17/06/2025
কিছু দিন আগের কথা মাত্র স্কুল জীবন শেষ করে কলেজে পদাপণ করলাম
অনেক কোতুহল, স্বপ্ন আর আশা নিয়ে শুরু হয়েছিলো এই নতুন কলেজ জীবনের পথচলা,,,,, কলেজের প্রথম দিনের স্মৃতিটা আজও যেন ভাসছে চোখের সামনে,,, কিছু অপরিচিত নতুন বন্ধু আর কিছু পুরনো বন্ধুদের সাথে নতুন করে বন্ধুত্ব যাদের ভালোবাসায় আজ সিক্ত,,,, প্রথমে তো ভালোই লাগতো কলেজে যেতে কিন্তুু দিন যতই যায় আগ্রহ ততই কমে, কিন্তুু সে সময়ের স্মৃতি ভোলার মতো নয়,,,প্রতিদিন কলেজে যাওয়া বসে বসে কিছু বোরিং স্যারের লেকচার শোনা আবার কিছু মজাদার স্যারের ক্লাস করা,,,,কিছু দুষ্টু ছেলের মেয়েদের বিরক্ত করার দৃশ্য , কোথাও কোনো রোমিও জুলিয়েটের দৃশ্য ,,, কোনোদিন সামনের বেঞ্চে বসে অতি মনোযোগে ক্লাস করা কখনো পিছনে বসে বন্ধু দের সাথে গল্পে গল্পে সময় কাটানো,,,নরম সরম স্যারদের ক্লাসের মধ্যে ডিস্টার্ব করা,, কখনো স্যারের ঝাড়ি খাওয়া, কখনো স্যারের উপদেশ বানী শোনা,,, ক্লাস বাদ দিয়ে লাইব্রেরিতে বসে থাকা,,ক্লাস টাইমে প্রিন্সিপালকে দেখে দৌড় দেয়া,, অতিরিক্ত কড়াকড়ির সময় প্রিন্সিপাল এর চোখ ফাকি দিয়ে কলেজ পালানো,,,কলেজ দুষ্টামি- পড়ালেখা-আড্ডা একই মালায় গাথা,, এই রকম আরো কিছু ছোটখাটো স্মৃতি জড়িয়ে আছে,, এই অল্প সময়ের কলেজ জীবন জুড়ে, ভালোই তো চলছিল কিন্তুু পরীক্ষা নামক ব্রেক এসে থামিয়ে দেয় সেই কলেজ জীবন,,😥
কলেজ জীবন সমাপ্ত,,,,,, পরীক্ষা যেন অপেক্ষা করছে দরজার অপর পাশে :"😔
অবাক হচ্ছি এইতো সেদিন নতুন ভাবে উদ্দীপ্ত হয়ে পথ চলা শুরু করলাম এই কলেজ জীবনের,,,এর মধ্যেই শেষ হয়ে গেল.....😭
I miss..you..my college life 😥😥😥😥😥😥😥😥