Mirza Vai

Mirza Vai পোষ্টের সময়সূচী:
সকাল ৭:০০- লেখা পোস্ট
সকাল ৯:০০- ছবি সহ লেখা
সকাল ১১:০০- ছবি
দুপুর ২:০০- রিল
বিকেল ৫:০০- ছবি
সন্ধ্যা ৭:০০- ছবি সহ লেখা
রাত ৯:০০- ভিডিও

জীবনের তিন সত্য -৪৪(চলবে.........)১। শুধু পুরুষ নয় অনেক সময় নারীরাও নারীদের জীবন বিষাক্ত করতে তুলেন।২। অনেক নারী ভাবেন, ...
16/09/2025

জীবনের তিন সত্য -৪৪
(চলবে.........)

১। শুধু পুরুষ নয় অনেক সময় নারীরাও নারীদের জীবন বিষাক্ত করতে তুলেন।

২। অনেক নারী ভাবেন, তাঁর স্বামী 'রসগোল্লা'। সুযোগ পেলেই অন্য নারী তাকে খপ করে খেয়ে ফেলবেন। এটা সত্য নয়। ( উল্টোভাবে পুরুষেরাও একই আতংকে ভুগেন। এটিও ঠিক না)

৩। নারীরা যদি তাদের সম্মান চান, তবে তাদেরও কিছু দায়িত্ব নিতে হবে। এক নম্বর দায়িত্ব হলো, নিজেদের আড্ডায় অন্য নারীর সমালোচনা বন্ধ করা।

#আসুনমায়াছড়াই
#মির্জানাহিদ
゚ ゚viralシviralシfypシ゚viralシalシ

🎉 I earned the emerging talent badge this week, recognizing me for creating engaging content that sparks an interest amo...
15/09/2025

🎉 I earned the emerging talent badge this week, recognizing me for creating engaging content that sparks an interest among my fans!

জীবনের তিন সত্য- ৪৩(চলবে........)১। দূর থেকে দেখলে প্রতিটি জীবন সুন্দর। কাছে গেলে বোঝা যায় কেউ সমস্যামুক্ত নয়।২। অতীতকে ...
15/09/2025

জীবনের তিন সত্য- ৪৩
(চলবে........)

১। দূর থেকে দেখলে প্রতিটি জীবন সুন্দর। কাছে গেলে বোঝা যায় কেউ সমস্যামুক্ত নয়।

২। অতীতকে নির্মোহ ভঙিতে দেখলে আমরা আবিষ্কার করব, অনেককেই ধন্যবাদ দেইনি। এটা তাঁদের প্রাপ্য ছিল।

৩। 'সেল্ফ মেইড' মানুষ বলে কিছু নেই। আর সব বাদ দেন, শুধু মা গর্ভে ধারণ না করলে এই সেল্ফ মেইড মানুষটি কি দুনিয়ায় আসতেন? যার শুরু অন্যের শরীরে তিনি সেল্ফ মেইড হন কী করে?

#আসুনমায়াছড়াই
#মির্জানাহিদ

আমার মুখোশটা পুড়ুক, কিন্তু আমার সত্যটা যেন রক্ষা পায়। আগুন যখন জ্বলতে থাকে, তখন তা কেবল বাইরের আবরণটাই পোড়ায়, কিন্তু আত্...
14/09/2025

আমার মুখোশটা পুড়ুক, কিন্তু আমার সত্যটা যেন রক্ষা পায়। আগুন যখন জ্বলতে থাকে, তখন তা কেবল বাইরের আবরণটাই পোড়ায়, কিন্তু আত্মার মতো গভীর ও মুল্যবান কিছু কখনও ক্ষতিগ্রস্ত হয় না। মুখোশের উপরে থাকা আভরণ হয়তো পৃষ্ঠ হয়, কিন্তু মানুষের আত্মা, যা সত্যিকার পরিচয়ের প্রতিফলন, তা অক্ষয় থেকে যায়। এই ধরনের সত্যকে আগুনের তাপে কখনও স্পর্শ করা যায় না, যেমনটি প্রাকৃতিক আগুনকে বলা হয় ধ্বংসাত্মক, কিন্তু তার সত্যিকার শক্তি হলা সম্পূর্ণ আলাদা। আমার অভ্যন্তরীণ সত্তা মৃত্যহীন—যদিও বাহ্যিক রূপ পরিবর্তন হতে পারে, আমার অন্তঃস্থলের অমলিন সত্য কোনো বাধা ছাড়াই অব্যাহত থাকবে।
🔥🖤

জীবনের তিন সত্য-৪১(চলবে........)১। 'সুয়াচান পাখি তুমি ডাকিতাছো নাকি?' একদিন সবার জীবনে গানটি বাস্তব হয়।তখন বুঝি, সুয়াচান...
14/09/2025

জীবনের তিন সত্য-৪১
(চলবে........)

১। 'সুয়াচান পাখি তুমি ডাকিতাছো নাকি?' একদিন সবার জীবনে গানটি বাস্তব হয়।তখন বুঝি, সুয়াচান পাখি উড়ে গেছে। সে আর ডাকবে না। যখন ডাকতো তখন পাত্তা দেইনি।

২। সবকিছুই একসময় বুঝি। সব ভুল গান গায়। কিন্তু হায়! শোধরানোর ট্রেনটি তখন আমার ইস্টিশন ছেড়ে অনেক দূরে চলে গেছে।

৩। আমরা বেশিরভাগ ক্ষেত্রে অন্যকে কেবল বিচার করি। ভালোবাসি না। ভালোবাসলে তার অনেক ভালো দিক দেখতে পেতাম।

#আসুনমায়াছড়াই
#মির্জানাহিদ

13/09/2025

নদীর পানিতে টানা জাল দিয়ে বাগদা চিংড়ির পোনা আহরণ।
বাংলাদেশ এর দক্ষিণ অঞ্চলের সাদা সোনা।।

অনেক তো পড়াশুনা করলেন 😁এখন বলুন আমাদের জাতীয় সবজি কি! 🤣😂
13/09/2025

অনেক তো পড়াশুনা করলেন 😁
এখন বলুন আমাদের জাতীয় সবজি কি! 🤣😂


13/09/2025

I want to give a huge shout-out to my top Stars senders. Thank you for all the support!

Prienc Sohag SB, Md Atiqul Haque

16/04/2025
সাতক্ষীরা জেলা যুবদলের সাবেক নেতা নাসিম ফারুক খান (মিঠু খান) কে  সাতক্ষীরা সদর থানায় হামলা ও পুড়ানো মামলায় গ্রেফতার দ...
06/10/2024

সাতক্ষীরা জেলা যুবদলের সাবেক নেতা নাসিম ফারুক খান (মিঠু খান) কে সাতক্ষীরা সদর থানায় হামলা ও পুড়ানো মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। ঘটনা নিশ্চিত করেছেন সদর থানার ওসি রফিকুল ইসলাম।

06/10/2024

ওসির ডিটেইলস আমাকে জানাও,
জ্বি আপা
তাকে বলো যে এক মাঘে শীত যায়না,
জ্বি আপা।
আল্লাহ যদি আরেকবার সুযোগ দেয়; সব কয়টাকে আমি শিক্ষা দিয়ে ছাড়বো,
জ্বি আপা

Address

Satkhira

Alerts

Be the first to know and let us send you an email when Mirza Vai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mirza Vai:

Share