Raiyan.farid

Raiyan.farid ****ধৈর্য ধরুন একটা সময় সফলতা আসবেই*****
(2)

15/03/2025

Alhamdulilah

সন্তান যখন দূরে যায় প্রত্যেক বাবার মনে হয় বুকের পাজরটা ছিড়ে যায়... এখন মনে হয় আমার বাবা-মা ছোটবেলায় আমার জন্য কি ক...
15/03/2025

সন্তান যখন দূরে যায় প্রত্যেক বাবার মনে হয় বুকের পাজরটা ছিড়ে যায়... এখন মনে হয় আমার বাবা-মা ছোটবেলায় আমার জন্য কি করছে

অজানা গন্তব্যস্থল সুনামগঞ্জ শাল্লা
08/03/2025

অজানা গন্তব্যস্থল সুনামগঞ্জ শাল্লা

বদলে যাচ্ছে বাংলাদেশ।যশোরের প্রদীপ বিশ্বাস তৈরি করেছেন কচুরিপানা কাটার মেশিন। মাত্র তিন লক্ষ টাকা ব্যয়ে বানানো এই যন্ত্র...
08/03/2025

বদলে যাচ্ছে বাংলাদেশ।
যশোরের প্রদীপ বিশ্বাস তৈরি করেছেন কচুরিপানা কাটার মেশিন। মাত্র তিন লক্ষ টাকা ব্যয়ে বানানো এই যন্ত্র এক লিটার তেলে এক ঘন্টা চলতে পারে, যা জলাশয়ের কচুরিপানা সমস্যার কার্যকর সমাধান দিতে পারে।

অন্যদিকে,
মানিকগঞ্জের জুলহাস মাত্র দেড় লক্ষ টাকায় হেলিকপ্টার/বিমান তৈরি করে সফলভাবে উড়িয়েছেন। এর আগে অনেকে চেষ্টা করলেও সফল হননি।

মূলত এদেরকে ভাইরাল করুন। তাহলে এগিয়ে যাবে বাংলাদেশ।
এই উদ্ভাবকদের সঠিক পৃষ্ঠপোষকতা ও সহায়তা দেওয়া হলে বাংলাদেশ আরও দ্রুত এগিয়ে যাবে।

07/03/2025

আলহামদুলিল্লাহ

07/03/2025

নিশ্চয়ই আল্লাহ উত্তম পরিকল্পনাকারী

ডিজিটাল বাংলাদেশের অবস্থা:প্রতিদিন শুধুমাত্র ঢাকা- চট্টগ্রাম রুটে প্রায় ৮টি আপ ও ৮টি ডাউন মোট ১৬টি ট্রেনের টিকিট অনলাইনে...
14/09/2024

ডিজিটাল বাংলাদেশের অবস্থা:

প্রতিদিন শুধুমাত্র ঢাকা- চট্টগ্রাম রুটে প্রায় ৮টি আপ ও ৮টি ডাউন মোট ১৬টি ট্রেনের টিকিট অনলাইনে পাওয়া যায়।
একটি টিকিটে ২০/- চার্জ দিতে হয় ৪টি কাটলে ৮০/- টাকা। গড়ে প্রতি ট্রেনে ৪০০ টি সিটের জন্য ৮০০০/- টাকা। মানে দৈনিক এই রুটের ট্রেন থেকেই shohoz.com ১,২৮,০০০/- টাকা নিয়ে যায়। যা মাসে প্রায় ৪০ লক্ষ টাকা।
অন্য রুটের হিসেব করলে সেটা কত হবে চিন্তা করে দেখেন।

অথচ ১০জন সফটওয়ার ইঞ্জিনিয়ার কে মাসে ১লক্ষ টাকা বেতন দিলেও যাত্রীদের ৫টাকার বেশী খরচ দিতে হতো না।

বিশেষ দ্রষ্টব্য: সহজ এর জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান রাজিব ভট্টাচার্য্য একজন ভারতীয় নাগরিক।

এই বিষয়ে সবার প্রতিবাদ করা উচিৎ।
©Collected

Address

Satkhira
9460

Website

Alerts

Be the first to know and let us send you an email when Raiyan.farid posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share