MSJ Radwan

MSJ Radwan ❤️لَا اِلَهَ اِلَّا اللهُ مَحَمَّدُ رَّسُوْلُ اللهِ❤️

সাতক্ষীরা-৩ আসনের সীমানা পুনঃ নির্ধারণের দাবিতে আশাশুনিতে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ মোঃ সাজিদুজ্জামান রেদওয়ান। আশ...
02/08/2025

সাতক্ষীরা-৩ আসনের সীমানা পুনঃ নির্ধারণের দাবিতে আশাশুনিতে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

মোঃ সাজিদুজ্জামান রেদওয়ান। আশাশুনি-শ্যামনগর প্রস্তাবিত সীমানা বাতিল,সাতক্ষীরার পাঁচটি আসন পূনর্বহাল ও আশাশুনিকে স্বতন্ত্র আসনের দাবি এবং সাতক্ষীরা-৩ আসনের সীমানা পুনঃ নির্ধারণের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার(২ আগস্ট) বিকাল ৫ টায় আশাশুনি উপজেলা জামায়াতে ইসলামী সরকারি কলেজ জামে মসজিদের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জনতা ব্যাংক মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা নায়েব আমির মাওঃ নুরুল আবছার মুর্তাজার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা কর্ম পরিষদ সদস্য,বিশিষ্ট আইনজীবী এ্যাডভোকেট আব্দুস সোবহান মুকুল,জেলা কর্ম পরিষদ সদস্য অধ্যাপক আব্দুস সবুর। সদর সেক্রেটারি মাওলানা আব্দুল হাই এর সঞ্চালনায় সমাবেশে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আই বি ডব্লিউ এফ সভাপতি এবিএম আলমগীর পিন্টু,বিশিষ্ট আইনজীবী সাবেক ভাইস চেয়ারম্যান এডভোকেট শহিদুল ইসলাম,অফিস সেক্রেটারি মাওলানা রুহুল কুদ্দুস,সদর ইউনিয়ন আমির হাফেজ আব্দুল্লাহ প্রমুখ।
এ সময় বক্তারা বলেন,সাম্প্রতিক সময়ে বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত সংসদীয় আসন পুনর্বিন্যাসে সারাদেশে ৩৯টি আসনে পরিবর্তন আনা হয়েছে। এই প্রক্রিয়ার আওতায় সাতক্ষীরার-১০৭ নম্বর আসন (সাতক্ষীরা-৪) হিসেবে শ্যামনগর ও আশাশুনি দুটি ভিন্ন উপজেলা নিয়ে একটি সংসদীয় আসন গঠন করা হয়েছে। শ্যামনগর বাংলাদেশের সর্ববৃহৎ উপজেলা আয়তনের দিক থেকে এবং এটি সুন্দরবনের একেবারে সন্নিকটে অবস্থিত। অপরদিকে আশাশুনি উপজেলা ভৌগোলিকভাবে শ্যামনগর থেকে প্রায় বিচ্ছিন্ন। এই দুই উপজেলার মধ্যে সংযোগ সৃষ্টি করে শুধু শ্যামনগরের গাবুরা ও পদ্মপুকুর ইউনিয়ন,যা খোলপেটুয়া নদী দ্বারা বিভক্ত এবং যাতায়াতের একমাত্র মাধ্যম খেয়ানৌকা। বাস্তবতা হলো-আশাশুনি ও শ্যামনগরের মাঝে কোন কার্যকর সড়ক সংযোগ নেই। বরং আশাশুনির উত্তরের সীমান্ত গিয়ে মিশেছে তালা,পাইকগাছা ও সাতক্ষীরা সদর উপজেলার সঙ্গে, যার একপ্রান্ত থেকে অপরপ্রান্তের দূরত্ব প্রায় ৯০-১০০ কিমি। ফলে দুটি ভিন্ন ভৌগোলিক ও প্রাকৃতিক বৈশিষ্ট্যসম্পন্ন উপজেলা নিয়ে একটি সংসদীয় আসন ঘোষণা জনসাধারণের জন্য ভোগান্তি ডেকে আনবে বলেই তারা মনে করেন। # #

02/08/2025

সাতক্ষীরা-৩ আসনের সীমানা পুনঃ নির্ধারণের দাবিতে আশাশুনিতে জামায়াতের বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে বক্তব্য রাখছেন উপজেলা নায়েবে আমীর মাওঃ নুরুল আবছার মুরতাজা।

01/04/2025

বাংলাদেশ জামায়াত ইসলাম এবং বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির —-এরা কি সত্যিই গুপ্ত সংগঠন…?

01/04/2025

একটা confusions থেকেই গেল….শিবির কি সত্যিই রগ কাটে..?🤔🤔🤔🤔

জুলাই অভ্যুত্থানের পর মাদরাসা স্থাপনে আবেদনের হিড়িক২০২৩ সালের ডিসেম্বর থেকে ২০২৪ সালের জুলাই পর্যন্ত আট মাসে দেশে নতুন ম...
01/04/2025

জুলাই অভ্যুত্থানের পর মাদরাসা স্থাপনে আবেদনের হিড়িক

২০২৩ সালের ডিসেম্বর থেকে ২০২৪ সালের জুলাই পর্যন্ত আট মাসে দেশে নতুন মাদরাসা স্থাপনে আবেদন পড়েছিল মাত্র একটি। জুলাই-আগস্টে গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতন ঘটে। এরপর আগস্ট থেকে মার্চ পর্যন্ত আট মাসে মাদরাসা স্থাপনে আবেদন জমা পড়েছে ১৮টি। আবার আওয়ামী লীগের পতনের আগের আট মাসে দাখিল থেকে আলিমে উন্নীত করতে আবেদন করেছিল তিনটি মাদরাসা। অথচ পরের আট মাসে দাখিলকে আলিম উন্নীত করতে আবেদন পড়েছে ১২টি।

শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ, বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড এবং মাদরাসা শিক্ষা অধিদপ্তরের সবশেষ ১৬ মাসের প্রতিবেদন ও তথ্য-উপাত্ত বিশ্লেষণে এমন চিত্র দেখা গেছে।

- জাগোনিউজ

ঈদুল ফিতর ২০২৪ এ ডিউটিরত ছিলেন জুলাই বিপ্লবের একমাত্র ডাক্তার ডা. সজীব সরকার। ছবিটি ঈদের দিনেরই। আজ তিনি না ফেরার দেশে। ...
01/04/2025

ঈদুল ফিতর ২০২৪ এ ডিউটিরত ছিলেন জুলাই বিপ্লবের একমাত্র ডাক্তার ডা. সজীব সরকার।

ছবিটি ঈদের দিনেরই। আজ তিনি না ফেরার দেশে। এ দেশের মানুষের মুক্তির জন্য নিঃসঙ্কোচে জীবন বিলিয়ে দিয়েছেন।

২০২৪ সালের ১৮ জুলাই, রোজ বৃহস্পতিবার রাজধানীর উত্তরার আজমপুরে শহীদ তানভীন সড়কে পুলিশের গুলিতে নির্মমভাবে শাহাদাতবরণ করেন ডা. সজীব।

শহীদের মা এখনো পথ চেয়ে আছে কোন এক ভোরে ফজরের নামাজের ওয়াক্তে তার নাড়ী ছেড়া ধন ফিরে আসবে বলে। তাইতো ভোরে ঘুম থেকে উঠে বসে থাকেন মা প্রতিদিন।

- July Revolutionary Alliance - JRA's Post

01/04/2025
১৫ বছর পর শোলাকিয়া ঈদগাহ মাঠের ইমামতি ফেরত পেলেন মুফতি ছাইফুল্লাহ১৫ বছর পর কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মাঠের ইমা...
01/04/2025

১৫ বছর পর শোলাকিয়া ঈদগাহ মাঠের ইমামতি ফেরত পেলেন মুফতি ছাইফুল্লাহ

১৫ বছর পর কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মাঠের ইমামতির দায়িত্ব ফেরত পেলেন মুফতি আবুল খায়ের মোহাম্মদ ছাইফুল্লাহ। আবুল খায়ের মোহাম্মদ ছাইফুল্লাহ কিশোরগঞ্জ শহরের বড় বাজার মসজিদের খতিব। তাঁর বাবা আবুল খায়ের মোহাম্মদ নূরুল্লাহ শোলাকিয়া মাঠের সাবেক ইমাম এবং ভাই ওয়ালিওল্লাহ রাব্বানি জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক।

হয়বতনগর এ ইউ কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আবুল খায়ের মোহাম্মদ নূরুল্লাহ টানা ৩০ বছর শোলাকিয়া ঈদগাহ মাঠের ইমামতি করেন। ২০০৩ সালে বার্ধক্যের কারণে এ দায়িত্ব থেকে তিনি সরে যান। ২০০৪ সাল থেকে তাঁর ছেলে আবুল খায়ের মোহাম্মদ ছাইফুল্লাহ শোলাকিয়া ঈদগাহ মাঠের ইমামতি করেন। ২০০৯ পর্যন্ত দায়িত্ব পালন করার পর তৎকালীন আওয়ামী লীগ সরকার ছাইফুল্লাহকে ইমামতির দায়িত্ব থেকে সরিয়ে দেয়।

পরে ইমামতির দায়িত্ব পান বিতর্কিত মাওলানা ফরীদ উদ্দীন মাসউদ। গত বছর ৫ আগস্ট গণ–অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হয়। ৩ সেপ্টেম্বর রাজধানীর রামপুরা থানায় দায়ের করা একটি হত্যা মামলায় ফরীদ উদ্দীন মাসউদকে আসামি করা হয়। তখন থেকেই সে পলাতক।

30/11/2024

#আলহামদুলিল্লাহ,সাতক্ষীরা জেলা জামায়াত এবং শিবিরের উদ্দ্যোগে সাতক্ষীরা পাবলিক স্কুল এবং কলেজ মাঠে কর্মী সমাবেশে প্রধান অতিথি “আমিরে জামায়াত ড. মোঃ শফিকুর রহমান”

Address

Boro Durgapur, Assasuni
Satkhira
1960

Website

https://www.instagram.com/sajidur_jr_2003?utm_source=qr

Alerts

Be the first to know and let us send you an email when MSJ Radwan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share