্যেকটি সদস্য উগ্র সন্ত্রাসী। এইজন্য ইস্কোন কে অবশ্যই নিষিদ্ধ করতে হবে।
ভিডিও: একুশে টেলিভিশন থেকে নেওয়া।

বিএনপি আর জামায়াতের চিন্তায় কি আছে আমি জানি না, কিন্তু বাআলকে আগামী কয়েকটা ইলেকশান থেকে নিষিদ্ধ না করলে বাংলাদেশে গণতন্ত...
22/11/2024

বিএনপি আর জামায়াতের চিন্তায় কি আছে আমি জানি না, কিন্তু বাআলকে আগামী কয়েকটা ইলেকশান থেকে নিষিদ্ধ না করলে বাংলাদেশে গণতন্ত্রের কোন ভবিষ্যৎ নাই। তারা তিনটা ইলেকশান চুরি করছে, তিনটা ইলেকশান বাইরে থাকবে। নো কম্প্রোমাইজ অন দ্যাট। এইখানে ছাড় দেয়াটাই একটা আনফেয়ার কাজ হবে।
ড. মির্জা গালিব
সহকারী অধ্যাপক,হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়, যুক্তরাষ্ট্র

12/11/2024

বিএনপি কি নাটক শুরু করল বুঝলাম না। সকালে বলছে মুজিবের ছবি নামানো উচিত হয়নি। খন্দকার মুশতাক নামিয়েছিলেন আর জিয়াউর রহমান উঠায়।বিকালে বলছে অনাকাঙ্ক্ষিত ভুল মনে করেছি রাষ্ট্রপতি হিসাবে যে ছবি ছবি ঐটা নামিয়েছে। নাটক কম করো পিও জনগণ বুঝে।

Address

Satkhira

Website

Alerts

Be the first to know and let us send you an email when Cricket 24 & Sports Live posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Cricket 24 & Sports Live:

Share