KothaBaazi

KothaBaazi কথা তো বলতেই হবে!
(2)

KothaBaazi চলবে...

এই পেইজে নিয়মিত সমসাময়িক বিষয়ের উপর-
🔰 ফানি ভিডিও,
🔰 পার্সোনাল ব্লগ ভিডিও,
🔰 রিলস ভিডিও পোষ্ট করা হবে।

তাই, KothaBaazi পেইজে LIKE & FOLLOW দিয়ে পাশে থাকুন।
জাজাকাল্লাহ!

আলো পোন্দেই জ্বালাবো। চাঁদার সংজ্ঞা জানোস?
24/07/2025

আলো পোন্দেই জ্বালাবো। চাঁদার সংজ্ঞা জানোস?

গান্ধিজীর হাত!
24/07/2025

গান্ধিজীর হাত!

১০-এ কত দেবেন?
12/07/2025

১০-এ কত দেবেন?

ছবি কথা বলে!
12/07/2025

ছবি কথা বলে!

ক্রিকেটার "তানজিম সাকিব" যখন বলেছিলো- 'ভার্সিটির ফ্রি মিক্সিং আড্ডায় অভ্যস্ত মেয়েকে বিয়ে করলে আর যাই হোক, নিজের সন্তা...
11/07/2025

ক্রিকেটার "তানজিম সাকিব" যখন বলেছিলো- 'ভার্সিটির ফ্রি মিক্সিং আড্ডায় অভ্যস্ত মেয়েকে বিয়ে করলে আর যাই হোক, নিজের সন্তানের জন্য একজন লজ্জাশীলা মা দিতে পারবেন না'। তখন আপনাদের অনুভূতি উতলে উতলে পড়েছিল। বয়কট তানজিন সাকিব বলে বলে টাইমলাইন ফাটিয়ে দিয়েছিলেন। তা, এখন কেমন অনুভব করছেন?

আজতো, হিসাববিজ্ঞানের হিসেব মেলানোর ভিডিও দেখলেন। কাল কেমিস্ট্রি ও বায়োলজি ক্লাসের ভিডিও'ও আসবে। বৃষ্টির দিন, আসুক আর ভাসুক...

"কপি পোস্ট"

আহ্! জীবন কত কঠিন। 🤣🤣🤣
10/07/2025

আহ্! জীবন কত কঠিন। 🤣🤣🤣

আহ্! অল্পের জন্য প্লাস হলো না। ৪.৯৪ 🫣
10/07/2025

আহ্! অল্পের জন্য প্লাস হলো না। ৪.৯৪ 🫣

চাকরি মানে সোনার হরিন। আর বিসিএস হলে তো কথাই নেই। সেই বিসিএস-এ বিসিএস পোস্টাল ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েও জয়েন করবেন না...
09/07/2025

চাকরি মানে সোনার হরিন। আর বিসিএস হলে তো কথাই নেই। সেই বিসিএস-এ বিসিএস পোস্টাল ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েও জয়েন করবেন না ঢাবির হাবিব রহমান। তিনি বেছে নিয়েছেন উদ্যোক্তা হবার স্বাধীন পথ।

কৃষি ভিত্তিক প্লাটফর্ম Rupai Agro এবং ইংরেজি শেখার জনপ্রিয় প্লাটফর্ম Join English পরিচালনা করছেন তিনি। সময়ের প্রতিকূলে গিয়ে এমন সিদ্ধান্ত নেওয়া উদ্যমী মস্তিষ্কের মানুষটাকে অভিনন্দন জানাই। ৯-৫টা ডিউটির বাইরেও যে কিছু ভাবা যায়, তরুন প্রজন্মের জন্য তেমন দারুন একটা মেসেজ দিয়েছেন তিনি।

ব্যাক্তিজীবনে কেউ ক্ষমতা চায়, কেউ জনপ্রিয়তা, কেউ টাকা, কেউ মানসিক শান্তি। বেলাশেষে নিজের কাজ নিয়ে মানসিকভাবে তৃপ্তিতে থাকাটাই জীবনের বড় প্রাপ্তি।

শুভকামনা Rupai Agro & Join English জন্য!

হিংসা, এক অদৃশ্য বিষবৃক্ষ।বাইরে থেকে ফুলের মতো কোমল,ভেতরে তবু বিষাক্ত কাঁটা লুকিয়ে রাখে।মানুষ যখন নিজের আলো খুঁজে পায় না...
09/07/2025

হিংসা, এক অদৃশ্য বিষবৃক্ষ।
বাইরে থেকে ফুলের মতো কোমল,
ভেতরে তবু বিষাক্ত কাঁটা লুকিয়ে রাখে।
মানুষ যখন নিজের আলো খুঁজে পায় না,
তখন অন্যের আলো নিভিয়ে দেওয়াকেই বিজয় ভাবে।
কিন্তু জানে না,
আলো নিভিয়ে দিলে নিজের অন্ধকার শুধু আরও ঘন হয়।

কে যেন একদিন বলেছিল—
“অন্যের পথের ধুলা ওড়ালে নিজের পথ আরও আবছা হয়ে যায়।”
সত্যিই তো।
হিংসার হাত বাড়িয়ে যখন তুমি অন্যের সিঁড়িতে কাঁটা বিছিয়ে দাও,
তখন নিজের হাতেই তোমার আগুনের ছেঁকা লেগে যায়।
তোমার পা তখন থেমে থাকে—
অন্যের পতনের অপেক্ষায়,
আর ততক্ষণে যারা তোমার প্রতিযোগী ছিল,
তারা বাতাসে উড়তে শুরু করে।
তোমার চোখে তখন ধুলো নয়, আফসোস নামে।

উন্নতি—সে এক নিঃশব্দ সাধনা।
তার পথে আছে প্রতিনিয়ত নিজেকে ছাড়িয়ে যাওয়ার চেষ্টা,
অন্যকে ঠেকিয়ে নয়,
বরং তাকে ছুঁয়ে পার হয়ে যাওয়ার এক ধৈর্যশীল প্রয়াস।

তুমি যদি সত্যি বড় হতে চাও,
তবে কাঁটা নয়, ফুল ফলাও নিজের পথে।
যে ফুলের সৌরভে অন্যের মন ভরে উঠবে,
আর সেই সৌরভেই একদিন তোমার পরিচয় লেখা থাকবে।

হিংসা অন্ধ করে,
ভালোবাসা চোখে আলো আনে।
তুমি কোনটায় পথ চাও?

"কাঁটার বাগান"
স. ম. জাহিদ
[০৯ জুলাই, ২০২৫ | সকাল | মাগুরা]

09/07/2025

প্রথম মিথ্যার পর,
সব সত্য সন্দেহ!

বাংলাদেশের বাজারে পাওয়া যাচ্ছে BMW ইট! BMW গাড়ি কিনতে না পারলেও BMW ইটের একটা ঘর তো বানাতে পারেন।
09/07/2025

বাংলাদেশের বাজারে পাওয়া যাচ্ছে BMW ইট! BMW গাড়ি কিনতে না পারলেও BMW ইটের একটা ঘর তো বানাতে পারেন।

সাইকেল; তিন পায়ে দাঁড়িয়ে!
09/07/2025

সাইকেল; তিন পায়ে দাঁড়িয়ে!

Address

Satkhira, Khulna
Satkhira

Alerts

Be the first to know and let us send you an email when KothaBaazi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to KothaBaazi:

Share