14/04/2025
" কিছু বুঝতে পারছেন!? একজন, প্রচার বিমুখ এই ডিবি প্রধান ভারতের চোখ রাঙ্গানি পাশ কাটিয়ে ইসকনের স'ন্ত্রাসী চিন্ময়কে আ'টক করেছিলো। আরো দুইশো আওয়ামী লীগের ভিওআইপি দোশরকে গ্রেফতার করে ৷ যে কারনে ডিবি প্রধানকে সরিয়ে খোদা বকশ - রা এখন ওসি প্রদীপের মতো কাউকে বসানোর পায়তারা করছে৷
চিন্ময়কে আ'টকে প্রথম আলোসহ যাদের কষ্ট লেগেছে তারাই ডিবি প্রধান রেজাউল মল্লিককে সরাতে চায়৷ "
• বাংলাদেশের সবচেয়ে বিপদজনক খেলা হচ্ছে- তলে-তলের খেলা। এই খেলায়, পাবলিক বো*কা* বোনে যায় আর বারে বারে এলিট জিতে যায়..!!
• জুলাই-আগস্টের অন্যতম আকাঙ্ক্ষা হলো ট্রান্সপারেন্সি বা স্বচ্ছতা। ডিবি প্রধান এর বরখাস্তের কারন কি?
• হারুন সাহেব তো অনেক কিছু খুল্ব দেখিয়েছেন ; উনি কার কার টা খুলেছে, যে আজ এই দুর্ভাগ্য হলো উনার।
• মেজর সিনহাকে হ'ত্যার পর ওসি প্রদীপ যার কাছে সহায়তা চেয়ে ফোন করেছিলেন এবং সেই রেকর্ডটি পরবর্তীতে ফাঁস হয়েছিলো তার নাম খোদা বকশ চৌধুরী । তিনি হলেন আল্লাহ বকশ চৌধুরীর ভাই৷
• বিশ্বস্ত সূত্রে জানা গেছে সেই খোদা বকশ সরকারের এতো সেনসেটিভ গুরুত্বপূর্ণ জায়গায় বসে আছে..!?
• তিনি ই নাকি পুলিশের আইজিপিকে ডিঙ্গিয়ে এই ডিবি প্রধানকে পদ থেকে সরিয়ে দেন….!?
• কদিন আগেই এই চেয়ারে ছিলেন ভাতের হোটেলখ্যাত হারুনুর রশিদ৷ যিনি এই চেয়ারটাকে কলঙ্কিত করে গিয়েছেন৷
• যার সাজানো : জঙ্গি , মাদক ,হত্যা , বোমা হামলা মামলার নাটকের বলি হয়েছিলো হাজারো আলেম , নিরীহ মানুষ...!!
• কথায় কথায় ক্যামেরা ডেকে নিজেকে নায়ক বানানো খলনায়ক হারুনের পলায়নের পর ডিবির এই চেয়ারে কে আছেন সোটাই হয়তো অনেকে জানেন না৷
• ক্যামেরার পেছনে থেকেই কাজ করে যাচ্ছেন ডিবি প্রধান রেজাউল করিম মল্লিক৷
গেলো ১৫ বছর ধরে নির্যাতিত এই পুলিশ কর্মকর্তা সারদা,পিবিআই, সবশেষ সিরাজগঞ্জ সিআইডিতে কর্মরত ছিলেন৷
আওয়ামিলীগের ১৫ বছরে রেজাউল করিম মল্লিক কে একদিনের জন্য ডিএমপিতে পোস্টিং দেয়া হয়নি৷
• হয়তো তার একজন সমালোচিত মডেলকে এই ভাবে গ্রে*প্তা*র ঠিক হয়নি কিন্তু, সৌদির সাথে বাংলাদেশের কুটনৈতিক সম্পর্ক কে ঠিক রাখতে মডেল কে পুলিশি হেফাজতে রাখায় দোষের কিছু দেখছি না।
• আর তা ছাড়া কূটনৈতিক প্রটোকলের কারনে চাইলেও বাংলাদেশ প্রশাসন সৌদি এম্বাসেডর কে গ্রেফতার করতে পারতো না।
• বাংলাদেশী কত লক্ষ প্রবাসী সৌদিতে কর্মরত আছেন তার হিসাব করেছেন!?
• সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এবং কূটনৈতিক পর্যায়ের নিরাপত্তা ও এই রকম সন্দেহ ভাজন কাউকে কাস্টডিতে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেওয়াটাও রাষ্ট্র ও জাতীয় স্বার্থে আইনসিদ্ধ ব্যাপার।
• এখনো আসিফ নজরুল এর মতো ভারতীয় দালাল, ফারুকীর মতো লোক, র , আর আওয়ামী স্বৈরাচারী সরকারের দোসররা প্রশাসনের বিভিন্ন স্থানে ঘাপটি মেরে বসে আছে!?
• এদের কে না সরাতে পারলে বাংলাদেশের কপালে বড় বিপদের আশঙ্কা আছে।
তাই Chief Adviser GOB স্যারের প্রতি অনুরোধ ভারতীয় দালাল, র , আর আওয়ামী স্বৈরাচারী ফ্যাসিস্ট, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব ও নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ এই সকল দালাল দের ঝেঁটিয়ে বিদায় করুন...….. ✊
• আজ উনার পাশে না দাড়ালে, ভবিষ্যতে অনেক পুলিশ কর্মকর্তাই সাহস হারিয়ে ফেলবে কাজ করতে।
• জাস্টিস ফর রেজাউল করিম ✊
যারা নিজেদের ও পরিবারের জীবনের রিস্ক নিয়ে দেশের পাশে দাঁড়ায়, তাদের পাশে থাকতে হবে দেশবাসীকে।
তা নাহলে ফ্যাসিবাদের দালালরা এরকম দেশপ্রেমিক বাছাই করে করে শেষ করে দেবে।
#সবারআগেবাংলাদেশ