14/10/2025
জীবনের তিন সত্য - পর্ব ৭৩
(চলবে........)
১। কিছু কিছু মানুষের কাছে গেলে শান্তি শান্তি ভাব লাগে, কিছু মানুষের কাছে গেলে অস্বস্তি। এটি কার কাছে যাবেন, সে ব্যাপারে সতর্ক বার্তা।
২। মেয়েদের আলাদা ইন্দ্রীয় আছে। তা দিয়ে তারা মুহূর্তেই বুঝতে পারেন কোন পুরুষ কেমন।
৩। মানুষ কখনোই স্বাধীন ছিল না। তাকে ভান এবং অভিনয়ের শৃঙ্খলে জীবন কাটাতে হয়।
#আসুনমায়াছড়াই
#মির্জানাহিদ
#তিনসত্য